বাংলাদেশের বাজারে এলো মার্সিডিজ বেঞ্জ-এর ফ্ল্যাগশিপ গাড়ি জি৫৮০ এডিশন ওয়ান বা ইলেকট্রিক জি-ওয়াগন মডেলের গাড়ি।

মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর র‍্যানকন মোটরস লিমিটেড দেশে প্রথমবারের মতো ২০২৫ সালের জি৫৮০ এডিশন ওয়ান মডেলের ইলেকট্রিক গাড়িটি উন্মোচন করেছে।

শনিবার বিকেলে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে ইলেকট্রিক জি৫৮০ এডিশন ওয়ান-এর উদ্বোধন করা হয়।

২০২৫ সালের জি৫৮০ এডিশন ওয়ান হলো ইলেকট্রিক জি-ওয়াগনের প্রথম প্রোডাকশন ইউনিট, যা গাড়িপ্রেমীদের বহুল কাঙ্ক্ষিত। এই মডেলটি জি-ক্লাসের ঐতিহ্যবাহী অফ-রোড পারফরম্যান্স এবং আধুনিক ইলেকট্রিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা লাক্সারি, পারফরম্যান্স এবং টেকসইতার নতুন ধারা নির্ধারণ করেছে।

মার্সিডিজ-বেঞ্জ জি-ক্লাস ইলেকট্রিক একটি সম্পূর্ণ বৈদ্যুতিক জি-ওয়াগন যা ইভি হিসেবেও তার আইকনিক এসইউভি বৈশিষ্ট্যগুলি ধরে রেখেছে, যার মধ্যে রয়েছে এর নকশা এবং অফ-রোড ক্ষমতা। এই অফ-রোডিং গাড়িটিতে রয়েছে সম্পূর্ণ ইলেকট্রিক জি-ওয়াগন কোয়াড-মোটর সেটআপ (প্রতিটি চাকার জন্য একটি মোটর), যা ৫৮৭ পিএস এবং ১১৬৪ এনএম টর্কের সম্মিলিত আউটপুট প্রদান করে। রয়েছে জি-রোয়ার, জি-টার্ন এবং জি-স্টিয়ারিং।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বেসবাবা’খ্যাত অর্থহীন ব্যান্ডের কণ্ঠশিল্পী সুমন এবং দেশের সবচেয়ে অভিজ্ঞ মোটর রেসার অভিক আনোয়ার।

ঢাকা/হাসান/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বেসরকারী সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ২০ হাজার

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ঢাকায় টেকনিক্যাল অ্যাডভাইজার (অ্যাডভোকেসি) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: টেকনিক্যাল অ্যাডভাইজার (অ্যাডভোকেসি)

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: পাবলিক পলিসি, পাবলিক রিলেশনস, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, আন্তর্জাতিক সম্পর্ক, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হিউম্যানিটারিয়ান বা ডেভেলপমেন্ট সেক্টরে পলিসি অ্যাডভোকেসি, পাবলিক অ্যাফেয়ার্স বা গভর্নমেন্ট এনগেজমেন্টে অন্তত ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট পলিসি, ক্লাইমেট মাইগ্রেশন ইস্যু ও ন্যাশনাল গভর্ন্যান্স স্ট্র্যাকচার বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। পলিসি অ্যানালাইসিস, স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও ক্যাম্পেইন ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।

বয়স: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: ঢাকা

বেতন: ১,২০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের এই লিংকে রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া [email protected] ঠিকানায় সিভি মেইল করেও আবেদন করা যাবে। এই লিংকে আবেদন করার ভিডিও টিউটরিয়াল দেখা যাবে। কারিগরি সহযোগিতায় ০১৭৫৫৫১৮৬৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ তারিখ: ১৭ মার্চ ২০২৫।

আরও পড়ুনখাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ, ১৩ থেকে ১৯তম গ্রেডে পদ ১৭৯১১৯ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার গিল
  • পঁয়ত্রিশের পর ধার বেড়েছে যাদের
  • বিসিবির কেন্দ্রীয় চুক্তি নিয়ে অসন্তোষ
  • বেসরকারী সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ২০ হাজার
  • ডুয়েল সার্টিফায়েড ট্রেন্ডসেটার ডিভাইস
  • অ্যানফিল্ডে জাদু দেখানোর অপেক্ষায় পিএসজি
  • পিএসজির আজ লিভারপুল পরীক্ষা
  • অ্যানফিল্ড কঠিন জায়গা জেনেও দারুণ কিছুর আশায় পিএসজি
  • ‘ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রুনোর মতো ফুটবলার দরকার’
  • রোহিতের মুকুটে আরেকটি পালক