সম্প্রতি ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িসহ সারাদেশে আওয়ামী লীগের নেতাদের বাড়ি-ঘর ভাঙচুর, স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহত হয়েছে।

এমন পরিস্থিতিতে ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে যৌথ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে জাতীয় দৈনিক সমকালের ফটোকার্ডের আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হচ্ছে, বরিশালে অপারেশন ডেভিল হান্টে সেনাবাহিনীর গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট শুরুর পর বরিশালে সেনাবাহিনীর গুলিতে ছাত্রলীগ কর্মী নিহতের কোনো ঘটনা ঘটেনি এবং সমকালও উক্ত দাবিতে কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং সমকালের ভিন্ন ঘটনার একটি ফটোকার্ডের লেখা বদলে দিয়ে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে জাতীয় দৈনিক সমকালের নাম, লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘৮ ফেব্রুয়ারি ২০২৫’ উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে অনুসন্ধানে একই তারিখে পত্রিকাটির ফেসবুক পেজে “গাজীপুরে মোটরসাইকেলে এসে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন, ফন্ট এবং ছবির মিল রয়েছে। কিন্তু এই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে ফটোকার্ডের বাক্য বদলে দিয়ে “বরিশালে অপারেশন ডেভিল হান্ট সেনাবাহিনীর গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত” শীর্ষক বাক্য বসিয়ে দেওয়া হয়েছে।

সমকালের এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়, গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন মোবাশ্বের হোসেন নামের এক ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গুলি ছুড়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে আরো অনুসন্ধানে গণমাধ্যমের সর্বশেষ হালনাগাদ তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যায়, এই অভিযান শুরুর পর গাজীপুরে এখন পর্যন্ত অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। এছাড়া সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেশের কোথাও এই অভিযানে কারো নিহতের খবর আসেনি। 

সুতরাং, “বরিশালে অপারেশন ডেভিল হান্ট সেনাবাহিনীর গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত” শীর্ষক শিরোনামে সমকালের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সমক ল সমক ল র

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উদযাপন 

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলা ১৪৩২ বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। এছাড়াও বিভিন্ন দল-মত ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বর্ষবরণ সফল করতে বিভাগীয় নগরী ময়মনসিংহে সকাল ৮ টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এদিকে নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে রেলওয়ে কৃষ্ণচূড়া প্রাঙ্গণ থেকে আরেকটি বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা দুটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কামরুল হাসান মিলন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, মাহবুবুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

র‍্যালি শেষে উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বেলুন উড়িয়ে শুভ নববর্ষের ঘোষণা করেন। শোভাযাত্রা দেখতে রাস্তার দু’ধারে শতশত উৎসুক নগরবাসী ভিড় জমান। পরে শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানে বৈশাখী মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে পদযাত্রা ও নানা আয়োজন অনুষ্ঠিত হয়। সকালে উপস্থিত ক্লাব সদস্যদেরকে বিনামূল্যে পুরস্কার প্রদান করা হয়। বিকেলে সার্কিট হাউজ মাঠে বাংলার ঐতিহ্য ঘুড়ি উড়ানো, লাঠি খেলা, রশি টানাটানি ও হা-ডু-ডু প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত নিবন্ধ