নির্বাচনের আগে জার্মানিজুড়ে বিক্ষোভ কেন
Published: 9th, February 2025 GMT
নির্বাচনের দুই সপ্তাহ আগে জার্মানির বিভিন্ন শহরে আবার বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন।
বিক্ষোভকারী ব্যক্তিরা জার্মানির গণতান্ত্রিক দলগুলোকে ‘নব্যনাৎসি’ হিসেবে পরিচিতি পাওয়া জার্মানির জন্য বিকল্প (অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড) দলটিকে সহযোগিতা না করার জন্য আহ্বান জানান।
গতকাল শনিবার ছিল ছুটির দিন। আবহাওয়া ছিল রৌদ্রময়। এর মধ্যে জার্মানির বিভিন্ন শহরের কেন্দ্রস্থলে নানা শ্রেণি-পেশা-বয়সের মানুষ বিক্ষোভে অংশ নেন। তাঁরা ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জার্মানির ২১তম নির্বাচনে অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড দলটিকে ভোট না দেওয়ার আহ্বান জানান।
গতকাল সবচেয়ে বড় বিক্ষোভ হয় মিউনিখে। এখানকার বিক্ষোভে প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন।
মিউনিখের থেরেসিয়েন মাঠের এই বিক্ষোভের মূল সুর ছিল, ‘গণতন্ত্র চাই।’
আরও পড়ুনঅভিবাসন নীতি কঠোর করতে প্রস্তাবিত আইনের বিরুদ্ধে জার্মানিজুড়ে বিক্ষোভ৩১ জানুয়ারি ২০২৫বিক্ষোভের অন্যতম আয়োজক ছিল ‘গ্র্যান্ডমা এগেইনস্ট রাইটিস্ট’ নামের একটি সংগঠন। সহ–আয়োজক ‘মিউনিখ ইজ কালারফুল’। এই সংগঠনের সভাপতি মিকি ভেনগাটজ বলেন, ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দলের আচরণই নির্ধারণ করবে, অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড ক্ষমতার অংশীদার হবে কি না। ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন অন্যান্য দলের মতো অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড থেকে দূরে থাকবে কি না, তা দেখার বিষয়।
মিকি ভেনগাটজ মিউনিখের একজন সিটি কাউন্সিলর। তিনি সামাজিক গণতান্ত্রিক দলের একজন সদস্য।
হ্যানোভারে আয়োজিত বিক্ষোভে ২৫ হাজার মানুষ অংশ নেন। পুলিশের একজন মুখপাত্রের তথ্যমতে, শহরের কেন্দ্রস্থল ক্রোপকে ও ওপারন স্কয়ারে মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন।
হ্যানোভারে অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য দেন হ্যানোভার আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক লিপি আহমেদ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গণত ন ত র ক
এছাড়াও পড়ুন:
এক মাসের শিশুটি কোথায় গেল
কুষ্টিয়ার দৌলতপুরে ১ মাস ৮ দিন বয়সী একটি শিশু চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকার পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম বিজয় হোসেন। সে একই এলাকার বাবু ও সোনিয়া দম্পতির ছেলে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও শিশুটির পরিবারের লোকজন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিজয়কে বাড়ির বারান্দায় শুইয়ে রেখে গোসল করতে যান মা সোনিয়া খাতুন। এ সময় প্রতিবেশী সেজে একজন নারী এসে শিশুটিকে আদর করার কথা বলে নিয়ে যান। পরে আর তার সন্ধান পাওয়া যায়নি।
বিজয়ের বাবা বাবু হোসেন জানান, ক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরে তিনি দেখেন শিশুটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও ওই শিশুকে আর পাওয়া যায়নি। এ বিষয়ে দৌলতপুর থানায় জিডি করা হয়েছে।
মা সোনিয়া খাতুন বলেন, বাচ্চার গোসল ও খাওয়া শেষ করে বাড়ির বারান্দায় শুইয়ে রেখে টিউবওয়েলে গোসল করছিলাম। এ সময় প্রতিবেশী সেজে বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে করতে বাড়ির বাইরে নিয়ে যান একজন নারী। পরে তিনি আর ফেরত আসেননি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, চুরি হওয়া শিশুটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। ওই শিশুর বাবা বাবু হোসেনের দুই স্ত্রী। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। আশা করছেন, দ্রুত শিশুটিকে উদ্ধার করতে পারবেন তারা।