৬ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জ কমিটি বিলুপ্ত না করলে ‘উত্তরবঙ্গ ব্লকেড’
Published: 9th, February 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ কমিটি বাতিল করে নতাুন কমিটি গঠেনের দাবি জানানো হয়েছে। ছয় ঘণ্টার মধ্যে কমিটি বিলুপ্ত না হলে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন সংগঠনটির নেতারা।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের নিউজ হোম কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে একটি বৈষম্য মূলক কমিটি প্রকাশিত হয়েছে। কমিটিতে সজিব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হাসান রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়েছে। ত্যাগী এবং বিপ্লবীদের বাদ রেখে এই কমিটি ঘোষণা করা হয়েছে। কোনো যাচাই বাছাই না করেই কমিটি ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জের গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, নিহতের পরিবার, আহত ও প্রশাসনের কাছে শুনে কমিটি পুনরায় গঠন করতে হবে।
তারা আরো জানান, রাজশাহী বিভাগের দায়িত্বরত সমন্বয় মাহিন সরকার ইতিপূর্বেও একাধিকবার আলোচনা সভা করলেও তিনি সার্বিক বিষয়ে অবহিত হওয়া সত্ত্বেও বৈষম্য মূলক কমিটি ঘোষণা করা হয়েছে। ছয় ঘণ্টার মধ্যে কমিটি বিলুপ্ত না হলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি দেওয়া হবে।
এসময় নতুন ঘোষিত কমিটি থেকে ৩০ জন সদস্য পদত্যাগের ঘোষণা দেন। খুব শিগগিরি বৈষম্যবিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে তাদের পদত্যাগপত্র পাঠানো হবে বলে জানান নেতারা।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপ-কমিটির সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য মেহেদী হাসান মুনতাসির, মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আনজারুল ইসলাম, আবু হানিফ তালুকদার, রাজিতা ভূইয়া, পায়েল খান, আমানুল্লাহ আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/অদিত্য/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স র জগঞ জ
এছাড়াও পড়ুন:
কমিটি বাতিলের দাবিতে সিরাজগঞ্জে সড়ক অবরোধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি অংশ নেওয়া শিক্ষার্থীদের সিরাজগঞ্জের জেলা কমিটিতে স্থান না দেওয়ার অভিযোগ তুলে এবং কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিম গোল চত্বর মহাসড়ক এলাকা অবরোধ করেন তারা। এসময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম।
আরো পড়ুন:
দুই দফা সংঘর্ষ শেষে শান্ত আইডিয়াল ও সিটি কলেজ
নামাজের সময় গানবাজনার অভিযোগ
কলেজের অনুষ্ঠানে হামলা, চেয়ার-বাদ্যযন্ত্র ভাঙচুর
আরো পড়ুন: ৬ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জ কমিটি বিলুপ্ত না করলে ‘উত্তরবঙ্গ ব্লকেড’
এর আগে, আজ সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরে অবস্থিত নিউজ হোম কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা কমিটি বাতিলের জন্য ৬ ঘণ্টা সময় বেঁধে দেন। নেতারা ঘোষণা করেছিলেন, দাবি না মানলে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ব্লকড করা হবে।
গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা একপত্রে ২৮৪ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকে এ কমিটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
আজ রবিবার রাত ৮টর দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মেহেদী হাসান মুনতাসির বলেন, “নতুন কমিটি দ্রুত বাতিল না করলে, আগামীকাল (সোমবার) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তরবঙ্গের মহাসড়ক অবরোধ করা হবে।”
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) কর্মসূচি দেওয়ার স্লোগান দিয়ে তারা চলে যান।”
ঢাকা/অদিত্য/মাসুদ