কুমিল্লায় স্বর্ণের দোকানে ডাকাতি, বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ ১
Published: 9th, February 2025 GMT
কুমিল্লার চৌদ্দগ্রামে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে স্বর্ণের দোকানে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে মোশারফ হোসেন নামে এক দোকানদার গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। স্বর্ণের দোকানের মালিক রবীন্দ্র দত্ত।
এদিকে, ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় কায়সার নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। কায়সার ঢাকার দক্ষিণখান এলাকার আবুল বাশারের ছেলে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন বলেন, “এক ডাকাতকে আটক করা হয়েছে। অপর ডাকাতদের গ্রেপ্তার ও লুট হওয়া স্বর্ণ উদ্ধারে কাজ চলছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে ৭ থেকে ৮ জন ক্রেতা সেজে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করেন। তারা দোকানিকে ক্রয়ের কথা বলে সব স্বর্ণালঙ্কার বের করতে বলেন। একপর্যায়ে দোকানি ও কর্মচারীদের অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পাশের দোকানদার মোশারফ হোসেন বিষয়টি টের পান। এ সময় অন্যদের নিয়ে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা চালান তিনি। এ সময় ডাকাতরা গুলি ছুঁড়লে মোশারফ হোসেন গুরুতর আহত হন।
পরে বাজারের লোকজনের ধাওয়া দিয়ে এক ডাকাতকে আটক করে। বাকিরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। গুলিতে আহত মোশারফ চৌদ্দগ্রাম উপজেলার যশপুর গ্রামের বাসিন্দা। তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/রুবেল/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফতুল্লা বাজার পরিদর্শনে সদর ইউএনও’র অসন্তোষ
ফতুল্লা বাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে অসন্তোষ প্রকাশ করলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী। মঙ্গলবার দুপুরে তিনি ফতুল্লা বাজার পরিদর্শন করেন।
এসময় তিনি বাজারের অবকাঠামো, চারপাশের চিত্র দেখেন এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীদের নানা সমস্যা শুনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।
এছাড়াও তিনি বিগতদিনে যারা বাজারের উন্নয়ন কাজের সঙ্গে জড়িত ছিলেন তাঁদের সমালোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, রিপোটার্স ক্লাবের সদস্য সচিব মনির হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আঃ খালেক টিপু, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য কাজী মাঈনউদ্দীন প্রমুখ।