কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরে ৪০০ বস্তা ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের আলমপুরে ঘটনাটি ঘটে। চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, গতকাল শনিবার ট্রাকটি ডিলারের সার নিয়ে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়া আসছিল। রাত ১২টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের আলামপুর পৌঁছালে ঘন কুয়াশার কারণে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারান। এসময় ট্রাকটি সড়কের পাশের খালে উল্টে পড়ে।
আরো পড়ুন:
উল্টো পথে অটোরিকশা, বাসের ধাক্কায় নিহত ৩
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ট্রাকের মালিক জাফর ইকবাল বলেন, “ঘনকুয়াশার কারণে ট্রাকটি খালে পড়েছে।”
ওসি সৈয়দ আল মামুন বলেন, “ট্রাকটি ডিলারের সার নিয়ে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়া আসছিল। দুর্ঘটনায় কেউ আহত হননি। ট্রাকটি ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
আমি শাকিব খানকে চিনি না: লাবণী সরকার
ঢালিউড কিং শাকিব খানকে চিনেন না বলে মন্তব্য করেছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী লাবণী সরকার। তার এ বক্তব্য প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়েছেন। এ নিয়ে শাকিব খানের ভক্ত-অনুরাগীরা ষোলআনাই নাখোশ। অনেকে আক্রমণ করেও মন্তব্য করেছেন; যা অন্তর্জালে ভেসে বেড়াচ্ছে।
বাষট্টি বছরের লাবণী হঠাৎ এমন মন্তব্য কেন করলেন? মূলত, একটি ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ আলাপচারিতায় ওপার বাংলার সুপারস্টারদের নিয়ে নানা মন্তব্য করেন। কথা বলার ফাঁকে জানতে চাওয়া হয়, আপনি তো বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে নিয়েও মন্তব্য করেছিলেন। এ বিষয়টিও পরিষ্কার হওয়া ভালো।
এরপরই লাবণী সরকার বলেন, “শাকিব খান কে, আমি জানি-ই না। শাকিব খানকে ভালো করে চিনিই না। তার কোনো সিনেমাও দেখিনি। শাকিব খানকে নিয়ে আমি কী বলব! শাকিব খানের একটা গোটা সিনেমা দেখিনি। তার সঙ্গে জীবনে কোনো সিনেমাও করিনি। তাকে নিয়ে কী বলতে পারি? এগুলো মানুষের মনগড়া কথা।”
আরো পড়ুন:
শাকিবের জন্য এলাহি আয়োজন
টিকিট না পাওয়ায় আমার পরিবারও ‘বরবাদ’ দেখতে পারেনি: শাকিব
কনটেন্ট ক্রিয়েটরদের প্রতি আঙুল তুলে লাবণী সরকার বলেন, “আমি ফেসবুকে থাকি না, কী মন্তব্য করা হয় তাও জানি না। শুনেছি, এখন নাকি কনটেন্ট ক্রিয়েটররা অনেক টাকা আয়-রোজগার করে। এসব খবর ওদের বানানো।”
লাবণী সরকারের দাবি, তার বক্তব্য বিকৃত করে অনেকবার খবর প্রকাশ করা হয়েছে। তার ভাষায়, “এখন যে যার মতো রিল বানাচ্ছে, বাইট নিচ্ছে, আমাদের পুরো বক্তব্য প্রচারে আসে না। আমার কত বক্তব্য বিকৃত করে খবর করা হয়েছে। ঘরে ঘরে ইউটিউবার, সবাই বাইট নিচ্ছে। অলীক জগতে থাকা মানুষরা, যা খুশি করছেন তো কী হবে!”
তবে এর আগে শাকিব খানকে নিয়ে ঠিক কী বলেছিলেন লাবণী সরকার, তা অবশ্য জানা যায়নি।
ঢাকা/শান্ত