ইয়ুথ সামিট স্টার্টআপে নিবন্ধন আহ্বান
Published: 9th, February 2025 GMT
তরুণ প্রজন্মকে সৃজনশীল উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করার সঙ্গে তাদের উদ্ভাবনী সব ধারণা বাস্তবায়নে সহায়তা করবে ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম। যার আয়োজক বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে আয়োজিত তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বাংলাদেশের তরুণ উদ্ভাবক ও স্টার্টআপদের জন্য এটি দেশের সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে বিবেচিত।
আইডিয়া প্রকল্পের এ আয়োজন তারুণ্যের শক্তিকে উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে উৎসাহিত করবে। তরুণ উদ্যোক্তা, উদ্ভাবক ও শিক্ষার্থীদের একত্র করে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রামে তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী সব ধারণার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান গ্রহণের সুযোগ পাচ্ছেন। সামিটে অংশগ্রহণে আগ্রহী স্টার্টআপদের জন্য আবেদন গ্রহণ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি। ঢাকাসহ দেশের কয়েকটি বিভাগের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হবে বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন ক্যাম্পেইন। যার মাধ্যমে তরুণ শিক্ষার্থী, উদ্ভাবক ও উদ্যোক্তারা সরাসরি ন্যাশনাল ইয়ুথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম বিষয়ে সব ধরনের তথ্য জানতে পারবেন। ক্যাম্পেইনে আবেদন প্রক্রিয়া ও কার্যক্রম বিষয়ে তরুণ উদ্যোক্তাদের অবহিত করা হবে।
কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু, পোশাকশিল্প, লজিস্টিকস, ফিনটেক, আইটি, ই-কমার্সসহ প্রায় সব ধরনের ইন্ডাস্ট্রি ক্যাটেগরিতে উদ্ভাবক ও স্টার্টআপরা আবেদনের সুযোগ পাবেন। দেশের সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ বিচারকদের মাধ্যমে আবেদনকারী স্টার্টআপদের যাচাই-বাছাই ও পিচিং শেষে অনুদানপ্রাপ্তদের চূড়ান্ত নাম ঘোষণা করা হবে সম্মেলনে। আগ্রহীরা www.
সম্মেলনে আইডিয়া পোর্টফোলিও স্টার্টআপ প্রদর্শনী হবে। তরুণ উদ্যোক্তারা সেখানে তাদের উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদর্শন করবেন। নতুন প্রজন্মকে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করতে আইডিয়া প্রকল্পের অনুদানপ্রাপ্ত সফল স্টার্টআপদের গল্প উপস্থাপন করা হবে। ‘বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে আইডিয়া প্রকল্পের ভূমিকা’ শিরোনামে সেমিনার আয়োজন করা হবে।
বাংলাদেশের তরুণ সমাজ, শিক্ষার্থী, উদ্ভাবক ও উদ্যোক্তাদের একত্র করার এটি জাতীয় উদ্যোগ। তরুণদের শক্তি ও উদ্ভাবনকে সারাবিশ্বের সামনে উপস্থাপন করা হবে। এমন উদ্যোগ তরুণদের সক্ষমতাকে বৈশ্বিক পরিসরে উপস্থাপন করতে সহায়ক হবে বলে উদ্যোক্তারা জানান।
উৎস: Samakal
কীওয়ার্ড: প রকল প আইড য় গ রহণ
এছাড়াও পড়ুন:
সিলেটে মধ্যরাতে ছাত্রলীগসহ এলাকাবাসীর সঙ্গে স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের সংঘর্ষ
সিলেট নগরীর মাছিমপুর-মেন্দিবাগ এলাকায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীসহ এলাকাবাসীর সঙ্গে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলা ও পাল্টা হামলায় ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে বিএনপি নেতা আজিজসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতের ওই ঘটনার পর ঘটনাস্থলে ছুটি যান বিএনপি নেতারা। উত্তেজনা দেখা দিলে রাত ১টার দিকে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ওই এলাকায় আড্ডা দিতেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। ৫ আগস্টের পর সিলেট ল কলেজের পাশের ওই এলাকায় আড্ডা দিতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিদিনের মতো শুক্রবার রাতে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব ও বিএনপি নেতা আজিজুল হোসেন আজিজসহ কয়েকজন নেতাকর্মী ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। গাড়ি পার্কিং নিয়ে মাছিমপুর এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে ছাত্রলীগ কর্মী অপুর সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় আজিজকে মারধর করা হয়।
এর প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা ছাত্রলীগ নেতার বাসায় (সাবেক কাউন্সিলর শারমিন আক্তার সুমির বাসা) মিছিল নিয়ে হামলা করে। ওই সময় ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে মোটরসাইকেল ফেলে পিছু হঠেন বিএনপির কর্মীরা। পরে মোটরসাইকেলগুলো ভাঙচুর করা হয়। আহত অবস্থায় আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি নেতারা। পাশাপাশি স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীতে খুঁজতে থাকেন। উত্তেজনা দেখা দিলে রাত একটার পর সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ভাঙচুর করা মোটরসাইকেল ট্রাকে করে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী অভিযোগ করে বলেন, বিএনপি নেতা আজিজের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শাহরিয়ার আলম জানান, চায়ের দোকানে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে ওই এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।