প্রথমবার জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী কন্যা খুশি কাপুর ও আমির খানের পুত্র জুনায়েদ। ‘লাভইয়াপা’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। গত ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।

‘লাভইয়াপা’ আমির খানের পুত্র জুনায়েদের দ্বিতীয় সিনেমা হলেও খুশি কাপুর এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখলেন। স্বাভাবিক কারণে মুক্তির আগে থেকে আলোচনায় সিনেমাটি। খুশি-জুনায়েদ দুজনেই দীর্ঘদিন প্রচারের কাজে সময় ব্যয় করেছেন। এমনকি আমির খান নিজেও জুনায়েদ-খুশিকে নিয়ে প্রচার চালিয়েছেন। কিন্তু মুক্তির পর বক্স অফিসে কত টাকা আয় করেছে সিনেমাটি?

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘লাভইয়াপা’ সিনেমা আয় করে ১.

২৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ১.৫০ কোটি রুপি। দুই দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২.৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৮২ লাখ টাকার বেশি)।

আরো পড়ুন:

জ্ঞান হারিয়ে মরতে কুম্ভ মেলায় যাব, কমেডিয়ানের মন্তব্য ঘিরে বিতর্ক

রাখিকে মুফতির বিয়ের প্রস্তাব

চলতি বছরে বলিউডের ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এ ছয় সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে আয়ের দিক থেকে ‘লাভইয়াপা’-এর অবস্থান পঞ্চম। এ তালিকার শীর্ষে রয়েছে অক্ষয়ের ‘স্কাই ফোর্স’। খুশি-জুনায়েদের সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৬০ কোটি রুপি।

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম র খ ন

এছাড়াও পড়ুন:

বরিশালের মোস্তফা বলেন, ‘আমার নৌকায় উঠে অনেকেই বলে, বিমানে উঠছিলাম’

৩২ বছর ধরে ইঞ্জিন মেরামতের কাজ করি। এলাকায় ওয়ার্কশপ আর ছোট একটা ডকইয়ার্ড আছে আমার। ওয়ার্কশপে এর আগে কৃষকের জন্য ভাসমান পাওয়ার টিলার, স্টিলের লাঙলসহ বিভিন্ন জিনিস তৈরি করেছি। আর ডকইয়ার্ডে অর্ডার পেলে ট্রলার তৈরি করি।

ওয়ার্কশপে কাজ করতে অনেক সময় রাত হয়ে যায়। রাত জেগে কাজ করার সময় আকাশে বিমানের আসা-যাওয়া দেখি। সেখান থেকেই বিমানের আদলে নৌকা বাড়ানোর ইচ্ছা হয়। আগেও যেহেতু নানা কিছু বানিয়েছি, সেই ধারাবাহিকতায় বিমানের আদলে নৌকা বানানোর কাজ শুরু করি।

নৌকার ডিজাইন থেকে শুরু করে খুঁটিনাটি সবকিছু আমিই বানিয়েছি। ওয়ার্কশপের কাজের ফাঁকে ফাঁকে এসব করতাম। যেহেতু বানানোর ক্ষেত্রে তাড়া ছিল না। তাই টাকা জোগাড় করে ধীরে ধীরে কাজ করতাম। এ জন্য বানাতে বানাতে সব মিলিয়ে দুই বছরের মতো সময় লেগেছে। তবে নগদ টাকা থাকলে আর টানা কাজ করলে দুই মাসেই তৈরি করা সম্ভব হতো।

আরও পড়ুনদিনাজপুরের ট্রাক্টরচালক হৃদয়চন্দ্র যেভাবে ‘ইংলিশম্যান’ হয়ে উঠলেন১০ এপ্রিল ২০২৫মোস্তফা কামালের ‘বিমাননৌকা’

সম্পর্কিত নিবন্ধ