জাহাঙ্গীরনগরে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, পাঁচ পালায় ছাত্রীদের পরীক্ষা, আসনপ্রতি পরীক্ষার্থী ২৮৯
Published: 9th, February 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টায় প্রথম পালায় ছাত্রীদের পরীক্ষার মাধ্যমে শুরু হয় এবারের ভর্তিযুদ্ধ। ডি ইউনিটে মোট ৯ পালায় পরীক্ষা হচ্ছে। আজ প্রথম দিন পাঁচ পালায় ছাত্রীদের পরীক্ষা চলছে। আগামীকাল সোমবার চার পালায় ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রশ্নের ধরন, নম্বর বিভাজন ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ০৬ ফেব্রুয়ারি ২০২৫বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে মোট ৩০০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৬ হাজার ৭৬৮ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ২৮৯ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
আরও পড়ুনবিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি থাকলেও বিসিএস শিক্ষাসহ অন্য ক্যাডারে নেই কেন৪৩ মিনিট আগেএ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘ডি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এ বছর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিকেল সোয়া চারটায় দিনের পরীক্ষা শেষ হবে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে প্রশাসন সজাগ রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র পর ক ষ ইউন ট
এছাড়াও পড়ুন:
২১ মে’র মধ্যে হবে জাকসু নির্বাচন, জানালেন উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আগামী মে মাসের ২১ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। তিনি বলেন, এপ্রিলের শেষ সপ্তাহে ঘোষণা করা হবে জাকসুর নির্বাচনী তপশিল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে জাকসু নির্বাচন সংক্রান্ত পরিবেশ পরিষদের এক সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ২০২৫ সালের মে মাসের তৃতীয় সপ্তাহে (২১ মে’র মধ্যে) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে গঠিত নির্বাচনী কমিশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ন্যূনতম ২১ (একুশ) দিন আগে, অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নির্বাচনের তপশিল ঘোষনা করবে।
এ নিয়ে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘২১ মে’র মধ্যে নির্বাচন ও এপ্রিলের শেষ সপ্তাহে নির্বাচনী তপশিল ঘোষণা করা হবে। এর পাশাপাশি গঠনতন্ত্র সংস্কার, আচরণবিধিসহ অন্যান্য প্রস্তুতি আমরা গ্রহণ করবো। আশা করি, শিক্ষার্থীরা সব পর্যায়ে আমাদের সহযোগিতা করবেন।’
প্রসঙ্গত, পূর্বঘোষিত রূপরেখা অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তপশিল ঘোষণার কথা ছিল। তবে জাকসুর গঠনতন্ত্রের সংস্কারসহ প্রয়োজনীয় সংস্কারের দাবিতে ছাত্রদল এবং তপশিল ঘোষণাসহ দ্রুত নির্বাচনের দাবি জানানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিবির ও অন্যান্য সংগঠনের পাল্টাপাল্টি অবস্থানের কারণে পিছিয়ে আনা হয় জাকসু নির্বাচনের তপশিল ঘোষণার তারিখ।