Samakal:
2025-03-10@12:17:08 GMT

সমকালের নামে ভুয়া ফটোকার্ড

Published: 9th, February 2025 GMT

সমকালের নামে ভুয়া ফটোকার্ড

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে যৌথ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরই প্রেক্ষিতে জাতীয় দৈনিক সমকালের ফটোকার্ডের আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হচ্ছে, “বরিশালে অপারেশন ডেভিল হান্ট সেনাবাহিনীর গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত”।

মূলত, ফেসবুক পেজে “গাজীপুরে মোটরসাইকেলে এসে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ডকে সম্পাদিত করে ওই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়।

সুতরাং, ছড়িয়ে পড়া সম্পাদিত ওই ফটোকার্ডটি ভুয়া। দৈনিক সমকাল এই শিরোনামে কোনো সংবাদ প্রকাশ করেনি। সমকালের নামে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সমক ল সমক ল

এছাড়াও পড়ুন:

গুলি ছুড়ে পালাচ্ছিল পুলিশ পরিচয়ে হানা দেওয়া ডাকাত দল, অস্ত্রসহ একজন গ্রেপ্তার

পুলিশ পরিচয়ে একটি রাবারবাগানের গুদামে হানা দেয় সশস্ত্র ডাকাত দল। তবে পোশাক ও অস্ত্র দেখে সন্দেহ হওয়ায় গুদামের কর্মচারীরা স্থানীয় লোকজনকে মুঠোফোনে বিষয়টি জানান। এরপর স্থানীয় লোকজন জড়ো হলে গুলি ছুড়তে ছুড়তে পালাতে থাকেন ডাকাত দলের সদস্যরা। তবে ধাওয়া দিয়ে একটি দেশি আগ্নেয়াস্ত্রসহ এক ডাকাতকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গতকাল রোববার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল করিম (৪০)। তাঁর বাড়ি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়ামুরা গ্রামে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাতে বাইশারী ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি রাবারবাগানের গুদামে ঘটনাটি ঘটেছে। ছয় থেকে আটজনের সশস্ত্র ডাকাত দলটি রাবার লুট করার উদ্দেশ্যে গুদামটিতে যায়। এরপর কর্মচারীদের পুলিশ পরিচয় দিয়ে ডাকাতেরা রাবারবাগানের গুদামটিতে ঢুকে পড়েন।

বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলম প্রথম আলোকে বলেন, ডাকাতদের গুলিতে মো. আলী (৫৫) ও মকবুল হোসেন (৪১) নামের স্থানীয় দুই বাসিন্দাও আহত হয়েছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসরুরুল হক বলেন, ডাকাতির ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার আব্দুল করিমসহ আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল করিমকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত নিবন্ধ