ছয় বছর পর ইসিতে বিএনপির প্রতিনিধিদল
Published: 9th, February 2025 GMT
দীর্ঘ ছয় বছর পর বিএনপির কোনো প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গেছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার সময় তিন সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে আসে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, “আমরা দীর্ঘদিন পর নির্বাচন কমিশনে এলাম। এর আগে আসা হয়নি। আজ এলাম নির্বাচনি রোডম্যাপ দিতে। এছাড়া নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সিইসিসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে কথা বলব।”
আরো পড়ুন:
রাজনৈতিক দলগুলোর দ্রুত নির্বাচন চাওয়ার অধিকার রয়েছে: আসিফ নজরুল
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: আমান
জানা গেছে, ৩টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও সালাউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনে প্রবেশ করেন। তারপর ৩টা ৫ মিনিটে প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে যান।
এরপর নির্বাচন কমিশনাররা সিইসির কক্ষে প্রবেশ করেন। ৩টা ২১ মিনিটে বিএনপির প্রতিনিধিদল ও সিইসিসহ নির্বাচন কমিশনাররা সিইসির সভাকক্ষে প্রবেশ করেন।
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র
এছাড়াও পড়ুন:
৭ বছর পর চুয়েট ছাত্রলীগের ছয় নেতার নামে মামলা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৮ সালে দুই শিক্ষার্থীকে মারধর, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা হয়েছে। এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের চুয়েট শাখার সাবেক ৬ নেতাকে আসামি করা হয়েছে। ঘটনার সাত বছর পর মামলা দুটি করেছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহমুদুল ইসলাম ও জামিল আহসান।
রাউজান থানায় ওই মামলায় আসামিরা হলেন– চুয়েটের তৎকালীন ছাত্রলীগ নেতা সৈয়দ ইমাম বাকের, সাখাওয়াত হোসেন, অতনু মুখার্জি, নিলয় দে, মেহেদী হাসান ফরহাদ ও মোহাম্মদ ফখরুল হাসান ফাহাদ। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
জামিল সমকালকে বলেন, নির্যাতন শেষে বাকের বলেছিল, হাসিনা আরও ১০ বছর ক্ষমতায় থাকবে। অর্থাৎ তারা ভেবে নিয়েছিল ওই নির্যাতনের জন্য তাদের কখনও জবাবদিহি করতে হবে না। এজন্যই মামলাটি করেছি।
মামলায় কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেননি মাহমুদুল। তিনি বলেন, ওই ঘটনার ব্যাপক প্রভাব পড়েছে আমার জীবনে।