চার্টার্ড বিমানে ট্রফি নিয়ে বরিশালে তামিমরা
Published: 9th, February 2025 GMT
তখনও ফাইনাল শুরু হয়নি। মিরপুর শের-ই-বাংলার সামনে ফরচুন বরিশালের এক ভক্ত বলছিলেন, “দুইডা লঞ্চ রেডি, ট্রফি যাবে বরিশালেই।”
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের ছবি ঠিকই যাচ্ছে বরিশালে, কিন্তু লঞ্চে নয়। বাংলাদেশ বিমানের চার্টাড ফ্লাইটে বরিশাল যাচ্ছেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরা।
রোববার দুপুর ২টার আগেই বরিশালে পৌঁছানোর কথা রয়েছে তামিমদের। সেখানে বেলস পার্কে বরিশালের ভক্তদের সঙ্গে চ্যাম্পিয়নের আনন্দ উদযাপন করবেন তামিমরা। বিকেল ৫টা পর্যন্ত থাকার কথা রয়েছে তাদের।
আরো পড়ুন:
চারে এসে সফল শান্ত-হৃদয়
৪ থেকে ৬ জন ক্রিকেটার ধরে রাখার পক্ষে তামিম
৭ ফেব্রুয়ারি চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হয় বরিশাল। গত আসরে চ্যাম্পিয়ন হলেও ট্রফি নিয়ে বরিশাল যেতে পারেননি ফ্র্যাঞ্চাইজি মালিক মিজানুর রহমান।
রাইজিংবিডিকে মিজানুর বলেন, “লঞ্চে যাওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে এটি বাদ দিতে হয়েছে। আমরা হতাশ করছি না ভক্তদের, চার্টার্ড ফ্লাইটে যাচ্ছি।“
এদিকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। বরিশাল যাওয়ার কারণে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদসহ এক ঝাঁক ক্রিকেটার যোগ দিতে পারছেন না। আগামীকাল থেকে তারা পুরোদমে অনুশীলন শুরু করবেন।
ঢাকা/রিয়াদ/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ত ম ম ইকব ল
এছাড়াও পড়ুন:
পাওয়ার ব্যাংকযুক্ত বাড়তি চার্জিং কেস ব্যবহার করা যায় এই স্মার্টফোনে
দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে আইটেল। ‘আইটেল পাওয়ার ৭০’ মডেলের এ ফোনে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ারের বিল্ট ইন ব্যাটারি ও চার হাজার মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকযুক্ত বাড়তি চার্জিং কেস রয়েছে। ফোনটিতে একসঙ্গে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহারের সুযোগ থাকায় একবার চার্জে টানা ২৫ ঘণ্টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি, ফলে চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইটেল বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৬৭ ইঞ্চি এইচডি (হাই ডেফিনেশন) প্লাস পর্দার ফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। ৪ গিগাবাইট র্যামযুক্ত ফোনটিতে চাইলে ১২ গিগাবাইট পর্যন্ত র্যাম ব্যবহার করা যায়। ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ফলে উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বাচ্ছন্দ্যে ছবি ও ভিডিও দেখা সম্ভব। পানি ও ধুলা প্রতিরোধক সুবিধা থাকায় ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না ফোনটিতে। সহজে বহনযোগ্য চার্জিং কেস থাকায় চলতি পথে সহজেই ফোনটি চার্জ করা যায়।
হেলিও জি ৫০ আলটিমেট প্রসেসর সুবিধার ফোনটির সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। চার্জিং কেসসহ ও ছাড়া ফোনটির দাম যথাক্রমে ১১ হাজার ৯৯০ টাকা ও ১০ হাজার ৯৯০ টাকা।