ইলেকট্রিক জি-ওয়াগন এখন বাংলাদেশে
Published: 9th, February 2025 GMT
বাংলাদেশের বাজারে এলো মার্সিডিজ বেঞ্জ-এর ফ্ল্যাগশিপ গাড়ি জি৫৮০ এডিশন ওয়ান বা ইলেকট্রিক জি-ওয়াগন মডেলের গাড়ি।
মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর র্যানকন মোটরস লিমিটেড দেশে প্রথমবারের মতো ২০২৫ সালের জি৫৮০ এডিশন ওয়ান মডেলের ইলেকট্রিক গাড়িটি উন্মোচন করেছে।
শনিবার বিকেলে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে ইলেকট্রিক জি৫৮০ এডিশন ওয়ান-এর উদ্বোধন করা হয়।
২০২৫ সালের জি৫৮০ এডিশন ওয়ান হলো ইলেকট্রিক জি-ওয়াগনের প্রথম প্রোডাকশন ইউনিট, যা গাড়িপ্রেমীদের বহুল কাঙ্ক্ষিত। এই মডেলটি জি-ক্লাসের ঐতিহ্যবাহী অফ-রোড পারফরম্যান্স এবং আধুনিক ইলেকট্রিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা লাক্সারি, পারফরম্যান্স এবং টেকসইতার নতুন ধারা নির্ধারণ করেছে।
মার্সিডিজ-বেঞ্জ জি-ক্লাস ইলেকট্রিক একটি সম্পূর্ণ বৈদ্যুতিক জি-ওয়াগন যা ইভি হিসেবেও তার আইকনিক এসইউভি বৈশিষ্ট্যগুলি ধরে রেখেছে, যার মধ্যে রয়েছে এর নকশা এবং অফ-রোড ক্ষমতা। এই অফ-রোডিং গাড়িটিতে রয়েছে সম্পূর্ণ ইলেকট্রিক জি-ওয়াগন কোয়াড-মোটর সেটআপ (প্রতিটি চাকার জন্য একটি মোটর), যা ৫৮৭ পিএস এবং ১১৬৪ এনএম টর্কের সম্মিলিত আউটপুট প্রদান করে। রয়েছে জি-রোয়ার, জি-টার্ন এবং জি-স্টিয়ারিং।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বেসবাবা’খ্যাত অর্থহীন ব্যান্ডের কণ্ঠশিল্পী সুমন এবং দেশের সবচেয়ে অভিজ্ঞ মোটর রেসার অভিক আনোয়ার।
ঢাকা/হাসান/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১০ ফেব্রুয়ারি ২০২৫)
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ মুখোমুখি নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা। রাতে এফএ কাপ ও লা লিগায় আছে একটি করে ম্যাচ।ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ????
নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা
সকাল ১০–৩০ মি. ???? টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস
ডনকাস্টার–ক্রিস্টাল প্যালেস
রাত ১–৪৫ মি. ???? সনি স্পোর্টস টেন ২
মায়োর্কা–ওসাসুনা
রাত ২টা ???? জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইব