ক্রিকেট ম্যাচ শুরু হতে কত কারণেই তো দেরি হয়। সবচেয়ে বড় কারণ অবশ্যই বৃষ্টি। এ ছাড়া আলোকস্বল্পতা, কুয়াশার মতো প্রাকৃতিক কারণেও দেরি হয়। কিন্তু কাল ওমানের রাজধানী মাসকাটে যা হলো, তা বিরলই বলা চলে।  

তীব্র যানজটের কারণে দুই দল সময়মতো মাঠে পৌঁছে না পারায় খেলা শুরু হয়েছে দেরিতে। এতটাই দেরিতে যে ম্যাচের দৈর্ঘ্য কমাতে হয়েছে ৭-৭ করে মোট ১৪ ওভার। সেটাও যেনতেন টুর্নামেন্টে নয়—আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-তে। নবম রাউন্ডের ম্যাচটি খেলেছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া।

মাসকাট ডেইলি, ওমান অবজারভার, টাইমস অব ওমানসহ দেশটির কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও রাস্তা বন্ধ থাকায় আল আমেরাত স্টেডিয়ামে যাওয়ার পথে তীব্র যানজট লেগে যায়।

সাধারণত ম্যাচ শুরুর ন্যূনতম এক ঘণ্টা আগে মাঠে পৌঁছানোর চেষ্টা থাকে দলগুলোর। এর মধ্যে দুই দল মাঠে নামার আগে যে টস অনুষ্ঠিত হয়, সেটিও হয়ে যায় আধা ঘণ্টা আগে।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া দল টসের নির্ধারিত সময়ের আগে তো বটেই, খেলা শুরুর নির্ধারিত সময়েও মাঠে নেই। নেই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা কেউও।

টস হতে দেরি হওয়ার কারণ জানাতে গিয়ে ইউএসএ ক্রিকেট এক্সে লিখেছে, ‘অপ্রত্যাশিত লজিস্টিক পরিস্থিতির কারণে ম্যাচ শুরু করতে বিলম্ব হচ্ছে।’

সেই পোস্ট এক্সে শেয়ার দিয়ে আসল কারণ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক পিটার ডেলা পেনা। তিনি লিখেছেন, ‘মাসকাটে ম্যারাথন/আয়রনম্যান রোড রেসের কারণে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়। যে রাস্তা দিয়ে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া টিম বাসের স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল, সেটিও এর একটি। এটা নিশ্চিত দুই দল (যথাসময়ে) মাঠে পৌঁছাতে পারেনি। ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে। প্রত্যেক দল ৪৩ ওভার করে খেলবে।’

আয়রনম্যান রেসের কারণে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় তীব্র যানজট তৈরি হয় মাসকাটে। আর সেই যানজট ঠেলে দুই দল মাঠে যাওয়ার মধ্যে পেরিয়ে যায় বেশ কিছুটা সময়। দিনের ম্যাচ হওয়ায় এ কারণে ওভার কমিয়ে দেওয়া হয়।

মিলনিদ কুমারের অলরাউন্ড নৈপুণ্যে (৩৪ বলে ৫৪ রান ও ৯ ওভারে ৪৮ রানে ৪ উইকেট) ম্যাচটি ১১৪ রানে জিতেছে যুক্তরাষ্ট্র। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৯৩ রান করেছিল মার্কিন ছেলেরা। নামিবিয়া ৪০.

২ ওভারে ১৭৯ রানে অলআউট হয়।

বড় এই জয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। আট দলের এই টুর্নামেন্টের শীর্ষ চার দল সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ পাবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ ই দল য নজট

এছাড়াও পড়ুন:

যানজটে রাস্তায় আটকা টিম বাস, ম্যাচের দৈর্ঘ্য কমল ১৪ ওভার

ক্রিকেট ম্যাচ শুরু হতে কত কারণেই তো দেরি হয়। সবচেয়ে বড় কারণ অবশ্যই বৃষ্টি। এ ছাড়া আলোকস্বল্পতা, কুয়াশার মতো প্রাকৃতিক কারণেও দেরি হয়। কিন্তু কাল ওমানের রাজধানী মাসকাটে যা হলো, তা বিরলই বলা চলে।  

তীব্র যানজটের কারণে দুই দল সময়মতো মাঠে পৌঁছে না পারায় খেলা শুরু হয়েছে দেরিতে। এতটাই দেরিতে যে ম্যাচের দৈর্ঘ্য কমাতে হয়েছে ৭-৭ করে মোট ১৪ ওভার। সেটাও যেনতেন টুর্নামেন্টে নয়—আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-তে। নবম রাউন্ডের ম্যাচটি খেলেছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া।

মাসকাট ডেইলি, ওমান অবজারভার, টাইমস অব ওমানসহ দেশটির কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও রাস্তা বন্ধ থাকায় আল আমেরাত স্টেডিয়ামে যাওয়ার পথে তীব্র যানজট লেগে যায়।

সাধারণত ম্যাচ শুরুর ন্যূনতম এক ঘণ্টা আগে মাঠে পৌঁছানোর চেষ্টা থাকে দলগুলোর। এর মধ্যে দুই দল মাঠে নামার আগে যে টস অনুষ্ঠিত হয়, সেটিও হয়ে যায় আধা ঘণ্টা আগে।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া দল টসের নির্ধারিত সময়ের আগে তো বটেই, খেলা শুরুর নির্ধারিত সময়েও মাঠে নেই। নেই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা কেউও।

টস হতে দেরি হওয়ার কারণ জানাতে গিয়ে ইউএসএ ক্রিকেট এক্সে লিখেছে, ‘অপ্রত্যাশিত লজিস্টিক পরিস্থিতির কারণে ম্যাচ শুরু করতে বিলম্ব হচ্ছে।’

সেই পোস্ট এক্সে শেয়ার দিয়ে আসল কারণ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক পিটার ডেলা পেনা। তিনি লিখেছেন, ‘মাসকাটে ম্যারাথন/আয়রনম্যান রোড রেসের কারণে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়। যে রাস্তা দিয়ে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া টিম বাসের স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল, সেটিও এর একটি। এটা নিশ্চিত দুই দল (যথাসময়ে) মাঠে পৌঁছাতে পারেনি। ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে। প্রত্যেক দল ৪৩ ওভার করে খেলবে।’

আয়রনম্যান রেসের কারণে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় তীব্র যানজট তৈরি হয় মাসকাটে। আর সেই যানজট ঠেলে দুই দল মাঠে যাওয়ার মধ্যে পেরিয়ে যায় বেশ কিছুটা সময়। দিনের ম্যাচ হওয়ায় এ কারণে ওভার কমিয়ে দেওয়া হয়।

মিলনিদ কুমারের অলরাউন্ড নৈপুণ্যে (৩৪ বলে ৫৪ রান ও ৯ ওভারে ৪৮ রানে ৪ উইকেট) ম্যাচটি ১১৪ রানে জিতেছে যুক্তরাষ্ট্র। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৯৩ রান করেছিল মার্কিন ছেলেরা। নামিবিয়া ৪০.২ ওভারে ১৭৯ রানে অলআউট হয়।

বড় এই জয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। আট দলের এই টুর্নামেন্টের শীর্ষ চার দল সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ পাবে।

সম্পর্কিত নিবন্ধ