ফিলিপস ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে দিল কিউইরা
Published: 9th, February 2025 GMT
হারিয়ে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আলোর মুখ দেখেছে পাকিস্তানের কল্যাণে। চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তানই এই তিন জাতির সিরিজ আয়োজন করেছে প্রস্তুতির মঞ্চ হিসেবে। সেখানে প্রথম ম্যাচেই স্বাগতিকরা মুখোমুখি হয় নিউজিল্যান্ডের। শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) এই ম্যাচে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে কিউইরা।
লাহরে গ্লেন ফিলিপসের ঝড়ো শতকে ৬ উইকেটে ৩৩০ রান বিশাল পুঁজি পায় নিউজিল্যান্ড। রান তাড়ায় নেমে ২৫২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ফলে ৭৮ রানে বড় জয় নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি দারুণভাবে শুরু করেছে কিউইরা।
গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই কাপ্তান মিচেল স্যান্টনার। শুরুটা অবশ্য মন মতো হয়নি সফরকারীদের। শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারের ফেরেন উইল ইয়াং। আরেক প্রতিশ্রুতিশীল ওপেনার রাচিন রবীন্দ্রের ১৯ বলে ২৫ রান ছোট ক্যামিও থামিয়ে দেন আবরার আহমেদ।
আরো পড়ুন:
হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা
চারে এসে সফল শান্ত-হৃদয়
তবে তৃতীয় উইকেটে কেন উইলিয়ামস আর ড্যারিল মিচেলের ১১২ বলে ৯৫ রানের জুটি নিউজিল্যান্ডের ইনিংস মেরামত করে দেয়। উইলিয়ামস ৫৮ আর মিচেল ৮৪ বলে করেন ৮১। তবে কিউইদের বড় রানটা আসে মূলত শেষ ৬ ওভারের ঝড়ে। এই ৩৬ বলে ৯৮ রান তোলে নিউজিল্যান্ড। যার মূল কৃতিত্ব ক্যারিয়ারের প্রথম শতরান করা ফিলিপসের। ৭২ বলে সেঞ্চুরি পূরণ করেন এই বোলং অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৬ চার এবং ৭ ছক্কায় ৭৪ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন ফিলিপস। পাকিস্তানের হয়ে শাহিন ৩টি আর আবরার ২টি করে উইকেট শিকার করেন।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ফখর জামানের কল্যাণে ভালো সূচনা পায় পাকিস্তান। তবে আরেক প্রান্তে বাবর আজম ২৩ বলে ১০ রান করে বিদায় নেন। উদ্বোধনী জুটি থেকে আসে ৫২ রান। তিনে নামা কামরান গুলাম ও কচ্ছপ গতিতে ৩২ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন। হতাশ করেছেন কাপ্তান মোহাম্মদ রিজওয়ানও।
তবে আরেক প্রান্তে উড়তে থাকা ফখর যখন ৬৯ বলে ৮৪ রানের চোখধাঁধানো ইনিংস খেলে থামেন তখন পাকিস্তানের দলীয় রান ১১৯। এই ওপেনারকে ফেরান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ফিলিপস। এরপর আগা সালমান ছাড়া আর কোন স্বাগতিক ব্যাটসম্যান প্রতিরোধই গড়তে পারেননি। তৈয়ব তাহির আউট হয়েছেন ২৯ বলে ৩০ রান করে। সালমান আঘার সংগ্রহ ছিল ৫১ বলে ৪০ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ের সময় পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন হারিস রউফ। এই পেসার ব্যাটিংয়ে নামতে না পারায় ৪৭.
নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন ম্যাট হেনরি ও কাপ্তান স্যান্টনার। ২ উইকেট তোলেন মাইকেল ব্রেসওয়েল। ম্যাচসেরা ফিলিপস।
সিরিজের দ্বিতীয় ম্যাচে সোমবার (১০ ফেব্রুয়ারি, ২০২৫) মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর প রথম উইক ট
এছাড়াও পড়ুন:
জীবন বীমা করপোরেশন চাকরি, পদ ৩০
রাষ্ট্রীয় একমাত্র জীবন বিমা প্রতিষ্ঠান ‘জীবন বীমা করপোরেশন’ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ব্যক্তিরা আগামী ৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। শুধু বগুড়া, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও নাটোর জেলার পুরুষ–নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: বিমা প্রতিনিধি/এজেন্ট
পদসংখ্যা: ৩০
যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে
বেতন: আলোচনা সাপেক্ষে। জীবন বীমা করপোরেশনের নির্ধারিত কমিশন দেওয়া হবে এবং করপোরেশনের বিধি অনুসারে পদোন্নতি হবে।
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: বগুড়া, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর
আরও পড়ুননৌবাহিনী নেবে অফিসার ক্যাডেট, আবেদন চলছে১০ ঘণ্টা আগেযেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি ‘সন্তোষ চন্দ্র পাল, সিনিয়র উন্নয়ন কর্মকর্তা, ৮১৮, শাজাহানপুর শাখা, ৮২ সেলস অফিস, বগুড়া’ ঠিকানায় যোগাযোগ করতে হবে। মুঠোফোন নম্বর: ০১৭৭৩-৯৩০০৬০
আবেদনের শেষ সময়: ৮ মার্চ ২০২৫।
আরও পড়ুনষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রশ্নের ধরন, নম্বর বিভাজন ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ০৬ ফেব্রুয়ারি ২০২৫