অবৈধ সিগারেটের বিরুদ্ধে অভিযানে নামছে এনবিআর
Published: 9th, February 2025 GMT
দেশে বিভিন্ন ব্র্যান্ডের দেশি ও বিদেশি অবৈধ সিগারেট, গুল, জর্দা ও সমজাতীয় তামাকপণ্য ব্যাপক হারে বিক্রি হচ্ছে। এতে জনস্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সুনাম ক্ষুণ্ন হচ্ছে। সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। তাই অবৈধ তামাকজাতীয় পণ্যের বিরুদ্ধে অভিযানে নামছে এনবিআর। গত বৃহস্পতিবার সংস্থাটি এ বিষয়ে আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়, সিগারেট, বিড়ি ও তামাকজাতীয় পণ্য থেকে আহরিত ভ্যাট রাজস্ব আদায়ের প্রায় ২৫ শতাংশ। অবৈধ তামাকজাতীয় পণ্যের কারণে দেশের সামগ্রিক রাজস্ব আদায় ভয়াবহভাবে বিঘ্নিত হচ্ছে। তাই অবৈধ তামাকজাতীয় পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার জন্য সব কমিশনারেটের অধীন সার্কেল পর্যায়ে সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তাকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। ছয় সদস্যের এ কমিটিতে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংশ্লিষ্ট থানার পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি প্রতিনিধি এবং সহকারী রাজস্ব কর্মকর্তাকে রাখা হয়েছে।
এতে আরও বলা হয়, সব সার্কেল কর্মকর্তা এ কমিটির সামগ্রিক নেতৃত্ব দেবেন। প্রয়োজনে এলটিউ ভ্যাট কমিশনারের পরামর্শ নেবেন। কমিটি নিজ উদ্যোগে গোপনে সংবাদ সংগ্রহ করে প্রতিদিন হাটবাজার, লোকালয়, স্থানীয় গুদাম এবং সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করবে। অবৈধ তামাকজাতীয় পণ্য ঠেকাতে উদ্বুদ্ধ দেশব্যাপী সেরা সার্কেল কর্মকর্তাকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে ‘স্বীকৃতি সনদ’ দেওয়া হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইমরানের মুক্তি চান মার্কিন কংগ্রেসম্যান
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ইমরান খানের মুক্তি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ককে শক্তিশালী করবে। রোববার দ্য নিউজ এ খবর জানিয়েছে।
পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্বকে সম্বোধন করে লেখা এক চিঠিতে উইলসন বলেন, ইমরান খানের মুক্তি ‘যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক শক্তিশালী করার জন্য একটি বড় পদক্ষেপ’ হিসেবে বিবেচিত হবে। দক্ষিণ ক্যারোলিনার দ্বিতীয় কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেন উইলসন। তিনি গত ৭ ফেব্রুয়ারি এক্সে চিঠিটি পোস্ট করে আবেদনের বিষয়টি প্রকাশ্যে আনেন।