Risingbd:
2025-03-13@17:04:25 GMT

আজওয়ার ফাগুনের ফটোশুটে তারা

Published: 9th, February 2025 GMT

আজওয়ার ফাগুনের ফটোশুটে তারা

ফাল্গুনের শুরুতে শীতের আমেজ কিছুটা থাকলেও গরম অনুভূত হয়। ফাল্গুনে হলুদ, হলদেটে, বাসন্তী বা গেরুয়া পোশাকের প্রাধান্য দেখা যায়। এই মাসেই ভালোবাসা দিবস। সেদিন লাল রং বেছে নেন অনেকে। ক্রেতাদের চাহিদা বিবেচনা করে ফ্যাশন হাউজগুলো তাদের সংগ্রহে এসব পোশাক রাখেন। ফাগুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে এবার ফটোশুটে অংশ নিলেন দেশের শীর্ষ মডেলরা।

সম্প্রতি রাজধানীর পস লাউঞ্জে আজওয়া ফ্যাশন হাউজের ফটোশুট করা হয়। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নেন তৃণ, লিন্ডা ও জেবা টাকিয়া। ফটোগ্রাফি করেন বুলবুল আহমেদ। 

ফটোশুট নিয়ে গৌতম সাহা বলেন, “বসন্ত ও ভ্যালেন্টাইনসকে সামনে রেখে আমরা ফটোশুট করেছি। আজওয়ার ড্রেসগুলো ইন্ডিয়ার কালেকশন। এখানে ব্রাইডাল, শাড়ি, লেহেঙ্গা পাওয়া যাবে ১২ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে। আজওয়ার চারটি শো-রুম রয়েছে।”

আরো পড়ুন:

‘মিস ইউনিভার্স’ বিজয়ী ভিক্টোরিয়া

এফাকে সমুদ্রের সৌন্দর্যে সাজালো যে

জনপ্রিয় নায়িকাদের নিয়ে আরো কিছু শুট করার তথ্য জানিয়ে গৌতম সাহা বলেন, “ফাগুন ও ভ্যালেন্টাইনের বেশ কয়েকটি শুট করেছি। আরো কিছু শুট বাকি আছে। সবগুলো শুট দেশের শীর্ষস্থানীয় মডেল ও জনপ্রিয় নায়িকাদের নিয়ে করছি। আশা করছি, সবগুলো শুট দৃষ্টি নন্দন হবে।”

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ট কর

এছাড়াও পড়ুন:

ছেলেসহ সালমান এফ রহমানের নামে দুদকের মামলা

লন্ডনে পাচার ও ব্যাংক ঋণসহ ১০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমান ও তার ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মামলার তথ্য অনুযায়ী, আসামিরা ১০৯ কোটি টাকার মধ্যে লন্ডনে পাচার করেছেন সা‌ড়ে ৭৬ কোটি টাকা এবং ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন ৩৩ কোটি ৬৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়ে রাইজিংবিডি ডটকমকে তথ্য দিয়েছেন। 

আরো পড়ুন:

যুবলীগ নেতার ১৩ বছরের কারাদণ্ড

সাইফুজ্জামানের ১০২ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ, ৯৫৭ বিঘা জমি জব্দ

আক্তার হোসেন বলেন, আসামিরা পারস্পারিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান ইনডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের নামে ঋণ মঞ্জুর করেন। মঞ্জুরিপত্রের এলসি শর্তাবলি ভঙ্গ করে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের নামসর্বস্ব কাওয়েজ প্রতিষ্ঠানের কাছ থেকে ৯৮ লাখ ৮২ হাজার ইউএস ডলারের বা ৭৬ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার টাকার বিনিময়ে ইনডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জির (ইউনিট-২) জন্য ড্রইং ও ডিজাইন আনতে এলসি খোলা হয়। ড্রইং-ডিজাইনের বদলে কাগজ নিয়ে এসে ওই টাকা বিদেশে পাচার করেছেন তারা।

এদিকে, এলসির টাকা ফোর্স লোন হিসেবে ক্রিয়েট করে এরইমধ্যে ৮ বছর পার হয়ে গেলেও ব্যাংকের বকেয়া ৩৩ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা পরিশোধ না করে আত্মসাৎ করেছেন আসামিরা এবং এই অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, জানান আক্তার হোসেন। 

এই মামলার অন্য আসামিরা হলেন- ইনডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের সাবেক এমডি জাকিয়া তাজিন, বেক্সিমকো এলজিপি লিমিটেডের পরিচালক শায়ান ফজলুর রহমান, এসকর্প হোল্ডিংস লিমিটেডের পরিচালক আহমেদ শাহরীয়ার রহমান, আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমান, ন্যাশনাল ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ দীপংকর বড়ুয়া, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম চৌধুরী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুনসী ছরোয়ার জান, দিলীপ কুমার দাস, চন্দন কুমার দাস, এসভিপি আনোয়ার হোসেন চৌধুরী ও ম্যানেজার ফরিদ উদ্দিন আহাম্মদ।

১০ মার্চ সালমান এফ রহমান, তার স্ত্রী সৈয়দা রুবাবা রহমান, ভাই আহমেদ সোহাইল ফসিহুর রহমান, ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং আহমেদ সোহাইলের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এই পরিবারের বিরুদ্ধে আরো কয়েকটি মামলাচ চলমান রয়েছে। সালমান এফ রহমান গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে দায়ের করা মামলার আসামি।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সম্পর্কিত নিবন্ধ