ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকের শাসনামলে জনপ্রশাসনে ‘বঞ্চিত’ ১১৯ কর্মকর্তা সচিব পদে পদোন্নতি পেয়েছেন। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানো হয়েছে।
রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে পদোন্নতির আদেশে সই করেছেন জনপ্রশান মন্ত্রণালয়ের উপ-সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদ।
পদোন্নতি পাওয়াদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সালমান মুক্তাদির আর নাসিরের নাম উল্লেখ করে প্রভার পোস্ট!
ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। একসময় নিয়মিত টিভি নাটকে অভিনয় করলেও এখন অনেকটা কমিয়ে দিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। সমসায়িকা বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করেন এই অভিনেত্রী।
প্রভার দৃষ্টিতে, সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির হোসেন ছাড়া তেমন কোনো পুরুষ মানুষ দেখতে পান না, যারা তাদের জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান দিয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) প্রভা তার ফেসবুক একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেন, “সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা) তেমন কোনো পুরুষ মানুষ দেখতে পাইনি, যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে, জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে। যাক আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক, এ রকম একটা সাপোর্টটিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।”
আরো পড়ুন:
মাকে হারালেন জ্যাকলিন ফার্নান্দেজ
৬ দিনে সালমান-রাশ্মিকার সিনেমার আয় কত?
সালমান ও নাসিরের পর কাকে দেখে প্রভার এমন উপলব্ধি তা জানাননি প্রভা। যদিও তার পোস্ট শেয়ার করে মন্তব্যের ঘরে দুই-একজন নেটিজেন লিখেছেন তরুণ গায়ক শেখ সাদীর নাম।
সম্প্রতি পরীমণির বিরুদ্ধে তার তথাকথিত গৃহকর্মী পিংকির আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন শেখ সাদী। সমর্থন করেছেন অভিনেত্রীকে। সেই সঙ্গে পরীমণিকে নিয়ে ভুল তথ্য ছাড়ানোর প্রতিবাদও জানিয়েছেন তিনি। অনেকের ধারণা, সম্ভবত সাদীর এই কার্যক্রম দেখেই সামাজিক মাধ্যমে পোস্টটি দিয়েছেন প্রভা।
পরীমণির সঙ্গে শেখ সাদীর প্রেমের গুঞ্জন সবার জানা। অভিনেত্রীর সুখে-দুঃখেও পাশে থাকতে দেখা যায় সাদীকে। এর আগে মামলায় পরীমণির জামিনদারও হয়েছিলেন এই তরুণ গায়ক।
ঢাকা/রাহাত/শান্ত