গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কয়েক মাস ধরে জামায়াতের নেতা-কর্মীরা তৃণমূলে ব্যাপকভাবে সভা-সমাবেশ করছেন। খেলাধুলা, ধর্মীয় ও সামাজিক নানা আয়োজনে যোগ দিয়েও তাঁরা কুশল বিনিময় করছেন। এমন অবস্থায় আগামী সংসদ নির্বাচন সামনে রেখে গত বৃহস্পতিবার রাতে সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে দলটি ‘নির্বাচনী মাঠে’ নেমেছে।

এ বিষয়ে যোগাযোগ করলে গতকাল শনিবার সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো.

শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, জামায়াত দুই বছর আগে সারা দেশের বিভিন্ন আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করেছিল। এসব নাম কেন্দ্র অনুমোদন দেওয়ায় এখন অঞ্চল থেকে ঘোষণা করা হচ্ছে। তবে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে প্রার্থী বাড়তে-কমতে পারে। এমনকি এখনকার ঘোষিত তালিকাও পরিমার্জিত হতে পারে।

বৃহস্পতিবার রাতে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের সিলেট বিভাগের ১৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। প্রার্থীদের মধ্যে সিলেট-১ আসনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়।

এ ছাড়া সিলেট-২ আসনে অধ্যক্ষ আবদুল হান্নান, সিলেট-৩ আসনে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট-৪ আসনে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিলেট-৫ আসনে জেলার নায়েবে আমির আনোয়ার হোসেন খান ও সিলেট-৬ আসনে ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে উল্লেখ করা হয়েছে।

মৌলভীবাজারের চারটি আসনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন মৌলভীবাজার-১ আসনে আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনে জেলা আমির এম শাহেদ আলী, মৌলভীবাজার-৩ আসনে সাবেক জেলা আমির আবদুল মান্নান ও মৌলভীবাজার-৪ আসনে আবদুর রব।

সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জ-১ আসনে সুনামগঞ্জ জেলার আমির তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ-২ আসনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মুহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ-৩ আসনে সিলেটের জজ কোর্টের এপিপি ইয়াছিন খান, সুনামগঞ্জ-৪ আসনে সুনামগঞ্জ জেলার নায়েবে আমির মুহাম্মদ শামসউদদীন ও সুনামগঞ্জ-৫ আসনে গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সালাম আল মাদানীকে প্রার্থী করা হয়েছে।

এ ছাড়া হবিগঞ্জ-১ আসনে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী, হবিগঞ্জ-২ আসনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের শুরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমী, হবিগঞ্জ-৩ আসনে হবিগঞ্জ জেলার সেক্রেটারি কাজী মহসিন আহমেদ ও হবিগঞ্জ-৪ আসনে হবিগঞ্জ জেলা আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান প্রার্থী হবেন বলে দলটি জানিয়েছে।

সিলেট-৪ আসনে প্রার্থী হিসেবে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের ঘোষণা করা হয়েছে। তিনি সিলেট জেলা জামায়াতের সেক্রেটারিও। তিনি বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নেতৃত্ব চান তরুণ প্রজন্ম। জামায়াতও সেটি বিবেচনায় নিয়ে দেশের বিভিন্ন আসনে প্রার্থী নির্বাচন করেছে। আগে থেকেই যেন প্রার্থীরা মাঠ পর্যায়ে কাজ গোছাতে পারেন এবং কর্মী-সমর্থকেরা সক্রিয় থাকতে পারেন, সেটা বিবেচনায় নিয়েই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ন মগঞ জ ২ আসন ৩ আসন ৪ আসন ১ আসন

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১০ ফেব্রুয়ারি ২০২৫)

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ মুখোমুখি নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা। রাতে এফএ কাপ ও লা লিগায় আছে একটি করে ম্যাচ।ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ????

নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা
সকাল ১০–৩০ মি. ???? টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস

এফএ কাপ ⚽

ডনকাস্টার–ক্রিস্টাল প্যালেস
রাত ১–৪৫ মি. ???? সনি স্পোর্টস টেন ২

লা লিগা ⚽

মায়োর্কা–ওসাসুনা
রাত ২টা ???? জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইব

সম্পর্কিত নিবন্ধ