শাও জি চিউ। বিশ্বের আলোচিত এবং জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটকের প্রধান নির্বাহী। আলোচিত এই নির্বাহীর বিভিন্ন সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণার কথা তুলে এনেছেন ইমাম হোসেন মানিক

অনেকেই টিকটকের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চায়। কেউ আবার এ প্ল্যাটফর্মকে শুধু শর্ট ভিডিও শেয়ারিং মাধ্যম হিসেবে বিবেচনা করে। আসলে সবারই একটি মিশন থাকে। সেটি ব্যক্তিগত হোক আর ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে হোক। টিকটক নিয়ে আমার মিশন হচ্ছে, মানুষের সৃজনশীলতা সবার কাছে তুলে ধরার মাধ্যমে আনন্দ উপভোগ করা এবং অন্যের কাছ থেকে শেখা। এই সৃজনশীলতা শুধু ভিডিওর মাধ্যমেই হতে হবে তা বলছি না। প্রতিনিয়ত নতুন তথ্যের সঙ্গে নিজেকে পরিচিত করানোর পাশাপাশি সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রয়াস সবার মতো টিকটকেরও আছে!

চীনে গড়ে ওঠা প্রতিষ্ঠানের নিয়ম ভেঙে.

..
টিকটক চেনে না এমন মানুষ খুব কমই দেখা যায় বিশ্বে। এটিই একমাত্র চীনা প্রতিষ্ঠান, যা অন্যান্য দেশেও বেশ জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। আপনারা এটি খুব ভালো করেই জানেন যে চীনে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো তাদের সেবা বেশির ভাগ ক্ষেত্রে দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখতে পছন্দ করে। টিকটকের ক্ষেত্রে নিয়ম যেন বদলে যায়। টিকটকের শুরু থেকেই আমরা এর পরিধি বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার প্রাণপণ চেষ্টা করেছি এবং এখনও সেই চেষ্টা অব্যাহত রেখেছি।

মানুষের কথা মাথায় রেখেই টিকটকের গড়ে ওঠা
টিকটক নিয়ে নেতিবাচক কথা শোনা গেলেও এর ইতিবাচক দিকটাই সম্ভবত বেশি। দেখুন, সব মানুষই তার সফলতা বা আবেগ প্রকাশের শক্তিশালী একটি মাধ্যম খোঁজে। কেবল তাই নয়, মানুষ তার জীবনযাপনে যে পথ পাড়ি দেয়, তার রীতিনীতি, আনন্দ-বেদনা সবকিছুই ভিডিওর মাধ্যমে শেয়ার করার উপায় খুঁজে ফেরে। কিন্তু এমন কোনো প্ল্যাটফর্ম টিকটকের আগে ছিল না। বিষয়টি আমরা বুঝতে পেরে সবার কর্মতৎপরতার একটি ভিজুয়াল প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করি। শুধু তা-ই নয়, আমি মনে করি, এখন সবার কাছে এটি পরিষ্কার যে সফলতার সঙ্গেই টিকটক তার যাত্রা শুরু করতে পেরেছে।

নিরাপত্তা ও পরিশ্রমের ইতিহাস
যে কোনো ব্যবসায় সফলতার জন্য তার ক্রেতার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা খুবই জরুরি। সেই দিক বিবেচনায় টিকটক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যাতে নিরাপদে থাকে, সে জন্য আমরা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করি। এই নিরাপত্তার ফলেই প্রতিনিয়ত টিকটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে। এত কিছুর পরও আমি বলব, টিকটকে আপনারা নিজেদের যে সাফল্য বা আবেগ প্রকাশ করেন তার আগে নিজেদের গড়ে তুলুন। আজ আমার এই অবস্থানে আসার পেছনেও আছে পরিশ্রমের ইতিহাস। পৃথিবীর কোনো মানুষই পরিশ্রম ছাড়া সাফল্য পায়নি। তাই নিজেকে গড়ে তোলায়ও মন দিন। করুন কঠোর পরিশ্রম।

উৎস: Samakal

কীওয়ার্ড: ট কটক প ল য টফর ম ট কটক র

এছাড়াও পড়ুন:

সে কি প্রকৃত বন্ধু?

যাকে বন্ধু ভাবেন সে কি সত্যিই বন্ধু নাকি বন্ধুর মুখোশ পরে থাকা অন্য কেউ?  মাত্র তিনটি আচরণ মূল্যায়ন করলেই এই প্রশ্নের উত্তর পেতে পারেন। আপনার আনন্দ, বেদনার গল্প যাকে শোনাতে চান, যার সঙ্গ আপনার ভালো লাগে তিনিও যদি একইরকম অনুভব করেন তাহলে আপনি সৌভাগ্যবান। কিন্তু সহযোগিতা চাইলে যদি এড়িয়ে যায়, কখনও যদি নিজ থেকে যোগাযোগ না করেন অথবা আপনাকে সফল হতে দেখলে তিনি যদি চুপসে যান; তাহলে সতর্ক হোন।

সহযোগিতা চাইলে কৌশলে এড়িয়ে যান: বন্ধু তো সে, যাকে সময়-অসময়ে, ভালো-মন্দে, প্রয়োজনে-অপ্রয়োজনে পাশে পাওয়া যায়। বন্ধু কোনও সাহায্য চাইলে আপনি যেকোন উপায়ে চেষ্টা করেন তার পাশে দাঁড়াতে। কিন্তু আপনার দরকারে কি বন্ধু সব সময় পাশে থাকেন, বা থাকার চেষ্টা করেন? আপনি সমস্যায় পড়ে তার কাছে সাহায্য চাইলে তিনি  যদি কৌশলে এড়িয়ে যান? তাহলে ‍বুঝতে হবে তিনি সুবিধাবাদী বন্ধু।

সে কখনও আগে যোগাযোগ করেন না: বন্ধুত্বের সম্পর্ক শুধু প্রয়োজনের নয়, তিনি আপনার প্রিয়জন। কখনও কখনও বিশেষ প্রয়োজন ছাড়াই দুইজনের কথা হতে পারে, দেখা হতে পারে। বন্ধুত্বে এই পাগলামি না থাকলে কি হয়! একতরফা কোনও কিছুই দীর্ঘস্থায়ী হয় না। কখনও আপনি তাকে ডেকে নেবেন আবার কখনও তিনি আপনাকে ডেকে নেবেন। কিন্তু তিনি যদি নিজে উদ্যোগী হয়ে কখনও কথা না বলেন, তাহলে এই সম্পর্ককে কর্তৃত্ববাদী বন্ধুত্ব বলতে পারেন। প্রকৃত বন্ধুত্বে কর্তৃত্ববাদ থাকে না। 

আরো পড়ুন:

হোটেল রুমে লুকানো ক্যামেরা খোঁজার উপায়

নিজেই বানান ভিটামিন কে সমৃদ্ধ ফেসপ্যাক

আপনি সফল হলে তার আচরণ বদলে যায়: আপনি সফল হলে সেই সফলতার আনন্দ আপনার বন্ধুর মনেও প্রবাহিত হবে। কিন্তু আপনার সফলতা যদি  তিনি উদযাপন না করেন তাহলে তাকে ঈর্ষাকাতর ভাবতে পারেন। এমন বন্ধুত্ব এগিয়ে নেবেন কিনা একবার ভাবুন।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • এ সপ্তাহের রাশিফল (৮-১৪ ফেব্রুয়ারি)
  • সে কি প্রকৃত বন্ধু?