রাজধানীর অন্যতম বাণিজ্যকেন্দ্র পুরান ঢাকায় অসহনীয় যানজটের কারণে ব্যবসায়ীদের বিক্রি ক্রমাগতভাবে কমছে। একই সঙ্গে জলাবদ্ধতা, অপ্রতুল অবকাঠামো, এসএমই খাতে অপর্যাপ্ত ঋণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ডলারের মূল্যের অস্থিরতা, আমদানি-রপ্তানি ব্যবস্থার দীঘসূত্রতা, উচ্চ সুদহার, ভ্যাট ও করের হার বৃদ্ধিসহ বিভিন্ন কারণে নানাবিধ চ্যালেঞ্জের মুখে ব্যবসায়ীরা। 

গতকাল শনিবার লালবাগের মীম কমিউনিটি সেন্টারে পুরান ঢাকার বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতা এবং বেশকিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মতবিনিময় সভায় এসব সমস্যার কথা তুলে ধরেন। পুরান ঢাকার ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণে এ সভায় আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, শতবছর ধরে পুরান ঢাকা ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্রস্থল হলেও যানজট, অবকাঠামোর অপ্রতুলতা এবং কর ও ভ্যাটের প্রতিবন্ধকতার কারণে এখানকার উদ্যোক্তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। ডিসিসিআইয়ের সবেক ঊর্ধ্বতন সহসভাপতি আলহাজ আব্দুস সালাম বলেন, অসহনীয় যানজটের কারণে ব্যবসায়ীদের বিক্রি ক্রমাগত কমছে। 

মুক্ত আলোচনায় খাতভিত্তিক ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর প্যাকেজ ভ্যাট ব্যবস্থা চালু করা, ট্যাক্স-ভ্যাট ব্যবস্থার সহজীকরণ, যানজট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিশেষ করে কিশোর গ্যাং-এর উৎপাত নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। 

সভায় বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্টস ইউনিটের পরিচালক (গবেষণা) ড.

মো. সেলিম আল মামুন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা দক্ষিণের অতিরিক্ত কমিশনার মানস কুমার বর্মণ এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মো. জসীম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস য় য নজট

এছাড়াও পড়ুন:

আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়ছে অন্তর্বর্তী সরকার।

আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে বলে জানানো হয়।

তবে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর ব্যাপারে আগামীকাল রোববার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়।

প্রসঙ্গত, গতকাল (শুক্রবার) রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ‘কমান্ড সেন্টার’
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ‘কমান্ড সেন্টার’ কাজ শুরু করেছে
  • সন্ধ্যা থেকেই কাজ শুরু করবে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’: প্রেস সচিব
  • ‘দেশেকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা’ 
  • যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারাই গ্রেপ্তার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে
  • চলছে অপারেশন ডেভিল হান্ট, সারাদেশে কঠোর অবস্থানে যৌথবাহিনী
  • গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে গুলি
  • আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’