অন্তর্বর্তী সরকারের ৬ মাস: শেখ হাসিনাসহ ১২৯ প্রভাবশালীর বিরুদ্ধে দুদকের মামলা
Published: 9th, February 2025 GMT
আওয়ামী লীগ সরকার পতনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যসহ ১২৯ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ছয় মাসে এসব মামলা করা হয়। দুদকের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রকল্পের টাকা আত্মসাৎ ও প্লট জালিয়াতির ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও তাঁদের পরিবারের সদস্যের বিরুদ্ধে জানুয়ারি মাসে নয়টি মামলা করেছে দুদক। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, বিদেশে টাকা পাচার, টাকা আত্মসাৎ ও জালজালিয়াতির ঘটনায় শেখ হাসিনার উপদেষ্টা, সংসদ সদস্য, আমলা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ১২০টি মামলা করা হয়।
৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তাঁর পরিবার ও তাঁর শাসনামলের সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ ২৪৯ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধান শেষে ১২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
দুদক সূত্র জানায়, অনুসন্ধান ও মামলা ছাড়াও দুদক বিতর্কিত ব্যবসায় গ্রুপ এস আলম, বেক্সিমকোসহ বেশ কিছু প্রভাবশালী প্রতিষ্ঠান ও ব্যক্তির সম্পদ জব্দ করেছে। গ্রেপ্তার করেছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরসহ পাঁচজন প্রভাবশালী ব্যক্তিকে।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, শেখ হাসিনাসহ আড়াই শতাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষে অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা–অনুসন্ধানতথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে মোট ২০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গত ১৪ জানুয়ারি পৃথক দুটি মামলা করেছে দুদক। একই অভিযোগে শেখ রেহানা ও তাঁর মেয়ে আজমিনা সিদ্দিক (রূপন্তী) এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের (ববি) বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। এই তিন মামলায় রেহানার আরেক মেয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রেহানার বোন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়।
তিনটি বিমানবন্দরের চার প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চারটি মামলা করা হয়।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা জনগণ প্রত্যাশা করে। কাউকে ছাড় না দিয়ে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবিক্ষমতার অপব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হয়েছিলেন সায়মা ওয়াজেদ পুতুল। এই অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে। এ ছাড়া তাঁর সূচনা ফাউন্ডেশন ও আওয়ামী লীগের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। পাশাপাশি গাজীপুরে শেখ হাসিনা ও তাঁর পরিবারের বাগানবাড়ি নিয়েও অনুসন্ধান শুরু হয়েছে।
দুদক সূত্র জানায়, গত ১৫ বছরে বড় প্রকল্পে দুর্নীতি হয়েছে। এসব দুর্নীতিতে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নাম এসেছে।
মন্ত্রী, এমপি, আমলা ও পুলিশের বিরুদ্ধে মামলাদুদক সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর দুদক প্রথম মামলা করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে গত ৯ অক্টোবর তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
অনিয়ম–দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সর্বশেষ বুধবার সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এর আগে ২ ফেব্রুয়ারি সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়।
জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৯ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ৩ জানুয়ারি সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তাঁর স্ত্রী মোছা.
সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ছাড়াও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ একাধিক আমলা ও পুলিশ সদস্যের বিরুদ্ধ মামলা করেছে দুদক।
১৬ হাজার ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগদুদকের সংশ্লিষ্ট সূত্র বলছে, গত বছর প্রায় ১৬ হাজার ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক। এর মধ্যে ৮০ ভাগ অভিযোগ এসেছে আওয়ামী লীগ সরকার পতনের পর। এসব থেকে ১ হাজার ৮৯৪টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। অনুসন্ধান শেষে মামলা হয়েছে ৩৩৭টি। মামলা তদন্ত শেষে আদালতে ১৪৬টি অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ছাড়া আমলা, পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর, অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা, বড় বড় প্রকল্পের পরিচালকদের দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাদুদক সূত্র জানায়, গত এক বছরে বিভিন্ন অভিযোগে ৩৩৭টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে চাকরিজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ ৪৪৯ জনকে। সবচেয়ে বেশি ১৮২টি মামলা হয়েছে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে। আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে ১২৭টি। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়েছে ৩৬টি, জালিয়াতির ঘটনায় মামলা হয়েছে ২১টি।
দুদক বলছে, তদন্ত শেষে গত বছর ৩৫৪টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে ৪৮টি মামলায়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা জনগণ প্রত্যাশা করে। কাউকে ছাড় না দিয়ে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে দুদক নিয়ে আবার মানুষের হতাশা বাড়বে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ঞ ত আয়বহ র ভ ত র পর ব র র সদস য স ব ক মন ত র ল গ সরক র প রকল প ব যবস থ আওয় ম
এছাড়াও পড়ুন:
কামরুল ইসলামের আরও ১৬টি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৮৮ লাখ টাকা অবরুদ্ধ করার আদেশ
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বার্থসংশ্লিষ্ট আরও ১৬টি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৮৮ লাখ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের করা এ–সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, কামরুল ইসলাম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট এই ১৬টি ব্যাংক হিসাবের তথ্য আদালতের কাছে তুলে ধরা হয়। ওই সব ব্যাংক হিসাবে বর্তমানে জমা থাকা অর্থের পরিমাণ ১ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৭৬৬ টাকা। এর আগে গত ৫ ফেব্রুয়ারি কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।
দুদকের তথ্য অনুযায়ী, কামরুল ইসলামের ওই ১৫ ব্যাংক হিসাবে ১৬ কোটি ৭৭ লাখ টাকা জমা হয়। অন্যদিকে এসব ব্যাংক হিসাব থেকে উত্তোলন করা হয়েছে ১৩ কোটি ২২ লাখ টাকা। বর্তমানে জমা আছে ৩ কোটি ৫৫ লাখ টাকা।
এদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুদক। ১১ ফেব্রুয়ারি ওই আবেদনের শুনানির দিন ঠিক করেছেন আদালত।
গত বছরের ২৩ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রীর নামে মামলা করে দুদক। দুদক বলছে, ৬ কোটি ২৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ার পর কামরুলের বিরুদ্ধে মামলা হয়েছে।
দুদক বলছে, কামরুল ইসলামের ছেলে তানজীর ইসলামের ১ কোটি ৪৬ লাখ ১৫ হাজার ৭৯৫ টাকা এবং মেয়ে সেগুপ্তা ইসলামের নামে ১ কোটি ১০ লাখ ৪৮ হাজার ৯২৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তাঁর দুই সন্তানের নামে আরও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকতে পারে।
গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাঁকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি হত্যা মামলা রয়েছে।
২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন কামরুল ইসলাম। ২০০৮ সালে তিনি আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালে তাঁকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।