নির্বাচনের দুই সপ্তাহ আগে জার্মানির বিভিন্ন শহরে আবার বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন।

বিক্ষোভকারী ব্যক্তিরা জার্মানির গণতান্ত্রিক দলগুলোকে ‘নব্যনাৎসি’ হিসেবে পরিচিতি পাওয়া জার্মানির জন্য বিকল্প (অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড) দলটিকে সহযোগিতা না করার জন্য আহ্বান জানান।

গতকাল শনিবার ছিল ছুটির দিন। আবহাওয়া ছিল রৌদ্রময়। এর মধ্যে জার্মানির বিভিন্ন শহরের কেন্দ্রস্থলে নানা শ্রেণি-পেশা-বয়সের মানুষ বিক্ষোভে অংশ নেন। তাঁরা ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জার্মানির ২১তম নির্বাচনে অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড দলটিকে ভোট না দেওয়ার আহ্বান জানান।

গতকাল সবচেয়ে বড় বিক্ষোভ হয় মিউনিখে। এখানকার বিক্ষোভে প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন।

মিউনিখের থেরেসিয়েন মাঠের এই বিক্ষোভের মূল সুর ছিল, ‘গণতন্ত্র চাই।’

আরও পড়ুনঅভিবাসন নীতি কঠোর করতে প্রস্তাবিত আইনের বিরুদ্ধে জার্মানিজুড়ে বিক্ষোভ৩১ জানুয়ারি ২০২৫

বিক্ষোভের অন্যতম আয়োজক ছিল ‘গ্র্যান্ডমা এগেইনস্ট রাইটিস্ট’ নামের একটি সংগঠন। সহ–আয়োজক ‘মিউনিখ ইজ কালারফুল’। এই সংগঠনের সভাপতি মিকি ভেনগাটজ বলেন, ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দলের আচরণই নির্ধারণ করবে, অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড ক্ষমতার অংশীদার হবে কি না। ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন অন্যান্য দলের মতো অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড থেকে দূরে থাকবে কি না, তা দেখার বিষয়।

মিকি ভেনগাটজ মিউনিখের একজন সিটি কাউন্সিলর। তিনি সামাজিক গণতান্ত্রিক দলের একজন সদস্য।

হ্যানোভারে আয়োজিত বিক্ষোভে ২৫ হাজার মানুষ অংশ নেন। পুলিশের একজন মুখপাত্রের তথ্যমতে, শহরের কেন্দ্রস্থল ক্রোপকে ও ওপারন স্কয়ারে মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন।

হ্যানোভারে অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য দেন হ্যানোভার আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক লিপি আহমেদ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গণত ন ত র ক

এছাড়াও পড়ুন:

‘লক্ষ্মীসোনা’ ৮ কোটি পার, পাঁচ লাখের বেশি লাইক

হৃদয় খানের গাওয়া ও সুরে ‘লক্ষ্মীসোনা’ গানটি ব্যবহার হয় ‘যদি একদিন’ সিনেমায়। গানে বাবা-মেয়ের ভালোবাসা, মান-অভিমান ফুটিয়ে তোলা হয়েছে। গানটি প্রকাশের পরপরই দর্শক হৃদয় স্পর্শ করে। আস্তে আস্তে শ্রোতাপ্রিয়তা বাড়ে এই গানের। ছয় বছর আগের সেই গানটি নতুন মাইলফলক স্পর্শ করেছে। ইউটিউবে এই গানের ভিউ ৮০ মিলিয়ন বা ৮ কোটি পার করেছে। গানটির শিল্পী, গীতিকার-সুরকার তাই বেশ উচ্ছ্বসিত।

ইউটিউবে ‘লক্ষ্মীসোনা’ গানের মন্তব্যের ঘরে ১৯ হাজারের বেশি মতামত এসেছে। ছয় বছরে পাঁচ লাখের বেশি লাইক পড়েছে, একটিও ডিজলাইক নেই। মোনায়েম খান নামের একজন লিখেছেন, ‘হৃদয় খান আসলে ম্যাজিশিয়ান, লোকে ভুল করে মিউজিশিয়ান ডাকে...গানটা অসাধারণ হয়েছে।’
আলিফ হাসান লিখেছেন, ‘এত ভালো লাগে এই গানটা, ইচ্ছা করে সারা দিন শুনি।’ দুই সপ্তাহ আগে মালেক আহমেদ নামের একজনের একটি মন্তব্য এমন, ‘গানটা শুনলেই আমার মেয়েটার কথা মনে পড়ে। একা একা কাঁদি, আজ দুই মাস বিদেশের মাটিতে কলিজাটা ছাড়া।’

মুসাফির নামের একজন লিখেছেন, ‘ছয় বছর ধরে এই গানটা মাঝেমধ্যেই শোনা হয়, যেন এটা পুরোনো হওয়ার নয়। জীবনে শোনা অন্যতম শ্রেষ্ঠ গান।’ মাস দুয়েক আগের একটি মন্তব্য এ রকম, ‘ছয় বছর আগে প্রকাশিত হলেও আজই প্রথম গানটি শুনলাম। গানটি আমার হৃদয় স্পর্শ করেছে।’

হৃদয় খান

সম্পর্কিত নিবন্ধ

  • বাবা-মা সন্তানের বন্ধু হতে পারেন না: অভিষেক
  • পাবনায় পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত ২
  • আইসিসির পরোয়ানায় গ্রেপ্তার হলেও দুতার্তের বিচার করা কি সম্ভব হবে
  • শ্রীলীলা-কার্তিকের প্রেম, গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন অভিনেতার মা
  • উচু করা হচ্ছে সীমানা প্রাচীর বেষ্টনী, চারদিকে বসছে কাঁটাতারের বেড়া
  • হাবীবুল্লাহ বাহারের উপাধ্যক্ষকে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেপ্তার
  • ছাত্রশিবির অতিমাত্রায় পলিটিক্স পছন্দ করে না: নুরুল ইসলাম
  • দুপুরে হাত–পা বেঁধে হত্যার পর ডাকাতি 
  • প্রবাসীদের জন্য প্রক্সি ভোটসহ তিন পদ্ধতি নিয়ে এগোচ্ছে ইসি
  • ‘লক্ষ্মীসোনা’ ৮ কোটি পার, পাঁচ লাখের বেশি লাইক