ফাল্গুনের শুরুতে শীতের আমেজ কিছুটা থাকলেও গরম অনুভূত হয়। ফাল্গুনে হলুদ, হলদেটে, বাসন্তী বা গেরুয়া পোশাকের প্রাধান্য দেখা যায়। এই মাসেই ভালোবাসা দিবস। সেদিন লাল রং বেছে নেন অনেকে। ক্রেতাদের চাহিদা বিবেচনা করে ফ্যাশন হাউজগুলো তাদের সংগ্রহে এসব পোশাক রাখেন। ফাগুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে এবার ফটোশুটে অংশ নিলেন দেশের শীর্ষ মডেলরা।
সম্প্রতি রাজধানীর পস লাউঞ্জে আজওয়া ফ্যাশন হাউজের ফটোশুট করা হয়। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নেন তৃণ, লিন্ডা ও জেবা টাকিয়া। ফটোগ্রাফি করেন বুলবুল আহমেদ।
ফটোশুট নিয়ে গৌতম সাহা বলেন, “বসন্ত ও ভ্যালেন্টাইনসকে সামনে রেখে আমরা ফটোশুট করেছি। আজওয়ার ড্রেসগুলো ইন্ডিয়ার কালেকশন। এখানে ব্রাইডাল, শাড়ি, লেহেঙ্গা পাওয়া যাবে ১২ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে। আজওয়ার চারটি শো-রুম রয়েছে।”
আরো পড়ুন:
‘মিস ইউনিভার্স’ বিজয়ী ভিক্টোরিয়া
এফাকে সমুদ্রের সৌন্দর্যে সাজালো যে
জনপ্রিয় নায়িকাদের নিয়ে আরো কিছু শুট করার তথ্য জানিয়ে গৌতম সাহা বলেন, “ফাগুন ও ভ্যালেন্টাইনের বেশ কয়েকটি শুট করেছি। আরো কিছু শুট বাকি আছে। সবগুলো শুট দেশের শীর্ষস্থানীয় মডেল ও জনপ্রিয় নায়িকাদের নিয়ে করছি। আশা করছি, সবগুলো শুট দৃষ্টি নন্দন হবে।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজওয়ার ফাগুনের ফটোশুটে তারা
ফাল্গুনের শুরুতে শীতের আমেজ কিছুটা থাকলেও গরম অনুভূত হয়। ফাল্গুনে হলুদ, হলদেটে, বাসন্তী বা গেরুয়া পোশাকের প্রাধান্য দেখা যায়। এই মাসেই ভালোবাসা দিবস। সেদিন লাল রং বেছে নেন অনেকে। ক্রেতাদের চাহিদা বিবেচনা করে ফ্যাশন হাউজগুলো তাদের সংগ্রহে এসব পোশাক রাখেন। ফাগুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে এবার ফটোশুটে অংশ নিলেন দেশের শীর্ষ মডেলরা।
সম্প্রতি রাজধানীর পস লাউঞ্জে আজওয়া ফ্যাশন হাউজের ফটোশুট করা হয়। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নেন তৃণ, লিন্ডা ও জেবা টাকিয়া। ফটোগ্রাফি করেন বুলবুল আহমেদ।
ফটোশুট নিয়ে গৌতম সাহা বলেন, “বসন্ত ও ভ্যালেন্টাইনসকে সামনে রেখে আমরা ফটোশুট করেছি। আজওয়ার ড্রেসগুলো ইন্ডিয়ার কালেকশন। এখানে ব্রাইডাল, শাড়ি, লেহেঙ্গা পাওয়া যাবে ১২ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে। আজওয়ার চারটি শো-রুম রয়েছে।”
আরো পড়ুন:
‘মিস ইউনিভার্স’ বিজয়ী ভিক্টোরিয়া
এফাকে সমুদ্রের সৌন্দর্যে সাজালো যে
জনপ্রিয় নায়িকাদের নিয়ে আরো কিছু শুট করার তথ্য জানিয়ে গৌতম সাহা বলেন, “ফাগুন ও ভ্যালেন্টাইনের বেশ কয়েকটি শুট করেছি। আরো কিছু শুট বাকি আছে। সবগুলো শুট দেশের শীর্ষস্থানীয় মডেল ও জনপ্রিয় নায়িকাদের নিয়ে করছি। আশা করছি, সবগুলো শুট দৃষ্টি নন্দন হবে।”
ঢাকা/রাহাত/শান্ত