পরিবার নিয়ে কোনো রেস্তোরাঁয় আপনি সকালের নাশতা সারলেন। বিলও হয়েছে বেশ ভালোই। বিল দিতে গিয়ে শুনলেন, আপনার বিল দেওয়া হয়ে গেছে। কিন্তু কে দিয়েছেন, আপনি জানতে পারলেন না। এমন দারুণ কোনো সময়ের মুখোমুখি হলে আপনার ভালো লাগারই কথা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে পোর্ট ওর্থে এমনই এক ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এসডব্লিউএনএসের এক খবরে বলা হয়, ড.

জ্যাক জে ম্যাক স্লটার (৪১) নামের একজন চিকিৎসক তাঁর স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ফোর্ট ওর্থ এলাকার মিমি ক্যাফ নামের একটি রেস্তোরাঁয় সকালের নাশতা করেন।

নাশতা সেরে স্লটার বিল দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি রেস্তোরাঁর কর্মীকে বিল দিতে বললেন। তখন তাঁকে ওই কর্মী বললেন, আপনার বিল হয়েছে ৮৫ ডলার ২১ সেন্ট (১০ হাজার ৪০০ টাকা প্রায়)। তবে এই বিল ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে—এ কথা জানিয়ে রেস্তোরাঁকর্মী তাঁকে বিলের স্লিপ ধরিয়ে দেন।

অপরিচিত কোনো এক ব্যক্তি স্লটার ও তাঁর পরিবারের নাশতার বিল পরিশোধ করেছেন শুনে তাঁরা বেশ অবাক হন। স্লটার বিলের রসিদে হাতে লেখা একটি নোটও দেখতে পান। এতে লেখা রয়েছে, ‘দারুণ বাবা হওয়ায় আপনাকে ধন্যবাদ’।

বিলের রসিদ উল্টে ওই অপরিচিত ব্যক্তির আরেকটি নোট দেখতে পান স্লটার। সেখানে লেখা রয়েছে, ‘এক বাবার প্রতি আরেক বাবার বার্তা। তাদের যেমন বাবা দরকার, ঠিক তেমন বাবা হওয়ায় আপনাকে ধন্যবাদ। আপনার মতো আমাদের আরও বাবা দরকার। তাদের প্রতি আপনার এই ভালোবাসা আমাদের দেখার সুযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ।’

নোটের নিচে লেখা রয়েছে, ‘অবসরপ্রাপ্ত একজন সেনা চিকিৎসকের পক্ষ থেকে’।

ফোর্ট ওর্থের ওই চিকিৎসক বলেন, ‘ওই ব্যক্তির লেখা পড়ে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। আমি চোখের পানি ধরে রাখতে পারিনি।’

স্লটার আরও বলেন, ‘মাত্র ৮৫ ডলারের বিল ছিল। এটা খুব বেশি কিছু নয়। তবে আমার কাছে এটি তার চেয়ে অনেক বেশি কিছু। এ ধরনের মহৎ কাজের শক্তি অনেক বেশি।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য় আপন আপন র

এছাড়াও পড়ুন:

তৃণমূলের একজন কর্মীকেও হারাতে দেয়া যাবে না : রিয়াদ চৌধুরী

সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, বিগত বছরে যারা মামলা হামলা করে দল করেছে, তাদেরকে নতুন বিএনপির ভিড়ে যেনো হারিয়ে না যায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। তৃণমূলের একজন কর্মীকেও হারাতে দেয়া যাবে না। 

শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে অনুষ্ঠিত সমাবেশ তিনি এসব কথা বলেন।

সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ভূইয়া  জেলা ছাত্রলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া প্রমূখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ঐতিহ্যের উজ্জ্বল কান্ডারি
  • নতুন আইটেম গানে প্রশংসিত তামান্না কত টাকা নিলেন?
  • দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত বিএনপির ২ নেতার পদ স্থগিত
  • চাঁদাবাজির প্রতিবাদকারীর নামে মামলা দিলেন জবি ছাত্রদল নেতা
  • চাল না পেয়ে জেলেদের ইউপি পরিষদ ঘেরাও
  • ১৯০ বিঘা খাস জমি দখলে নিতে সংঘর্ষ, নিহত ১
  • ফুলবাড়ীতে কালবৈশাখী: গাছ উপড়ে ঘরে চাপা পড়ে একজনের মৃত্যু 
  • টাকা দিয়েও পছন্দের সিট পাননি ইমন, আনলেন হেনস্থার অভিযোগ
  • গাজার জন্য সমব্যথী নারী
  • তৃণমূলের একজন কর্মীকেও হারাতে দেয়া যাবে না : রিয়াদ চৌধুরী