আপনি অনেক সুন্দর, শাকিব খানকে প্রভা
Published: 9th, February 2025 GMT
দেশসেরা চিত্রনায়ক শাকিব খান দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তার প্রতি মুগ্ধতা প্রকাশ করেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পাশাপাশি শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি।
প্রভা জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে তার কখনো কাজ করার সুযোগ হয়নি, তবে একটি ফটোশুটে অংশ নেন তিনি। শাকিব খানের সৌন্দর্য দেখে প্রভা সরাসরি তার কাছে গিয়ে বলেছিলেন, “আপনি অনেক সুন্দর।”
আগে শাকিব খানের সিনেমাও দেখেননি প্রভা। তবে সর্বশেষ তার তিনটি সিনেমা দেখে শাকিব খানের ভক্ত হয়ে গেছেন। বিশেষ করে, ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের পরিশ্রম দেখে মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন প্রভা।
আরো পড়ুন:
যুক্তরাষ্ট্রে কী করছেন প্রভা?
‘শুধু বলতে চাই, যা ক্ষতি হওয়ার হয়েছে’
বড় পর্দায় কাজ করা প্রসঙ্গে প্রভা জানান, বড় পর্দায় তার ভাগ্য এখনো সুপ্রসন্ন হয়নি। যদিও বেশ কিছু সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সেটা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। যদি সুযোগ আসে, তবে ভবিষ্যতে বড় পর্দায় কাজ করতে আগ্রহী এই অভিনেত্রী।
বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলছেন প্রভা। যুক্তরাষ্ট্রে ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর দেশে ফিরেছেন। সাংবাদিকদের সামনে সেই অভিজ্ঞতাও শেয়ার করেন প্রভা।
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন প্রভা। এরপর বিভিন্ন টিভি নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।
ঢাকা/রাহাত/শান্ত
.