সেনাবাহিনীর গুলিতে ছাত্রলীগ কর্মী নিহতের দাবিটি ভুয়া: রিউমর স্ক্যানার
Published: 9th, February 2025 GMT
সম্প্রতি ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িসহ সারাদেশে আওয়ামী লীগের নেতাদের বাড়ি-ঘর ভাঙচুর, স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহত হয়েছে।
এমন পরিস্থিতিতে ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে যৌথ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে জাতীয় দৈনিক সমকালের ফটোকার্ডের আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হচ্ছে, বরিশালে অপারেশন ডেভিল হান্টে সেনাবাহিনীর গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে।
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট শুরুর পর বরিশালে সেনাবাহিনীর গুলিতে ছাত্রলীগ কর্মী নিহতের কোনো ঘটনা ঘটেনি এবং সমকালও উক্ত দাবিতে কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং সমকালের ভিন্ন ঘটনার একটি ফটোকার্ডের লেখা বদলে দিয়ে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে জাতীয় দৈনিক সমকালের নাম, লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘৮ ফেব্রুয়ারি ২০২৫’ উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে অনুসন্ধানে একই তারিখে পত্রিকাটির ফেসবুক পেজে “গাজীপুরে মোটরসাইকেলে এসে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন, ফন্ট এবং ছবির মিল রয়েছে। কিন্তু এই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে ফটোকার্ডের বাক্য বদলে দিয়ে “বরিশালে অপারেশন ডেভিল হান্ট সেনাবাহিনীর গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত” শীর্ষক বাক্য বসিয়ে দেওয়া হয়েছে।
সমকালের এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়, গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন মোবাশ্বের হোসেন নামের এক ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গুলি ছুড়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে আরো অনুসন্ধানে গণমাধ্যমের সর্বশেষ হালনাগাদ তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যায়, এই অভিযান শুরুর পর গাজীপুরে এখন পর্যন্ত অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। এছাড়া সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেশের কোথাও এই অভিযানে কারো নিহতের খবর আসেনি।
সুতরাং, “বরিশালে অপারেশন ডেভিল হান্ট সেনাবাহিনীর গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত” শীর্ষক শিরোনামে সমকালের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না
আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এতে ১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
গতকাল বুধবার মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালে হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা মানতে হবে।
উপসচিব মামুন আল ফারুক সমকালকে বলেন, সৌদি সরকারের নির্দেশনা আমাদের মানতে হয়।