যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

অপারেশন ‘ডেভিল হান্ট’ নিয়ে রবিবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ‌তি‌নি এসব কথা বলেন।

নাসিমুল গনি ব‌লেন, “দেশে এখনো সন্ত্রাসী কার্যক্রম চলছে। দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল করার লক্ষ্যে ‘ডেভিল হান্ট’ অভিযান শুরু করা হয়েছে।”

তিনি বলেন, “আগে যৌথ বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে থাকতেন। এখন তারা বিভিন্ন জায়গায় যাবেন। দেশের আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজন বিবেচনায় এই অভিযান চলবে। তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার কাজে লাগাবেন।”

ছয় মাস হয়ে যাওয়ার পরও মানুষ এখনো পুলিশের কাছে নিরাপত্তা পাচ্ছে না- এ বিষয়ে সিনিয়র সচিব বলেন, “যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। আমরা অতটা অমানবিক হতে পারিনি। আমরা অনুভব করি কিছু লোক ভয়ের কারণে করেছে। কিছু যারা ডাইভার্ট ছিল তারা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে।” 

মানবাধিকার ও পরিবেশকে গুরুত্ব দিয়ে কীভাবে আইন প্রয়োগ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা যায় এজন্য আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি কর্মশালা করা হবে বলেও তিনি জানান।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘ডেভিল হান্টে’ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে, যতোদিন ডেভিল মুক্ত না হবে।’ 

রাজশাহীর আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে আজ সোমবার দুপুরে মতবিনিময় শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলছেন। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেনো শাস্তি না পায়, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে। কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিলো তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এতে আমরা খুশি। তবে আইন যেনো কেউ হাতে তুলে না নেয়। 

মতবিনিময় সভায় পুলিশের উর্ধতন কর্মকর্তা, রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র‌্যাবের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল
  • সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না, অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল
  • অপারেশন ডেভিল হান্টে একদিনে গ্রেফতার ৩৪৩
  • ‘হরিয়ানা থেকে গরুটা হেঁটে হেঁটে আসে না, ভারতীয় চোরাকারবারিরা আনে’
  • যারা শয়তান তারাই ধরা পড়বে, ছোট-বড় কোনো শয়তান ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • যারা শয়তান তারাই ধরা পড়বে, ছোট-বড় কোনো শয়তান ছাড় পাবে না
  • ‘অপারেশন ডেভিল হান্ট’: সারা দেশে গ্রেপ্তার ৩৪৩ জন, অস্ত্র উদ্ধার
  • ‘ডেভিল’মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ‘ডেভিল হান্টে’ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা