Samakal:
2025-03-12@15:51:27 GMT

এক মাসের শিশুটি কোথায় গেল

Published: 9th, February 2025 GMT

এক মাসের শিশুটি কোথায় গেল

কুষ্টিয়ার দৌলতপুরে ১ মাস ৮ দিন বয়সী একটি শিশু চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকার পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম বিজয় হোসেন। সে একই এলাকার বাবু ও সোনিয়া দম্পতির ছেলে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় অভিযোগ করা হয়েছে।  

পুলিশ ও শিশুটির পরিবারের লোকজন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিজয়কে বাড়ির বারান্দায় শুইয়ে রেখে গোসল করতে যান মা সোনিয়া খাতুন। এ সময় প্রতিবেশী সেজে একজন নারী এসে শিশুটিকে আদর করার কথা বলে নিয়ে যান। পরে আর তার সন্ধান পাওয়া যায়নি।

বিজয়ের বাবা বাবু হোসেন জানান, ক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরে তিনি দেখেন শিশুটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও ওই শিশুকে আর পাওয়া যায়নি। এ বিষয়ে দৌলতপুর থানায় জিডি করা হয়েছে। 

মা সোনিয়া খাতুন বলেন, বাচ্চার গোসল ও খাওয়া শেষ করে বাড়ির বারান্দায় শুইয়ে রেখে টিউবওয়েলে গোসল করছিলাম। এ সময় প্রতিবেশী সেজে বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে করতে বাড়ির বাইরে নিয়ে যান একজন নারী। পরে তিনি আর ফেরত আসেননি। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, চুরি হওয়া শিশুটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। ওই শিশুর বাবা বাবু হোসেনের দুই স্ত্রী। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। আশা করছেন, দ্রুত শিশুটিকে উদ্ধার করতে পারবেন তারা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ লতপ র

এছাড়াও পড়ুন:

‘লক্ষ্মীসোনা’ ৮ কোটি পার, পাঁচ লাখের বেশি লাইক

হৃদয় খানের গাওয়া ও সুরে ‘লক্ষ্মীসোনা’ গানটি ব্যবহার হয় ‘যদি একদিন’ সিনেমায়। গানে বাবা-মেয়ের ভালোবাসা, মান-অভিমান ফুটিয়ে তোলা হয়েছে। গানটি প্রকাশের পরপরই দর্শক হৃদয় স্পর্শ করে। আস্তে আস্তে শ্রোতাপ্রিয়তা বাড়ে এই গানের। ছয় বছর আগের সেই গানটি নতুন মাইলফলক স্পর্শ করেছে। ইউটিউবে এই গানের ভিউ ৮০ মিলিয়ন বা ৮ কোটি পার করেছে। গানটির শিল্পী, গীতিকার-সুরকার তাই বেশ উচ্ছ্বসিত।

ইউটিউবে ‘লক্ষ্মীসোনা’ গানের মন্তব্যের ঘরে ১৯ হাজারের বেশি মতামত এসেছে। ছয় বছরে পাঁচ লাখের বেশি লাইক পড়েছে, একটিও ডিজলাইক নেই। মোনায়েম খান নামের একজন লিখেছেন, ‘হৃদয় খান আসলে ম্যাজিশিয়ান, লোকে ভুল করে মিউজিশিয়ান ডাকে...গানটা অসাধারণ হয়েছে।’
আলিফ হাসান লিখেছেন, ‘এত ভালো লাগে এই গানটা, ইচ্ছা করে সারা দিন শুনি।’ দুই সপ্তাহ আগে মালেক আহমেদ নামের একজনের একটি মন্তব্য এমন, ‘গানটা শুনলেই আমার মেয়েটার কথা মনে পড়ে। একা একা কাঁদি, আজ দুই মাস বিদেশের মাটিতে কলিজাটা ছাড়া।’

মুসাফির নামের একজন লিখেছেন, ‘ছয় বছর ধরে এই গানটা মাঝেমধ্যেই শোনা হয়, যেন এটা পুরোনো হওয়ার নয়। জীবনে শোনা অন্যতম শ্রেষ্ঠ গান।’ মাস দুয়েক আগের একটি মন্তব্য এ রকম, ‘ছয় বছর আগে প্রকাশিত হলেও আজই প্রথম গানটি শুনলাম। গানটি আমার হৃদয় স্পর্শ করেছে।’

হৃদয় খান

সম্পর্কিত নিবন্ধ

  • বাবা-মা সন্তানের বন্ধু হতে পারেন না: অভিষেক
  • পাবনায় পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত ২
  • আইসিসির পরোয়ানায় গ্রেপ্তার হলেও দুতার্তের বিচার করা কি সম্ভব হবে
  • শ্রীলীলা-কার্তিকের প্রেম, গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন অভিনেতার মা
  • উচু করা হচ্ছে সীমানা প্রাচীর বেষ্টনী, চারদিকে বসছে কাঁটাতারের বেড়া
  • হাবীবুল্লাহ বাহারের উপাধ্যক্ষকে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেপ্তার
  • ছাত্রশিবির অতিমাত্রায় পলিটিক্স পছন্দ করে না: নুরুল ইসলাম
  • দুপুরে হাত–পা বেঁধে হত্যার পর ডাকাতি 
  • প্রবাসীদের জন্য প্রক্সি ভোটসহ তিন পদ্ধতি নিয়ে এগোচ্ছে ইসি
  • ‘লক্ষ্মীসোনা’ ৮ কোটি পার, পাঁচ লাখের বেশি লাইক