দক্ষিণ মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় তাবাস্কো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

তাবাসকো রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ৪৮ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল বাসটি। পথে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ৩৮ জন যাত্রী ও দুই চালকের মৃত্যু হয়। ট্রাকের চালকও মারা গেছেন।

বিবৃতি আরো বলা হয়েছে, সংঘর্ষের পর বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এখন পর্যন্ত ১৮টি মৃতদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে।

বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্তা ফেসবুকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। দুর্ঘটনার কারণ জানতে এবং বাসটি গতি সীমার মধ্যে চালানো হচ্ছিল কি না তা জানতে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বলেও জানায় তারা।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন

এছাড়াও পড়ুন:

পাওয়ার ব্যাংকযুক্ত বাড়তি চার্জিং কেস ব্যবহার করা যায় এই স্মার্টফোনে

দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে আইটেল। ‘আইটেল পাওয়ার ৭০’ মডেলের এ ফোনে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ারের বিল্ট ইন ব্যাটারি ও চার হাজার মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকযুক্ত বাড়তি চার্জিং কেস রয়েছে। ফোনটিতে একসঙ্গে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহারের সুযোগ থাকায় একবার চার্জে টানা ২৫ ঘণ্টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি, ফলে চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইটেল বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৬৭ ইঞ্চি এইচডি (হাই ডেফিনেশন) প্লাস পর্দার ফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। ৪ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটিতে চাইলে ১২ গিগাবাইট পর্যন্ত র‍্যাম ব্যবহার করা যায়। ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ফলে উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বাচ্ছন্দ্যে ছবি ও ভিডিও দেখা সম্ভব। পানি ও ধুলা প্রতিরোধক সুবিধা থাকায় ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না ফোনটিতে। সহজে বহনযোগ্য চার্জিং কেস থাকায় চলতি পথে সহজেই ফোনটি চার্জ করা যায়।

হেলিও জি ৫০ আলটিমেট প্রসেসর সুবিধার ফোনটির সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। চার্জিং কেসসহ ও ছাড়া ফোনটির দাম যথাক্রমে ১১ হাজার ৯৯০ টাকা ও ১০ হাজার ৯৯০ টাকা।

সম্পর্কিত নিবন্ধ