মুন্সীগঞ্জের চরাঞ্চলে দীর্ঘ ১৬ বছর পর বিএনপির কর্মিসভা
Published: 9th, February 2025 GMT
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে অবস্থিত মোল্লাকান্দি ইউনিয়নে দীর্ঘ ১৬ বছর পর সভা করেছে বিএনপি। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে চরডুমুরিয়া বাজারের ঈদগা মাঠে কর্মিসভা করে ইউনিয়ন বিএনপি।
সভায় নেতারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে তারা ১৬ বছর ধরে চরাঞ্চলের পাঁচটি ইউনিয়নসহ জেলার কোথাও সভা-সমাবেশ করতে পারেননি। এ কারণে শনিবারের সমাবেশে শত শত নেতাকর্মী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ বলেন, দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হামলা-মামলা, জুলুম-নির্যাতনের শিকার হয়েছে অসংখ্য বিএনপি নেতাকর্মী। তাদেরবাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। গ্রাম থেকে বিতাড়িত হয়ে বছরের পর বছর তাদের অন্য জায়গায় মানবেতর জীবনযাপন করতে হয়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন– মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, বিএনপি নেতা আতোয়ার হোসেন আতিক মল্লিক, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক, কামালউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা প্রমুখ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সার্টিফিকেশন বোর্ড কী করছে
সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।
বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার