নাথান লায়নের ডেলিভারিটায় টার্নের সঙ্গে বেশ বাউন্সও ছিল। ৫০ রানে ব্যাটিং করা কুশল মেন্ডিস ঠিকঠাক সামলাতে পারলেন না। বাউন্সে তাল মেলাতে না পারায় টপ এজ হয়ে বল চলে গেল শর্ট ফাইন লেগে দাঁড়ানো স্টিভ স্মিথের হাতে।

টেস্ট জিততে অস্ট্রেলিয়ার খুব বেশি সময় লাগবে না, সেটি নিশ্চিত হয়ে যায় এই আউটেই। নবম ব্যাটসম্যান হিসেবে কুশলের আউটের পর শ্রীলঙ্কা আর যোগ করতে পেরেছে মাত্র ১৪ রান।

তাতে গলে সিরিজের দ্বিতীয় টেস্ট জিততে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ৭৫ রানের। যা অস্ট্রেলিয়া তাড়া করেছে ৯ উইকেট হাতে রেখে। বড় এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজও নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ১৪ বছরে এশিয়ায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় সিরিজ জয় এটি। অন্যটি ২০২২ সালে, পাকিস্তানে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজটি বাদ দিলে এশিয়ায় অস্ট্রেলিয়ার সর্বশেষ সিরিজ জয়টিও এসেছিল এই শ্রীলঙ্কার মাটিতে, ২০১১ সালে। এরপর শ্রীলঙ্কার মাটিতে দুই দফায় টেস্ট খেলতে এলেও সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। ২০১৬ সালে সিরিজ হারের পর ২০২২ সালে করেছিল ড্র।

৮ উইকেটে ২১১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। লিড ছিল মাত্র ৫৪ রানের। মানে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার শেষ ভরসা হয়ে টিকে ছিলেন কুশল। প্রথম ইনিংসে ৮৫ রানে অপরাজিত থাকা এই ডানহাতি ব্যাটসম্যান দিন শেষে অপরাজিত ছিলেন ৪৮ রানে। আজ তিনি যোগ করতে পেরেছেন মাত্র ২ রান। সব মিলিয়ে শ্রীলঙ্কা শেষ দুই উইকেট নিয়ে ব্যাটিং করতে পেরেছে আধা ঘণ্টা।

শ্রীলঙ্কার এই দুর্দশার মূলে অস্ট্রেলিয়ার দুই স্পিনার নাথান লায়ন ও ম্যাথু কুনেম্যানের ঘূর্ণি। এই দুই স্পিনার দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭টি করে উইকেট নিয়েছেন। দুজনে মিলে দুই টেস্টে নিয়েছেন ৩০ উইকেট। কুনেম্যানের ১৬টির সঙ্গে লায়ন নিয়েছেন ১৪টি।

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা সাবেক অধিনায়ক দিমুথ করুনারত্নে শেষ ইনিংসে করেছেন ১৪ রান। আজ দ্বিতীয় ইনিংসে তাঁর নেতৃত্বেই মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। এমনকি শেষ দিকে বলও করেছেন এই ওপেনার। তাঁর বলে মারনাস লাবুশেনের সিঙ্গেলেই নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার ম্যাচ ও সিরিজ জয়।

এর আগে দিনের খেলার গতিপথ নির্ধারণ করে দেওয়া কুশলের আউটে নতুন এক কীর্তি গড়েন স্মিথ। অস্ট্রেলিয়ার প্রথম ফিল্ডার হিসেবে (উইকেটকিপার বাদে) টেস্টে ২০০ ক্যাচ ধরার রেকর্ড গড়েছেন তিনি।

কিপিং পজিশনের বাইরে টেস্টে স্মিথের চেয়ে বেশি ক্যাচ আছে মাত্র ৩ জনের। এদের মধ্যে এখনো খেলছেন শুধু জো রুট, ২০৭টি। সমান ৩৬টি টেস্ট সেঞ্চুরির দুই মালিক রুট ও স্মিথের মধ্যে লড়াইটা এখন ফিল্ডিংয়ে গড়াল। আরেকজন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (২০৫)। টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন ভারতের রাহুল দ্রাবিড়, ২১০টি। স্মিথ-রুট যে সেটা ছাড়িয়ে যাবেন তা নিশ্চিত। সেঞ্চুরির তালিকাতেও তাদের সঙ্গে আছেন দ্রাবিড়। কাকতালীয়ভাবে স্মিথ, রুট ও দ্রাবিড়—এই ৩ জনের টেস্ট সেঞ্চুরিই ৩৬টি করে।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২৫৭ ও ২৩১ (ম্যাথুস ৭৬, মেন্ডিস ৫০; কুনেম্যান ৪/৬৩, লায়ন ৪/৮৪)

অস্ট্রেলিয়া: ৪১৪ ও ৭৫/১( খাজা ২৭, লাবুশেন ২৬; জয়াসুরিয়া ১/২০)

ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেট জয়ী

সিরিজ: অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে জয়ী

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স র জ জয় উইক ট

এছাড়াও পড়ুন:

ব্রাভোকে দেখেই ‘বিশ্বাসঘাতক’ বললেন ধোনি

ভিডিওটি চেন্নাই সুপার কিংসের এক্স অ্যাকাউন্টে বেলা সাড়ে এগারোটার দিকে পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, নেটের ভেতর গ্লাভস পরে সম্ভবত ব্যাটিং অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তখন ডোয়াইন ব্রাভো গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছিলেন ধোনির কাছে। তাঁকে দেখে খোঁচা মারার লোভটা সামলাতে পারেননি চেন্নাইয়ের নেতৃত্বে ফেরা ধোনি।

আরও পড়ুনপিএসএলে কি আজ অভিষেক হবে রিশাদের১ ঘণ্টা আগে

চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের কনুইয়ের হাড়ে চিড় ধরায় আইপিএল থেকে তিনি ছিটকে গেছেন। অধিনায়ক হিসেবে তাই ধোনিকে ফিরিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলটি। তাঁর অধিনায়কত্বেই আজ রাতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই। এই ম্যাচের আগে এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুশীলনে ব্রাভোর সঙ্গে দেখা হয় ধোনির।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডারকে দেখেই নেটের ভেতর থেকে ধোনি বলেন, ‘বিশ্বাসঘাতক এখানে এসেছে।’ ব্রাভোও হাঁটতে হাঁটতে ধোনির কাছে এগিয়ে যাওয়ার পথে হাসতে হাসতে উত্তর দেন, ‘জীবন খুবই অন্যায্য।’ নেটের পাশে দাঁড়ানো চেন্নাই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এ সময় তাঁকে দেখে বুকে জড়িয়ে নেন এবং বলেন, ‘হেই ডিজে।’ ব্রাভো এরপর ধোনির সঙ্গে নেটের বাইরে থেকেই হাত মেলান এবং তাঁর সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন।

আরও পড়ুনআইপিএলে চার–ছক্কায় হাজারি কোহলি২ ঘণ্টা আগে

চেন্নাইয়ে দুই মেয়াদে ধোনির সতীর্থ ছিলেন ব্রাভো। ২০১১ থেকে ২০১৫ ও ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত। ২০২৩ ও ২০২৪ সালে চেন্নাইয়ে বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন। এবার আইপিএল শুরুর আগে কলকাতার মেন্টরের দায়িত্ব নেন স্বীকৃত টি–টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ এ উইকেটশিকারি (৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট)। অর্থাৎ আজকের ম্যাচে সাবেক সতীর্থ ও বন্ধুরও মুখোমুখি হতে হবে ধোনিকে।
৪১ বছর বয়সী ব্রাভোর সঙ্গে ধোনির বন্ধুত্ব এখনো অটুট। কিন্তু চেন্নাই ছেড়ে কলকাতার কোচিং প্যানেলে যুক্ত হওয়ায় ধোনি সম্ভবত ব্রাভোকে খোঁচা মারার লোভটা সামলাতে পারেননি।

ধোনির নেতৃত্বে চেন্নাইয়ের ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২২ সালে আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রাভো। কলকাতার মেন্টর গৌতম গম্ভীর ভারত জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজিতে তাঁর জায়গা নিয়েছেন ব্রাভো।

৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৯–এ থাকা চেন্নাই নিজেদের সর্বশেষ চার ম্যাচেই হেরেছে। বর্তমান চ্যাম্পিয়ন কলকাতার বিপক্ষে তাই একটু চাপেই থাকবেন ধোনি। ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে কলকাতা।

সম্পর্কিত নিবন্ধ

  • চাকরি ছেড়ে আখের ব্যবসায় প্রকৌশলী সাহাবুদ্দিন
  • নাফিজ সরাফতসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সমর্থকদের গালিগালাজের জেরে বাড়ি ছাড়ছে ফোডেনের পরিবার
  • স্নাতক ও ডিগ্রির শিক্ষার্থীরা পাবেন উপবৃত্তি, মিলবে ১০,০০০
  • ব্রাভোকে দেখেই ‘বিশ্বাসঘাতক’ বললেন ধোনি