সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ ইন্তেকাল করেছেন। তার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ দুপুর ২টা থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। 

রোববার বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ অহমদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ আজ রোববার সকাল ০৯ টা ৫৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মগবাজারের ইনসাফ বারাকাহ্ কিডনী অ্যান্ড জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.

..)। তার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ দুপুর ২টা থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নতুন করে মুক্তি পেয়েই রেকর্ড গড়ল ‘সনম তেরি কসম’

গত সপ্তাহেই বিয়ে করেছেন জনপ্রিয় পাকিস্তানি মডেল ও অভিনেত্রী মাওরা হোসেন। তাঁর বর আমির গিলানিও পেশায় মডেল ও অভিনেতা। এদিকে বিয়ের পর ৭ ফেব্রুয়ারি মাওরা অভিনীত হিন্দি সিনেমা ‘সনম তেরি কসম’ নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পরই দুর্দান্ত ব্যবসা করছে সিনেমাটি। খবর হিন্দুস্তান টাইমসের

‘সনম তেরি কসম’–এর দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ