চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার গতি তারকা এনরিখ নরখিয়া। তবে ইনজুরির কারণে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে যান তিনি। এবার তার বদলি হিসেবে অলরাউন্ডার কোরবিন বসকে দলে অন্তর্ভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা।

পিঠের চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন নরখিয়া। প্রায় দেড় বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরে নিজেকে প্রমাণ করলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন পূরণ হলো না তার। ইনজুরির কারণে শেষ মুহূর্তে স্কোয়াড থেকে ছিটকে যান এই গতিমানব।

তার পরিবর্তে ডাক পেয়েছেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার কোরবিন বস। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ফলস্বরূপ এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকছেন কোয়েনা মপাখা।

আগামী ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে কাজে লাগাতে চায় এবি পার্টি

এবি পার্টির ভাইস চেয়ারম্যান কর্নেল (অব.) দিদারুল আলম বলেছেন, তাঁরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে কাজে লাগাতে চান। আগামী দিনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবি পার্টির নেতৃত্বেই হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে এবি পার্টির গণ–ইফতার কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দিদারুল আলম। পহেলা রমজান থেকে রাজধানীর বিজয়নগর এলাকায় গণ–ইফতারের আয়োজন করছে দলটি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনতে হবে। রাজনীতি গণমুখী করতে হবে, নেতামুখী রাজনীতি বিলোপের এটাই উপযুক্ত সময়। আমূল সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া যাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, ‘আমাদের একমাত্র শত্রু ভারত ও আওয়ামী লীগ। শত্রুদের কোনোভাবে গর্ত হতে বের হতে দেওয়া যাবে না। মাথা বের করলেই তা আবার গর্তে ঢুকিয়ে দিতে হবে।’

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় গণ–ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্নেল (অব.) ফেরদৌস আহমেদ, ক্যাপ্টেন (অব.) বিল্লাল আহমেদ, মেজর (অব.) আনিসুর রহমান প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ