ট্রাফিক জ্যামে দেড় ঘণ্টা আটকে ম্যাচের দৈর্ঘ্য কমল ১৪ ওভার
Published: 9th, February 2025 GMT
ক্রিকেট ম্যাচ শুরুর বিলম্বের প্রধান কারণ সাধারণত বৃষ্টি, আলোকস্বল্পতা বা কুয়াশা। তবে ওমানের রাজধানী মাসকাটে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর নবম রাউন্ডের ম্যাচে যে ঘটনা ঘটেছে, তা বেশ বিরল। ট্রাফিক জ্যামের কারণে নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও নামিবিয়া দল। ফলে ম্যাচ শুরু হয় দেরিতে, যার কারণে প্রতিটি ইনিংস থেকে কমিয়ে দেওয়া হয় ৭ ওভার করে মোট ১৪ ওভার।
ইউএসএ ক্রিকেট তাদের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে ম্যাচ বিলম্বের বিষয়টি জানালেও নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি। তবে ক্রিকেট বিশ্লেষক পিটার এক্স-এ জানান, মাসকাটে আয়োজিত ম্যারাথন ও আয়রনম্যান রোড রেসের কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ ছিল। যার মধ্যে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া দলের নির্ধারিত রুটও অন্তর্ভুক্ত ছিল, ফলে তারা সময়মতো মাঠে পৌঁছাতে পারেনি। পরে ম্যাচটি ৪৩ ওভারে নামিয়ে আনা হয়।
দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে নামিবিয়া প্রথমে যুক্তরাষ্ট্রকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। আন্দ্রিস গৌস, অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ও মিলিন্দ কুমারের ফিফটিতে ৫০ ওভারে যুক্তরাষ্ট্র সংগ্রহ করে ২৯৩ রান। জবাবে নামিবিয়া ১৭৯ রানে অলআউট হয়ে যায়, ফলে যুক্তরাষ্ট্র ১১৪ রানের বড় ব্যবধানে জয় পায়।
উল্লেখ্য, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ সহযোগী দেশগুলোর জন্য ওয়ানডে বিশ্বকাপে খেলার অন্যতম যোগ্যতা অর্জন প্রতিযোগিতা। লিগের শীর্ষ চারটি দল আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পায়, যেখানে মোট ১০টি দল অংশ নেয়। বাছাইপর্বের শীর্ষ চারটি দল মূল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আইস স
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৬ এপ্রিল ২০২৫)
আইপিএল, পিএসএল ও ইংলিশ প্রিমিয়ার লিগে আছে একটি করে ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল আজ।আইপিএল
দিল্লি ক্যাপিটালস–রাজস্থান রয়্যালস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
ইসলামাবাদ ইউনাইটেড–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি ও পিটিভি স্পোর্টস
নিউক্যাসল–ক্রিস্টাল প্যালেস
রাত ১২–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
রিয়াল মাদ্রিদ–আর্সেনাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২
ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১