বিতর্কিত পেনাল্টিতে পয়েন্ট ভাগাভাগি দুই মাদ্রিদের
Published: 9th, February 2025 GMT
ইউরোপ মিডিয়া এখন গরম রেফারিংয়ের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের আনা অভিযোগে। সেই ঝামেলা না মিটতেই এবার মাদ্রিদ ডার্বিতে বিতর্কিত এক পেনাল্টিতে গোল হজম করতে হলো কার্লো আনচেলোত্তির দলকে। ম্যাচ শেষে এই ইতালিয়ান ম্যানেজার তো বলেই ফেললেন, “ফুটবলের মানুষরা এমন পেনাল্টি বোঝে না”। শেষ পর্যন্ত অবশ্য একটা গোল শোধ করে রিয়াল। শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। লিগের পয়েন্ট টেবিলের অবস্থার কারণে লাভটা হলো এই ম্যাচে দর্শকের ভূমিকায় থাকা বার্সেলোনার।
সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন খেলা শুরুর আগে চওড়া হাসিমুখে মাঠে প্রবেশ করেন সদ্যই পেশাদার ফুটবলের বুটজোড়া তুলে রাখা মার্সেলো। রিয়ালের অনেক সাফল্যের নায়ক, ক্লাবের একসময়ের রেকর্ড শিরোপা জয়ী এই লেফটব্যাক। ৩৬ বছর বয়সী এই ব্রাজিলিয়াকে বিশেষ সম্মান জানানো হয়, তার হাতে ক্লাবের বিশেষ একটি জার্সি তুলে দেন লস ব্ল্যাঙ্কসদের আরেক গ্রেট লুকা মদ্রিচ।
দুই দলই শুরুর দিকে ঢিমেতালে খেলতে থাকে। ম্যাচের ৩১ মিনিটে বক্সের ভেতর অরলিয়ে চুয়ামেনি পা গিয়ে পড়ে অ্যাতলেটিকোর স্যামুয়েল লিনোর পায়ে, যদিও তার আগেই বল বেরিয়ে যায় দুজনের মাঝ দিয়ে। অনেকক্ষণ সময় নিয়ে ভিএআর চেক করে পেনাল্টির সিধান্ত দেন রেফারি। তখন ডাগআউটে দাঁড়িয়ে থাকা রিয়াল বস কার্লো দুহাত দিয়ে মুখ ঢাকেন অবিশ্বাসে। এমনকি ধারাভাষ্যকারদেরও দাবি এটা কোনোভাবেই পেনাল্টি নয়।
আরো পড়ুন:
ঘরের ছেলে তোরেসের হ্যাটট্রিকে উড়ে গেল ভ্যালেন্সিয়া
ভিনিসিয়ুসকে পেতে আল আহলির চোখ ছানাবড়া হওয়ার মতো প্রস্তাব
হুলিয়ান আলভারেসের সোজাসুজি স্পট কিকে এগিয়ে যায় অতিথি দলটি। বিরতির পর পরই সমতায় ফেরে রিয়াল। ডান প্রান্ত দিয়ে দুইজন ফুটবলারকে কাটিয়ে দারুণ ক্রস করেন রদ্রিগো। বক্সের ভেতর থেকে জুড বেলিংহ্যাম প্রথমে শট নিয়েছিলেন, সেটা ফিরে এলে ফিরতি শটে বল জালে জড়ান ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এরপরই অ্যাতলেটিকো বস দিয়াগো সিমিওনি তার ট্রেডমার্ক ‘বাস পার্কিং’ ডিফেন্সিভ মুডে চলে গেলে গোল পায়নি কোন দলই।
তবে এই ড্রয়ের পরও লা লিগার টেবিলে ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল রিয়াল। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো। অন্যদিকে এই ম্যাচের ফলে সবচেয়ে লাভবান নার্সা এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে।
গত সপ্তাহে রিয়াল যখন এস্পানিওলের বিপক্ষে পরাজয়ের পর রেফারির ব্যাপারে একটি আনুষ্ঠানিক অভিযোগ করেছিল, তখন অ্যাতলেটিকো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল। তাদের অভিযোগ ছিল যে- রিয়াল রেফারিদের উপর চাপ সৃষ্টি করছে। তাই মাদ্রিদ ডার্বি শেষে যখন বিতর্কিত পেনাল্টি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন ক্ষুদ্ধ আনচেলোত্তি প্রথমে বলেছিলেন, “আমি এই প্রশ্নের উত্তর দিব না।”
“আমরা মনে করি আমরা আরও কিছু পাওয়ার ছিল। ম্যাচটি আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছিলাম, আমরা গোল করেছি, বক্সে প্রবেশ করেছি, আমরা দ্বিতীয়ার্ধে খুব ভালো খেলেছি।”- যোগ করেন আনচেলত্তি।
অন্যদিকে বিতর্কিত পেনাল্টির কল্যাণে জয়ী অ্যাতলেটিকো বস সিমিওনি রেফারির পক্ষ নিবেন সেটাই স্বাভাবিক, “আমি মনে করি রেফারি তার সিদ্ধান্তে সর্বোচ্চ চেষ্টা করেছেন।”
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স প য ন শ ফ টবল আতল ত ক ম দ র দ
এছাড়াও পড়ুন:
চূড়ান্ত হলো ভারতের বাংলাদেশ সফরের সূচি
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসবে, তা আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় (এফটিপি) আগে থেকেই ছিল। আজ সেই দুটি সিরিজের দিনক্ষণ জানিয়ে দিল বিসিবি।
সব ঠিক থাকলে আগামী ১৩ আগস্ট ঢাকায় আসবে ভারতীয় দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে হবে ১৭ ও ২০ আগস্ট। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) শেষ ওয়ানডে ২৩ আগস্ট।
বন্দর নগরীতেই প্রথম টি-টোয়েন্টি ২৬ আগস্ট। এরপর দুই দল ঢাকায় ফিরে মিরপুরে শেষ দুই টি-টোয়েন্টি খেলবে ২৯ ও ৩১ আগস্ট। পরদিন ১ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে ভারতীয় দল।
ভারতের বাংলাদেশ সফরের সূচি২০২২ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে ভারত। সেবার ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল।
আরও পড়ুন‘নন স্টপ’ ক্রিকেটে নেই দম ফেলার ফুরসত০৪ এপ্রিল ২০২৫বাংলাদেশের মাটিতে দুই দল এর আগে একাধিকবার টেস্ট ও ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে। তবে এবারই প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে।