‘সাগর-রুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড’ পেলেন ১০ আলোকচিত্রী। শনিবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেয় সাগর-রুনি ফাউন্ডেশন।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ১৩তম বছরে সুষ্ঠু বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা ও সব অন্যায়-অবিচারের প্রতিবাদে পুরস্কার প্রদান এবং আলোকচিত্র প্রদর্শনীতে সহযোগিতা করে হা-মীম গ্রুপ ও মঙ্গলদীপ ফাউন্ডেশন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো রাজধানীর উত্তরার গাজী আতিকুলের ছবি তুলে সেরা হয়েছেন মোহাম্মদ তাসাওয়ার ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে মায়ের ডাকের মানববন্ধনে বাবার ছবি ধরে কান্নাভেজা শিশুর ছবি তুলে দ্বিতীয় পুরস্কার অর্জন করেন মেহেদী হাসান। আর গত বছর ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই ছাত্রীর ওপর ছাত্রলীগের হামলার ছবির জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন দীপু মালাকার। সেরা আলোকচিত্রীকে ৫০ হাজার, দ্বিতীয় ও তৃতীয়কে ২৫ হাজার টাকা ও সম্মাননা স্মারক এবং সনদ দেওয়া হয়। এ ছাড়া মেহেদী হাসান, সৈয়দ মাহবুবুল কাদের, নুসায়ের বিন খালেদ, আব্দুল্লাহ আল জুবায়ের, শাহনেওয়াজ খান, নুরুন নাহার নার্গিস ও দাইওয়ান আলভি বিশেষ সম্মাননা পেয়েছেন।

আয়োজকরা জানান, নির্বাচিত ৫০ সেরা ছবি নিয়ে গতকাল শুরু প্রদর্শনী চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে আগামী বৃহস্পতি ও শনিবার জাতীয় জাদুঘর বন্ধ থাকায় প্রদর্শনী হবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে সব সময় সংগ্রাম চালিয়ে যেতে হবে। বাংলাদেশকে আর কখনও হারতে দেওয়া যাবে না।’ 

অনুষ্ঠানে সাগর-রুনির ছেলে মাহির সরওয়ার মেঘ বলেন, ‘মা-বাবার অনেক স্মৃতি মনে পড়ে। কিন্তু সব বলা হয় না। আমার কাছে মনে হয়, তারা এমন কিছু জানতেন এক ব্যক্তির সম্পর্কে, সেসব লুকানোর জন্যই মা-বাবাকে হত্যা করা হয়েছে।’

অনুষ্ঠানে সাগর-রুনির আইনজীবী শিশির মুহাম্মদ মনির জানান, নানা প্রতিকূলতার পরও তারা এমন হত্যাকাণ্ড নিয়ে কাজ করছেন। আগামী ৪ এপ্রিল বিশেষ টাস্কফোর্স প্রতিবেদন হাইকোর্টে জমা দেবে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স গর র ন

এছাড়াও পড়ুন:

‘জংলি’ সিনেমার টিজারে ভিন্ন এক সিয়াম 

পরনে লুঙ্গি, চোখেমুখে হিংস্রতা, উষ্কখুষ্ক চুল-দাঁড়ি আর পুরাদস্তুর অ্যাকশন লুক- জংলির টিজারে দেশি মাসালা হিরোরূপে দেখা মিললো সিয়াম আহমেদের। এমন সিয়ামকে এর আগে দেখেনি কেউ!

আসন্ন ঈদের ছবির প্রচারণায় সবার আগেই নেমে পড়ে জংলি। একের পর এক ইউনিক পোস্টার, রোমান্টিক গান, প্রি-টিজ আগেই ছেড়েছিল জংলি টিম। এবার এলো ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার।

জংলির প্রথম লুক পোস্টার দেখে অনেকেই বলেছিলেন পুষ্পা বা কবির সিংয়ের অনুপ্রেরণায় নির্মিত। টিজারে পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকেই যেন এলো জবাব, ‘পুষ্পা? কাবীর সিং? অ্যাহহে! জংলি’!

জংলি টিম ইচ্ছে করেই এতদিন যেন আগলে রেখেছিল বুবলী অভিনীত চরিত্রটিকে। এতদিন সিনেমার প্রচারণায় কোথাও না থাকা বুবলীকে এক ঝলক দেখা গেল টিজারে। এখানেই বোঝা গেছে বুবলীর চরিত্রের গুরুত্ব। তবে গোটা টিজারে সিয়াম হাজির হয়েছেন ভয়ংকর মারমুখী ভাইবে। লুঙ্গি পরা এই সিয়াম টিজারেই দেখিয়েছেন, দেশীয় গল্পে দেশীয় নির্মাণেও দারুণ কিছু ঘটানো সম্ভব!

টিজারে শেষ দৃশ্য নিয়েই শুরু হয়েছে নতুন রহস্য। এতদিন জংলিতে সিয়ামের সঙ্গে বুবলী ও দীঘিই ছিলেন আলোচনারা কেন্দ্রে। টিজারে সিয়ামের সঙ্গে দেখা গেছে একজন শিশুশিল্পীকেও। আন্দাজ পাওয়া গেল, জংলির গল্পে মূল প্লটে শিশুশিল্পীর শক্তিশালী ভূমিকা বিদ্যমান। যদিও বিষয়টি ধোঁয়াশা মধ্যেই রেখেছে টিম। নিশ্চয়ই এই ধাঁধার উত্তর কিছুটা হলেও মিলবে জংলির ট্রেলারে। বাকিটা নিশ্চয়ই দেখা যাবে সিনেমার হলের পর্দায়।

জংলি ছবি পরিচালনা করেছেন এম রাহিম। জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

 

সম্পর্কিত নিবন্ধ