স্মার্টফোনে বিক্রয়োত্তর সেবার প্রতিশ্রুতিতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কার্লকেয়ার ফ্ল্যাগশিপ সেবাকেন্দ্র চালু করেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো।
আইটেল, টেকনো ও ইনফিনিক্স– তিনটি ব্র্যান্ডের নির্বাচিত বিক্রয়োত্তর সেবাদাতা কার্লকেয়ার বিশেষজ্ঞ কারিগর দ্বারা মেরামত (রিপেয়ার সেবা), সফটওয়্যার আপডেট ও প্রিমিয়াম পরিষেবা প্রদান করবে। সহজলভ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা।
আইস্মার্টইউ টেকনোলজি বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, অত্যাধুনিক স্মার্টফোনের সঙ্গে মানোন্নত বিক্রয়োত্তর সেবা (আফটার সেলস সার্ভিস) নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। কার্লকেয়ার পরিচালিত নতুন ফ্ল্যাগশিপ সেবাকেন্দ্রে নির্ধারিত ব্র্যান্ডের গ্রাহক দ্রুত ও নির্ভরযোগ্য গ্রাহকসেবা প্রতিশ্রুতির দৃশ্যমান প্রতিফলন।
কার্লকেয়ার বাংলাদেশের প্রধান মাহফুজুল হক মিরাজ বলেন, নতুন সেবাকেন্দ্রের সূচনা উপলক্ষে বিশেষ সুবিধা পাবেন গ্রাহক। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ারেন্টি-বহির্ভূত ফোনের পরিষেবার ওপর থাকবে বিশেষ ছাড়। সঙ্গে থাকছে ফ্রি সার্ভিসিং, সফটওয়্যার আপডেট, মোবাইল ক্লিনিং সুবিধা গ্রহণের সুযোগ। নির্বাচিত গ্রাহক পাবেন বিশেষ উপহার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ র হক
এছাড়াও পড়ুন:
ডিজিটাল পরিষেবা
স্মার্টফোনে বিক্রয়োত্তর সেবার প্রতিশ্রুতিতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কার্লকেয়ার ফ্ল্যাগশিপ সেবাকেন্দ্র চালু করেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো।
আইটেল, টেকনো ও ইনফিনিক্স– তিনটি ব্র্যান্ডের নির্বাচিত বিক্রয়োত্তর সেবাদাতা কার্লকেয়ার বিশেষজ্ঞ কারিগর দ্বারা মেরামত (রিপেয়ার সেবা), সফটওয়্যার আপডেট ও প্রিমিয়াম পরিষেবা প্রদান করবে। সহজলভ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা।
আইস্মার্টইউ টেকনোলজি বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, অত্যাধুনিক স্মার্টফোনের সঙ্গে মানোন্নত বিক্রয়োত্তর সেবা (আফটার সেলস সার্ভিস) নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। কার্লকেয়ার পরিচালিত নতুন ফ্ল্যাগশিপ সেবাকেন্দ্রে নির্ধারিত ব্র্যান্ডের গ্রাহক দ্রুত ও নির্ভরযোগ্য গ্রাহকসেবা প্রতিশ্রুতির দৃশ্যমান প্রতিফলন।
কার্লকেয়ার বাংলাদেশের প্রধান মাহফুজুল হক মিরাজ বলেন, নতুন সেবাকেন্দ্রের সূচনা উপলক্ষে বিশেষ সুবিধা পাবেন গ্রাহক। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ারেন্টি-বহির্ভূত ফোনের পরিষেবার ওপর থাকবে বিশেষ ছাড়। সঙ্গে থাকছে ফ্রি সার্ভিসিং, সফটওয়্যার আপডেট, মোবাইল ক্লিনিং সুবিধা গ্রহণের সুযোগ। নির্বাচিত গ্রাহক পাবেন বিশেষ উপহার।