চিকিৎসা পর্যটন সম্পর্ক জোরদারে ‘মালয়েশিয়া হেলথকেয়ার বাংলাদেশ সপ্তাহ’ আয়োজন
Published: 9th, February 2025 GMT
মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল ‘মালয়েশিয়া হেলথকেয়ার বাংলাদেশ সপ্তাহ ২০২৫’ আয়োজন করেছে। ৭ ও ৮ ফেব্রুয়ারি শিল্প মালিক এবং উভয় দেশের গুরুত্বপূর্ণ অংশীদারদের মধ্যে কৌশলগত সম্পৃক্ততা, বিশেষজ্ঞদের নেতৃত্বে আলোচনা এবং নেটওয়ার্কিং সুযোগের অংশ হিসেবে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের জন্য মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের অফিসিয়াল অংশীদার আরভিং এভিয়েশন লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। মালয়েশিয়া স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান।
মালয়েশিয়ার বিশ্বমানের চিকিৎসা সুবিধা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাসপাতাল এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো কীভাবে বাংলাদেশি রোগীদের জন্য উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যের চিকিৎসা সুবিধা দিয়ে থাকে তা অনুষ্ঠানে তুলে ধরা হয়। মালয়েশিয়ার দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল Thomson Hospital Kota Damansara and Institut Jantung Negara (IJN) এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাদের বিশেষজ্ঞরা cardiology, gynecology, and respiratory সমস্যাগুলোর ওপর অন্তদৃষ্টিপূর্ণ স্বাস্থ্য আলোচনা এবং অংশগ্রহণকারীদের জন্য চিকিৎসা জ্ঞান তুলে ধরেন। উভয় হাসপাতালের ডাক্তাররা রোগীদের ব্যক্তিগত পরামর্শ ও নির্দিষ্ট স্বাস্থ্য উদ্বেগগুলোর সমাধান দেন।
মিডিয়া অনুসন্ধান এবং আরও বিস্তারিত জানার জন্য আরভিং গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর তামিম হোসাইনের সঙ্গে এই নম্বরে ০১৮৪১০০৬৪৫৩ যোগাযোগ করা যাবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ভ রমণ হ লথক য র জন য
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে কাজে লাগাতে চায় এবি পার্টি
এবি পার্টির ভাইস চেয়ারম্যান কর্নেল (অব.) দিদারুল আলম বলেছেন, তাঁরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে কাজে লাগাতে চান। আগামী দিনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবি পার্টির নেতৃত্বেই হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে এবি পার্টির গণ–ইফতার কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দিদারুল আলম। পহেলা রমজান থেকে রাজধানীর বিজয়নগর এলাকায় গণ–ইফতারের আয়োজন করছে দলটি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনতে হবে। রাজনীতি গণমুখী করতে হবে, নেতামুখী রাজনীতি বিলোপের এটাই উপযুক্ত সময়। আমূল সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া যাবে না।
বিশেষ অতিথির বক্তব্যে কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, ‘আমাদের একমাত্র শত্রু ভারত ও আওয়ামী লীগ। শত্রুদের কোনোভাবে গর্ত হতে বের হতে দেওয়া যাবে না। মাথা বের করলেই তা আবার গর্তে ঢুকিয়ে দিতে হবে।’
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় গণ–ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্নেল (অব.) ফেরদৌস আহমেদ, ক্যাপ্টেন (অব.) বিল্লাল আহমেদ, মেজর (অব.) আনিসুর রহমান প্রমুখ।