সালমান খানকে নিয়ে তাঁর অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। পর্দায় তাঁর ছবি এলে মুহূর্তে ভরে যায় প্রেক্ষাগৃহ। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও জানতে আগ্রহী অনেকেই। একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। আবার আইনি জটিলতায়ও জড়িয়েছেন তিনি। কিন্তু এই সবকিছু নিয়ে সেভাবে কখনো কথা বলেননি এই বলিউড তারকা। কিন্তু এড়াতে পারলেন না নিজের ভাতিজা আরহান খানকে। কারাবাসের অভিজ্ঞতা নিয়েও আরহানের পডকাস্ট ‘ডাম্ব বিরিয়ানি’তে মুখ খুললেন সালমান।

আরও পড়ুন‘নার্ভাস তো হবই, উনি যে সালমান খান’১৯ ডিসেম্বর ২০২৪

কথা প্রসঙ্গে সালমান তাঁর ভাইপোকে পরামর্শ দেন, কাজের বিষয়ে কখনো অজুহাত দিতে নেই। কাজের সময় বলতে নেই, ঘুমের প্রয়োজন। তিনি নিজে দিনে দুই ঘণ্টা ঘুমান বলেও জানান সালমান। তা ছাড়া সারা দিনে কোনো কাজ না থাকলে সেই ফাঁকে ঘুমিয়ে নেন। কারাবাসেও ঘুম নিয়ে একই অভিজ্ঞতা তাঁর।

পডকাস্টে সালমান বলেন, ‘আমি ক্লান্ত। কিন্তু সেটা বললে চলবে না। উঠে পড়তে হবে, যতই ক্লান্ত থাকো। ঘুমোতে পারছ না? ঘুমিও না। এমন পরিশ্রম করো, রাতে ঘুম আসতে বাধ্য হবে। আমি নিজে দিনে দুই ঘণ্টা ঘুমাই। মাসে এক দিন সাত ঘণ্টা ঘুমাই।’

পডকাস্টে কথা বলছেন সালমান। ভিডিও থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আগুন লাগা দোকানের ভেতর থেকে টাকার বাক্স আনতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ