সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা বাতিল করল পাকিস্তান সরকার। দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বছরের ১৮ অক্টোর পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই ব্যবস্থাকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে রায় দেন। এরপর সরকার এই ব্যবস্থাটি তুলে নিলো।

পাকিস্তান সরকারের বাতিল করা কোটা ব্যবস্থায় মৃত সরকারি চাকরিজীবীর স্বামী বা স্ত্রী ও অবসরপ্রাপ্ত চাকরিজীবীর সন্তানরা উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়াই সরকারি চাকরি পেতেন।

পাকিস্তানি এক্সপ্রেস ট্রিবিউন জানায়, রায়ের তারিখ থেকে কোটা বাতিলের সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। তবে মৃত সরকারি চাকরিজীবীদের পরিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা এখনও পাচ্ছে। আর যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে তাদের জন্য কোটা বহাল থাকবে।

সুপ্রিম কোর্টের রায়ের আগে ওই কোটার মাধ্যমে যারা সরকারি চাকরি পেয়েছে তাদের চাকরি বহাল থাকবে বলে জানিয়েছে পাকিস্তান সরকার।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

বিএইচ

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: চ কর জ ব ব যবস থ ন সরক র

এছাড়াও পড়ুন:

ইমরানের মুক্তি চান মার্কিন কংগ্রেসম্যান 

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, ইমরান খানের মুক্তি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ককে শক্তিশালী করবে। রোববার দ্য নিউজ এ খবর জানিয়েছে। 

পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্বকে সম্বোধন করে লেখা এক চিঠিতে উইলসন বলেন, ইমরান খানের মুক্তি ‘যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক শক্তিশালী করার জন্য একটি বড় পদক্ষেপ’ হিসেবে বিবেচিত হবে। দক্ষিণ ক্যারোলিনার দ্বিতীয় কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেন উইলসন। তিনি গত ৭ ফেব্রুয়ারি এক্সে চিঠিটি পোস্ট করে আবেদনের বিষয়টি প্রকাশ্যে আনেন। 

সম্পর্কিত নিবন্ধ