রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের গুঁড়িয়ে দেওয়া বাড়ির ইট, রড ও অন‍্যান‍্য সামগ্রী খুলে নিয়ে যাচ্ছেন অনেকে। তাঁদের মধ্যে বেশির ভাগই নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ।

আজ রোববার সকাল থেকেই বাড়িটির সামনে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। সকাল ১০টার দিকে সেখানে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা বাড়িটির আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানি সেচপাম্পের মাধ্যমে তুলে আনছিলেন। সেখানেও উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।

আরও পড়ুন৩২ নম্বর: কেউ কাটছেন গাছ, কেউ রড, আছেন ভাঙারি ব্যবসায়ীও০৮ ফেব্রুয়ারি ২০২৫

সকালে ধানমন্ডির বাড়িটিতে গিয়ে দেখা যায়, কেউ হাতুড়ি দিয়ে ভবনের অবশিষ্ট অংশ ভাঙছেন, কেউ লোহার রড কেটে নিচ্ছেন, ইট খুলে নিচ্ছেন কেউ কেউ। এসব নেওয়ার জন‍্য রিকশা ও ভ‍্যানও আনা হয়েছে।

৩২ নম্বরের বাড়ি থেকে রড খুলে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। আজ রোববার দুপুরে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রধান বিচারপতির সঙ্গে কমিশনার-ডিসিদের সাক্ষাৎ ১৭ ফেব্রুয়ারি

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের দেওয়া এক নথিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সৌজন্য সাক্ষাৎ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ওইদিন বিকেল পৌনে ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ