হারিয়ে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আলোর মুখ দেখেছে পাকিস্তানের কল্যাণে। চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তানই এই তিন জাতির সিরিজ আয়োজন করেছে প্রস্তুতির মঞ্চ হিসেবে। সেখানে প্রথম ম্যাচেই স্বাগতিকরা মুখোমুখি হয় নিউজিল্যান্ডের। শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) এই ম্যাচে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে কিউইরা।

লাহরে গ্লেন ফিলিপসের ঝড়ো শতকে ৬ উইকেটে ৩৩০ রান বিশাল পুঁজি পায় নিউজিল্যান্ড। রান তাড়ায় নেমে ২৫২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ফলে ৭৮ রানে বড় জয় নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি দারুণভাবে শুরু করেছে কিউইরা।

গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই কাপ্তান মিচেল স্যান্টনার। শুরুটা অবশ্য মন মতো হয়নি সফরকারীদের। শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারের ফেরেন উইল ইয়াং। আরেক প্রতিশ্রুতিশীল ওপেনার রাচিন রবীন্দ্রের ১৯ বলে ২৫ রান ছোট ক্যামিও থামিয়ে দেন আবরার আহমেদ। 

আরো পড়ুন:

হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা

চারে এসে সফল শান্ত-হৃদয়

তবে তৃতীয় উইকেটে কেন উইলিয়ামস আর ড্যারিল মিচেলের ১১২ বলে ৯৫ রানের জুটি নিউজিল্যান্ডের ইনিংস মেরামত করে দেয়। উইলিয়ামস ৫৮ আর মিচেল ৮৪ বলে করেন ৮১। তবে কিউইদের বড় রানটা আসে মূলত শেষ ৬ ওভারের ঝড়ে। এই ৩৬ বলে ৯৮ রান তোলে নিউজিল্যান্ড। যার মূল কৃতিত্ব ক্যারিয়ারের প্রথম শতরান করা ফিলিপসের। ৭২ বলে সেঞ্চুরি পূরণ করেন এই বোলং অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৬ চার এবং ৭ ছক্কায় ৭৪ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন ফিলিপস। পাকিস্তানের হয়ে শাহিন ৩টি আর আবরার ২টি করে উইকেট শিকার করেন।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ফখর জামানের কল্যাণে ভালো সূচনা পায় পাকিস্তান। তবে আরেক প্রান্তে বাবর আজম ২৩ বলে ১০ রান করে বিদায় নেন। উদ্বোধনী জুটি থেকে আসে ৫২ রান। তিনে নামা কামরান গুলাম ও কচ্ছপ গতিতে ৩২ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন। হতাশ করেছেন কাপ্তান মোহাম্মদ রিজওয়ানও।

তবে আরেক প্রান্তে উড়তে থাকা ফখর যখন ৬৯ বলে ৮৪ রানের চোখধাঁধানো ইনিংস খেলে থামেন তখন পাকিস্তানের দলীয় রান ১১৯। এই ওপেনারকে ফেরান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ফিলিপস। এরপর আগা সালমান ছাড়া আর কোন স্বাগতিক ব্যাটসম্যান প্রতিরোধই গড়তে পারেননি। তৈয়ব তাহির আউট হয়েছেন ২৯ বলে ৩০ রান করে। সালমান আঘার সংগ্রহ ছিল ৫১ বলে ৪০ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ের সময় পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন হারিস রউফ। এই পেসার ব্যাটিংয়ে নামতে না পারায় ৪৭.

৫ ওভারে ২৫২ রানে থামে পাকিস্তান।

নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন ম্যাট হেনরি ও কাপ্তান স্যান্টনার। ২ উইকেট তোলেন মাইকেল ব্রেসওয়েল। ম্যাচসেরা ফিলিপস। 

সিরিজের দ্বিতীয় ম্যাচে সোমবার (১০ ফেব্রুয়ারি, ২০২৫) মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

ঢাকা/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর প রথম উইক ট

এছাড়াও পড়ুন:

কানাডা ইমিগ্রেশনে নতুন দিগন্ত: ফ্রেঞ্চ ভাষা জানলেই মিলছে বাড়তি সুযোগ

২০২৫ সালের শুরু থেকে কানাডা সরকারের এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে ফ্রেঞ্চভাষী আবেদনকারীদের প্রতি অগ্রাধিকার বাড়ানো হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট ৩৫ হাজার ৫৮৮ জন আবেদনকারীকে ITA (Invitation to Apply) প্রদান করা হয়েছে। এর মধ্যে শুধু ফ্রেঞ্চ ভাষায় দক্ষ আবেদনকারীদের জন্য তিনটি পৃথক ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে ১৮ হাজার ৫০০ জন আবেদনকারী আমন্ত্রণ পেয়েছেন।

এতে এটা স্পষ্ট হয় যে কানাডা বর্তমানে দ্বিভাষিক (ইংরেজি ও ফ্রেঞ্চ) সমাজকে আরও শক্তিশালী করতে চাইছে এবং ফ্রেঞ্চ ভাষায় দক্ষ ব্যক্তিদের স্থায়ী বসবাসের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিচ্ছে।

কেন এই অগ্রাধিকার ফ্রেঞ্চ ভাষাভাষীদের জন্য?

কানাডা একটি দ্বিভাষিক দেশ। ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চও সরকারি ভাষা। বিশেষ করে কুইবেক প্রদেশসহ পূর্বাঞ্চলের অনেক এলাকায় ফ্রেঞ্চ হলো প্রথম ভাষা। স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও সামাজিক খাতে ফ্রেঞ্চভাষীদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এ কারণে কানাডা সরকার চায় যেন অভিবাসীরা শুধু ইংরেজিভাষী না হয়ে ফ্রেঞ্চ ভাষায়ও দক্ষ হন।

ভাষা জানলে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ

বাংলাদেশে শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য এখনই সুবর্ণ সুযোগ—ফ্রেঞ্চ শেখার মাধ্যমে কানাডায় স্থায়ী বসবাসের রাস্তা সহজ করে নেওয়া। তুলনামূলক কম CRS (Comprehensive Ranking System) স্কোরে কানাডায় যাওয়ার সুযোগ পাচ্ছেন ফ্রেঞ্চ ভাষায় দক্ষরা।

আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর রুটিন, কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫

বাংলাদেশে কোথায় শেখা যায় ফ্রেঞ্চ ভাষা?

ফ্রেঞ্চ শেখার জন্য ঢাকাসহ বিভিন্ন শহরে বেশ কিছু প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

1. Alliance Française de Dhaka

অবস্থান: ধানমন্ডি ও গুলশান

ওয়েবসাইট: www.afdhaka.org

ফ্রেঞ্চ ভাষা শেখানোর জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

2. Institute of Modern Languages (IML), ঢাকা বিশ্ববিদ্যালয়

এখানে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ফ্রেঞ্চ কোর্স রয়েছে।

3. Online Platforms:

Duolingo (বিনা মূল্যে)

Babbel, Coursera, Udemy (সার্টিফিকেটসহ কোর্স)

ফ্রেঞ্চ শেখা কতটা কঠিন সময়সাপেক্ষ?

বাংলাদেশিদের জন্য এই ভাষা শেখা হয়তো একটু কঠিন হতে পারে। সাধারণভাবে, একজন শিক্ষার্থী যদি প্রতিদিন ২-৩ ঘণ্টা সময় দেন, তাহলে ৬ মাসের মধ্যে একটি ভালো বেসিক লেভেল অর্জন করা সম্ভব। উচ্চতর দক্ষতা অর্জনে সময় লাগতে পারে ১ থেকে দেড় বছর, তবে এর বিনিময়ে কানাডার মতো দেশের স্থায়ী বসবাসের সুযোগ এক অনন্য প্রাপ্তি।

শেষ কথা

বর্তমান বিশ্বে শুধু ডিগ্রিই নয়, ভাষাদক্ষতাও হয়ে উঠেছে অভিবাসনের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান। কানাডার মতো দেশে ফ্রেঞ্চ শেখার মাধ্যমে বাংলাদেশি তরুণ-তরুণীরা সহজেই গড়তে পারেন তাঁদের ভবিষ্যৎ। শুধু দরকার একটু আগ্রহ, নিয়মিত চর্চা এবং সঠিক দিকনির্দেশনা।

আরও পড়ুনমাদ্রাসা ও কারিগরির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদনের সময় আরও ১০ দিন১৪ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৮ এপ্রিল ২০২৫)
  • জাতীয় পর্যায়ে আয়োজিত হতে যাচ্ছে ‘এআই অলিম্পিয়াড ২০২৫’
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের বিজ্ঞান ও মানবিক শাখার পরীক্ষার ফল প্রকাশ
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্সের সুযোগ
  • চুয়াডাঙ্গাবাসীর জন্য সরকারি চাকরি, পদ ৩৯
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ এপ্রিল ২০২৫)
  • যুক্তরাষ্ট্র ছেড়ে শিক্ষার্থীরা কানাডার বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন, কারণ কী
  • পুলিশ স্টাফ কলেজে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে মাস্টার্স
  • প্রথম প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি ৫.৪%
  • কানাডা ইমিগ্রেশনে নতুন দিগন্ত: ফ্রেঞ্চ ভাষা জানলেই মিলছে বাড়তি সুযোগ