প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক নির্বাহী আদেশে দক্ষিণ আফ্রিকার বিতর্কিত আইনের কারণে সে দেশে মার্কিন সহায়তা বন্ধ করেছেন। ট্রাম্পের অভিযোগ, ওই আইন শ্বেতাঙ্গ কৃষকদের জমি দখলে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষকে বৈধতা দেয়।

দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ ট্রাম্পের এ অভিযোগ অস্বীকার করেছে।

জমির মালিকানা দক্ষিণ আফ্রিকার একটি বিতর্কিত ইস্যু। সেখানকার বেশির ভাগ কৃষিজমির মালিক শ্বেতাঙ্গরা। অর্থাৎ, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের শাসন অবসানের তিন দশক পরও মালিকানা তাদের হাতেই রয়েছে। এ জন্য দক্ষিণ আফ্রিকার সরকার ভূমি সংস্কারে চাপে আছে।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, দক্ষিণ আফ্রিকার যুক্তরাষ্ট্রবিদ্বেষী এজেন্ডার কারণে দেশটিতে জি২০ আলোচনায় তিনি যোগ দেবেন না। সূত্র: এএফপি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পিরোজপুরে মাকে গাছে বেঁধে ঘরে আগুন দিল ছেলে

পিরোজপুরের ইন্দুরকানীতে নিজের মাকে সুপারি গাছের সঙ্গে বেঁধে বসতঘর পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে ছেলে। রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার প্রত্যন্ত চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইন্দুরকানীর চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে আল আমিন পরকীয়া ও মাদকাসক্তের কারনে সেনাবাহিনী থেকে ২০২৪ সালে চাকরিচ্যুত হন। আল আমিনের চারিত্রিক সমস্যার কারনে তার দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এ ঘটনায় আল আমিন তার বাবাকে দোষারোপ করতে থাকেন। গতকাল রোববার সকালে আল আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার বাবাকে মারার জন্য দা নিয়ে ঘুরতে থাকেন। এমন অবস্থায় এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পুলিশ বাড়িতে গেলে আল আমিন পালিয়ে যান। এক পর্যায়ে পুলিশ চলে গেলে আল আমিন উত্তেজিত হয়ে তার মাকে সুপারি গাছের সঙ্গে বাঁধেন। পেট্রল দিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আল আমিনকে আটক করে থানায় নিয়ে আসে। 

ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, চরনী পত্তাশী গ্রামে মাকে বেধে ছেলে বসতঘর আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলে আল আমিনকে আটক করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় মামলা করবেন বলে জানান ওসি।

সম্পর্কিত নিবন্ধ