Risingbd:
2025-02-13@02:56:07 GMT

ট্রাব অ্যাওয়ার্ড পেলেন ডন

Published: 9th, February 2025 GMT

ট্রাব অ্যাওয়ার্ড পেলেন ডন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ড পেলেন সংগীতশিল্পী এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

দেশের ক্রীড়াবান্ধব করপোরেট প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ডন। জনপ্রিয় এই ক্রীড়া সংগঠক ওয়ালটনের মাধ্যমে দেশের অবহেলিত ফেডারেশনগুলোকে পৃষ্ঠপোষকতা করে নিজেকে এবং নিজ প্রতিষ্ঠানকে যেমন অনন্য উচ্চতায় নিয়ে গেছেন; তেমনি গানের ভুবনে পা রেখে একের পর এক সাফল্যের পদচিহ্ন এঁকে চলেছেন।

সংগীতে অসামান্য অবদানস্বরূপ ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত হোন ডন। এবার নামের পাশে সাফল্যের আরো একটি পালক যুক্ত করলেন। গতকাল (৮ ফেব্রুয়ারি) রাজধানীর প্যানপেসিফিক সোনার গাঁ হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডনের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। সংগীত বিভাগে ডন ছাড়াও সায়েরা রেজা, শাহরিয়ার রাফাত, ইথুন বাবু, এফ এ সুমনের মতো জনপ্রিয় শিল্পীরাও এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

চলচ্চিত্র বিভাগে আজীবন সম্মাননা দেয়া হয় আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, আনোয়ারা বেগম ও মিশা সওদাগরকে। এছাড়া মেহজাবীন চৌধুরী, কুসুম সিকদার, রোশান, আনিকা কবির শখ, মিথিলা, রাশেদ মামুন অপু, ইমন, সাদিয়া জাহান প্রভাকে পুরস্কার দেয়া হয়।  

পুরস্কার প্রাপ্তির পর অভিব্যক্তি প্রকাশ করে কণ্ঠশিল্পী ডন বলেন, “সংগীতে এটাই প্রথম নয়, এর আগেও একাধিক পুরস্কার পেয়েছি। তবে এবারের পুরস্কার আমাকে সংগীতের প্রতি আরো বেশি উৎসাহিত করবে। নতুন কিংবা মৌলিক গান সবাইকে উপহার দেয়ার ব্যাপারে আগ্রহী করে তুলবে।”

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভালোবাসা দিবসের আগেই হয়ে উঠুন ঝলমলে!

দুয়ারে ভালোবাসা দিবস। এদিকে শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। তবে বাজারে এখনও শীতের সবজি পাওয়া যাচ্ছে। শীতের সবজি দিয়েই ভিটামিন-সি ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। চার রকমের ফেসপ্যাক বানানোর উপায় জানিয়ে দিচ্ছি। 

কমলা এবং মধু: ১ টেবিলচামচ কমলা লেবুর রস এবং ১ চা চামচ মধু ভালো ভাবে মিশিয়ে নিন। এরপর মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখার পর কুসুম গরম পানিতে ত্বক ধুয়ে ফেলুন।

পাকা পেঁপেঁ এবং পাতিলেবু: ফেসপ্যাক বানানোর জন্য পাকা পেপে যত বেশি পাকা হয় ততই ভাল। তেমন পেঁপের শাঁস কয়েক চামচ নিয়ে ভাল করে পেস্ট করে নিন। এ বার তাতে মিশিয়ে নিন কয়েক ফোঁটা পাতিলেবুর রস। এ পর্যায়ে মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপরে পরিষ্কার পানি দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। ত্বকের মৃতকোষ দূর করার জন্যও এই ফেসপ্যাক উপযোগী।

টমেটো এবং অ্যালোভেরা:  একটি পাকা টমেটো মিক্সিতে ভাল করে বেটে নিয়ে তার সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি ১৫ মুখে মেখে রেখে দিন। এরপর পরিষ্কার পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। 

কমলার খোসা এবং দই: কমলা লেবুর খোসা ২ দিন রোদে শুকিয়ে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিন।  এবার ২ চামচ দই মেশান। মিশ্রণটি ১০ মিনিট মুখে লাগিয়ে রেখে, ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকে ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি মৃতকোষ দূর করে এবং ত্বকের আর্দ্রতাও বজায় রাখে।

উল্লেখ্য, ভিটামিন সি ফেসপ্যাক ব্যবহারের পরে মুখ ধুয়ে সানস্ক্রিন ব্যবহার করুন। যাতে সূর্যের রশ্মি ত্বকের ক্ষতি করতে না পারে।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ