চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে ধাক্কা দিয়ে সুইট (২৫) ও নাহিদ (২০) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে পুরাতন বাস্তবপুর মাদ্রাসার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুইট পুরাতন বাস্তপুর গ্রামের গ্রামের সেলিম উদ্দিনের ছেলে ও নাহিদ একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সুইট ও নাহিদ মোটরসাইকেলে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রাম থেকে নিজ গ্রাম পুরাতন বাস্তবপুরে ফিরছিলো। গ্রামে ঢোকার মুখে মাদ্রাসার সন্নিকটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের টলির পিছনে ধাক্কা দিয়ে দুইজনই ঘটনাস্থলে মারা যায়। 

পরে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঢাকা/মামুন/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১০ ফেব্রুয়ারি ২০২৫)

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ মুখোমুখি নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা। রাতে এফএ কাপ ও লা লিগায় আছে একটি করে ম্যাচ।ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ????

নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা
সকাল ১০–৩০ মি. ???? টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস

এফএ কাপ ⚽

ডনকাস্টার–ক্রিস্টাল প্যালেস
রাত ১–৪৫ মি. ???? সনি স্পোর্টস টেন ২

লা লিগা ⚽

মায়োর্কা–ওসাসুনা
রাত ২টা ???? জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইব

সম্পর্কিত নিবন্ধ