প্রিমিয়ার লিগের শিরোপার দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়েছে চেলসি। এবার এফএ কাপ থেকেও বিদায় নিতে হলো এনজো মারেস্কার দলকে। চতুর্থ রাউন্ডের লড়াইয়ে ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোল হজম করে ব্রাইটন। মাত্র ৫ মিনিটে গোলরক্ষক বার্ট ভেরব্রুগেন ভুল করে কোল পালমারের ক্রস থেকে আসা বল নিজের জালে জড়িয়ে ফেলেন, এগিয়ে যায় চেলসি। তবে স্বাগতিকরা দ্রুতই ম্যাচে ফেরে। মাত্র ৭ মিনিট পর জর্জিনিও রুটারের দারুণ হেডে ১-১ সমতা আনে ব্রাইটন।
বিরতির আগেই চেলসির এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল, তবে কোল পালমার সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাইটন। ৫৭ মিনিটে জাপানি উইঙ্গার কাওরু মিতোমা চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজকে পরাস্ত করে গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ব্রাইটন। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে স্বাগতিকরা জায়গা করে নেয় এফএ কাপের পঞ্চম রাউন্ডে।
গত ডিসেম্বর থেকে কোনো প্রতিযোগিতায় অ্যাওয়ে ম্যাচ জিততে পারেনি চেলসি। কোচ এনজো মারেস্কার প্রথম মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগই এখন একমাত্র সম্ভাব্য শিরোপার আশা হয়ে রয়েছে তাদের জন্য। ব্রাইটনের জয়ের পর দলের উইঙ্গার তারিক ল্যাম্পটি বলেন, ‘এটা দারুণ যে সবাই একসঙ্গে লড়াই করেছে। আমরা ঐক্যবদ্ধ থেকে খেলতে পেরেছি এবং পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: চ লস এফএ ক প ব র ইটন
এছাড়াও পড়ুন:
সার্টিফিকেশন বোর্ড কী করছে
সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।
বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার