চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে ধাক্কা দিয়ে সুইট (২৫) ও নাহিদ (২০) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে পুরাতন বাস্তবপুর মাদ্রাসার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুইট পুরাতন বাস্তপুর গ্রামের গ্রামের সেলিম উদ্দিনের ছেলে ও নাহিদ একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সুইট ও নাহিদ মোটরসাইকেলে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রাম থেকে নিজ গ্রাম পুরাতন বাস্তবপুরে ফিরছিলো। গ্রামে ঢোকার মুখে মাদ্রাসার সন্নিকটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের টলির পিছনে ধাক্কা দিয়ে দুইজনই ঘটনাস্থলে মারা যায়। 

পরে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঢাকা/মামুন/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংসসহ আটক ৫

সুন্দরবনে থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ পাঁচ জনকে আটক করেছে কোস্ট গার্ড। 

বুধবার (১২ মার্চ) বিকেলে সুন্দরবনের শিবসা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের বোট তল্লাশি করে এই মাংস ও শিকারের জন্য ব্যবহৃত ৮০টি ফাঁদ জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন- মো. ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) এবং মো. মামুন (৩৫)। এরা সকলেই খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা। 

কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বলেন, “আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।” 

বন্যপ্রাণি হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে নিরাপদ রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ঢাকা/শহিদুল/এস

সম্পর্কিত নিবন্ধ