মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল ‘মালয়েশিয়া হেলথকেয়ার বাংলাদেশ সপ্তাহ ২০২৫’ আয়োজন করেছে। ৭ ও ৮ ফেব্রুয়ারি শিল্প মালিক এবং উভয় দেশের গুরুত্বপূর্ণ অংশীদারদের মধ্যে কৌশলগত সম্পৃক্ততা, বিশেষজ্ঞদের নেতৃত্বে আলোচনা এবং নেটওয়ার্কিং সুযোগের অংশ হিসেবে এ আয়োজন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশের জন্য মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের অফিসিয়াল অংশীদার আরভিং এভিয়েশন লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। মালয়েশিয়া স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান। 

মালয়েশিয়ার বিশ্বমানের চিকিৎসা সুবিধা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাসপাতাল এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো কীভাবে বাংলাদেশি রোগীদের জন্য উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যের চিকিৎসা সুবিধা দিয়ে থাকে তা অনুষ্ঠানে তুলে ধরা হয়। মালয়েশিয়ার দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল Thomson Hospital Kota Damansara and Institut Jantung Negara (IJN) এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাদের বিশেষজ্ঞরা cardiology, gynecology, and respiratory সমস্যাগুলোর ওপর অন্তদৃষ্টিপূর্ণ স্বাস্থ্য আলোচনা এবং অংশগ্রহণকারীদের জন্য চিকিৎসা জ্ঞান তুলে ধরেন। উভয় হাসপাতালের ডাক্তাররা রোগীদের ব্যক্তিগত পরামর্শ ও নির্দিষ্ট স্বাস্থ্য উদ্বেগগুলোর সমাধান দেন। 

মিডিয়া অনুসন্ধান এবং আরও বিস্তারিত জানার জন্য আরভিং গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর তামিম হোসাইনের সঙ্গে এই নম্বরে ০১৮৪১০০৬৪৫৩ যোগাযোগ করা যাবে।  
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ভ রমণ হ লথক য র জন য

এছাড়াও পড়ুন:

সার্টিফিকেশন বোর্ড কী করছে

সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।

বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার

সম্পর্কিত নিবন্ধ