রবিবার (৯ ফেব্রুয়ারি, ২০২৫) শ্রীলঙ্কার মাটিতে ১৩ বছর পর কোনও টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালের আগস্টে শ্রীলঙ্কায় সিরিজ জিতেছিল অসজিরা। স্বাগতিকদের দেওয়া ৭৫ রানের লক্ষ্যে মাত্র ১ উইকেট খুইয়ে পৌঁছে যায় স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতে ২০০৬ সালের পর আবারও উপমহাদেশের মাটিতে কোন দলকে হোয়াইটওয়াশ করল তারা। একই সাথে কাপ্তান স্মিথ স্পর্শ করলেন একটি মাইলফলক। 

রবিবার স্লিপে কুশল মেন্ডিসের ক্যাচ নিয়ে স্মিথ টেস্ট ক্রিকেট ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে (উইকেটকিপার ছাড়া) ২০০ ক্যাচের মাইলফলক ছুঁলেন। তিনি একমাত্র অস্ট্রেলিয়ান, যিনি এই মাইলফলকে ছুঁতে পেরেছেন। অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের মধ্যে ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় (২১০টি) ক্যাচ নিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন। ২০৫ ক্যাচ নিয়ে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনেও আছেন স্মিথের উপরে। আর সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার দক্ষিন আফ্রিকার জ্যাক ক্যালেসের ক্যাচ সংখ্যা স্মিথের সমান ২০০টি।

আরো পড়ুন:

‘দশ হাজারি’ ক্লাবে স্টিভেন স্মিথ

ভারতে সিরিজ জয় অ্যাশেজ জেতার থেকেও বড়: স্মিথ 

 

কেবল মাত্র দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের জো রুট ২০৭টি ক্যাচ নিয়েছেন এবং এখনও খেলে যাচ্ছেন। স্মিথ বাকিদেরকে পেছেনে ফেলাটা হয়ত সময়ের ব্যাপার, তবে বয়সের বাস্তবতায় রুটকে হটিয়ে শীর্ষস্থানটা কখনও নিতে পারবে কিনা সেই ব্যাপারে আছে সন্দেহ। তাছাড়া প্রতি ক্রিকেট বর্ষেই সর্বোচ্চ সংখ্যক টেস্ট ম্যাচ খেলে ইংলিশরা।  স্মিথ এবং রুট, দুজনেরই টেস্টে সেঞ্চুরি ৩৬টি করে। তাই শতক নিয়েও একটা অলিখিত লড়াই বজায় থাকবে দুজনের মাঝে।      

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বরিশালে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও মারধরের মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার শেষ রাতে নগরের ডিসিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মহানগরের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও একই এলাকার ভাটারখাল এলাকার বাসিন্দা।

মামলা ও পুলিশ সুত্রে পাওয়া তথ্যানুযায়ী, গত ২৯ মার্চ বরিশাল জেলা মোটরসাইকেল পাটর্স মালিক সমিতির সভাপতি আবদুর রহিমের চাঁদমারি এলাকার বাসায় চুরি হয়। চোর সন্দেহে সালাম হাওলাদার নামক এক যুবককে আটকের পর সে চুরির কথা স্বীকার করে। মালামাল ফেরত দেওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। 

পরে সালামের পক্ষে স্বেচ্ছাাসেবক দল নেতা মামুনের নেতৃত্বে প্রায় ১৫ জন ভাটার খাল এলাকায় রহিমের মালিকানাধীন মোটরসাইকেলের পার্টসের দোকান ‘হাওয়া মটরর্সে’ হামলা ও ভাঙচুর করে। এসময় আব্দুর রহিমসহ কর্মচারীদের মারধর করা হয়। এ ঘটনায় মামুনসহ ৪ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে মামলা করেন রহিম।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এজাহারভুক্ত আসামি মামুনকে গ্রেপ্তার করেছেন উপপরিদর্শক রূহুল আমিন। মামুনকে আদালতে প্রেরণ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ