ডিএমপির ঊর্ধ্বতন ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি
Published: 9th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক যুগ্ম পুলিশ কমিশনার, এক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১১ জনসহ মোট ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। ডিএমপি কমিশনার শেখ মো.
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে ট্র্যাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চে, গোয়েন্দা মিরপুর বিভাগের এডিসি মো. সোনাহর আলীকে ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
বদলি হওয়া এসি হলেন- পল্লবী জোনের পহন চাকমাকে গোয়েন্দা রমনা বিভাগে, মোহাম্মদপুর জোনের মো. তারেক সেকান্দারকে গোয়েন্দা লালবাগ বিভাগে, ডেমরা জোনের এম এম সবুজ রানাকে গোয়েন্দা ওয়ারী বিভাগে, শ্যামপুর জোনের আসিফ মাহমুদ গালিবকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দক্ষিণে, মিরপুর জোনের মাহ্মুদুল হোসাইনকে গোয়েন্দা তেজগাঁও বিভাগে, গোয়েন্দা রমনা বিভাগের মো. সাজ্জাদুর রহমানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এছাড়াও মো. মিজানুর রহমানকে মিরপুর জোনে, মো. সরাফত উল্লাহকে শ্যামপুর জোনে, মো. জাহিদ হোসেনকে পল্লবী জোনে, মো. নাসিম উদ্দিনকে ডেমরা জোনে এবং এ কে এম মেহেদী হাসানকে মোহাম্মদপুর জোনে বদলি করা হয়েছে।
বিএইচ
উৎস: SunBD 24
কীওয়ার্ড: ড এমপ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে কাজে লাগাতে চায় এবি পার্টি
এবি পার্টির ভাইস চেয়ারম্যান কর্নেল (অব.) দিদারুল আলম বলেছেন, তাঁরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে কাজে লাগাতে চান। আগামী দিনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবি পার্টির নেতৃত্বেই হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে এবি পার্টির গণ–ইফতার কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দিদারুল আলম। পহেলা রমজান থেকে রাজধানীর বিজয়নগর এলাকায় গণ–ইফতারের আয়োজন করছে দলটি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনতে হবে। রাজনীতি গণমুখী করতে হবে, নেতামুখী রাজনীতি বিলোপের এটাই উপযুক্ত সময়। আমূল সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া যাবে না।
বিশেষ অতিথির বক্তব্যে কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, ‘আমাদের একমাত্র শত্রু ভারত ও আওয়ামী লীগ। শত্রুদের কোনোভাবে গর্ত হতে বের হতে দেওয়া যাবে না। মাথা বের করলেই তা আবার গর্তে ঢুকিয়ে দিতে হবে।’
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় গণ–ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্নেল (অব.) ফেরদৌস আহমেদ, ক্যাপ্টেন (অব.) বিল্লাল আহমেদ, মেজর (অব.) আনিসুর রহমান প্রমুখ।