ব্যবসায়ীরা তাঁদের সমস্যার কথা বলতে পারছেন না
Published: 9th, February 2025 GMT
অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স আসা বেড়েছে। প্রবাসীদের আস্থা অর্জন করায় গত ছয় মাসে আমরা প্রবাসী আয়ে ইতিবাচক ধারা দেখতে পাচ্ছি। বর্তমান সরকারের সময়ে অর্থনীতির জন্য সবচেয়ে ভালো দিক এটি।
তবে সরকার মোটাদাগে ব্যবসায়ীদের আস্থায় নিতে পারেনি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে, তা আইন অনুযায়ী নিজস্ব গতিতে চলুক। কিন্তু ব্যবসায়ীদের কথাও সরকারকে শুনতে হবে। বাণিজ্য সংগঠনগুলোর বেশির ভাগই এখন প্রশাসক দিয়ে চলছে। এসব সংগঠনে নির্বাচন হয়নি। ফলে ব্যবসায়ীরা তাঁদের সমস্যার কথা যথাযথ ফোরামে বলতে পারছেন না। ব্যবসায়ীদের সঙ্গে সরকারের দূরত্ব বাড়লে বিনিয়োগে সুখবর আসবে না। বিনিয়োগ না হলে নতুন কর্মসংস্থানও বাড়বে না।
আমাদের মনে রাখতে হবে, দেশের ব্যবসায়ীরা স্বস্তিতে না থাকলে বিদেশি বিনিয়োগ আসবে না। আইএমএফের পরামর্শে সরকার নতুন করে বিভিন্ন পণ্য ও সেবার ওপর কর–ভ্যাট বাড়িয়েছে। এটি দেশের অর্থনীতির জন্য ভালো ফল বয়ে আনবে না। সুদের হার বাড়িয়ে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে উদ্যোগ নিয়েছে, তারও সুফল দেখা যাচ্ছে না; বরং ব্যাংকগুলোর মুনাফা বেড়েছে তাতে। আর ব্যবসাপ্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে।
অন্তর্বর্তী সরকারের আমলে অধিকার আদায়ের নামে ভাঙচুর–বিক্ষোভের বহু ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনার আগে আলোচনা করে সমাধান করা যায়। আমরা দেখছি, আইনশৃঙ্খলা কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয়, তাহলে অর্থনীতিতে সুদিন ফিরবে না।
সরকার সংস্কারের কাজে হাত দিয়েছে। এটা ভালো উদ্যোগ। তবে অংশীজনদের সঙ্গে কথা বলা, কীভাবে সংস্কারগুলো বাস্তবায়িত হবে, তাতে লাভবান হবেন কারা—এসব বিষয়ে পূর্ণাঙ্গ রূপরেখা দরকার। সমস্যা হলো সরকার নিজের কথা নিজে বলছে। অন্য কারও সঙ্গে কথা বলছে না। আমাদের চাওয়া হলো সরকার কথার চেয়ে কাজ বেশি করে দেখাক। যেমন সরকারের কাছ থেকে আমরা শুধু ডলার পাচার হওয়ার কথা শুনছি। এখন আমরা দেখতে চাই, পাচার হওয়া অর্থ ফেরত এনেছে সরকার। অন্তত একটা উদাহরণ তৈরি করা হোক।
সবচেয়ে বড় চাওয়া হলো সরকারের এখন নির্বাচনের আবহ তৈরি করা দরকার। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসবে। অন্তর্বর্তী সরকার অভিজ্ঞতাগুলো নতুন সরকারকে শেয়ার করবে। নির্বাচনের আবহ তৈরি হলে অর্থনীতিতে গতি আসবে।
— আমিরুল হক, ব্যবস্থাপনা পরিচালক, প্রিমিয়ার সিমেন্ট ও সী কম গ্রুপ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আকাশে শোভা পাবে রক্তিম চাঁদ: কখন, কীভাবে দেখা যাবে
রাতের আকাশে দেখা যাবে বিরল এক দৃশ্য। আজ বৃহস্পতিবার ১৩ ও আগামীকাল শুক্রবার ১৪ মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। এ সময় গাঢ় তাম্রবর্ণ ধারণ করবে চাঁদ। একে বলা হচ্ছে ‘ব্লাড মুন’ বা ‘রক্তিম চাঁদ’। তবে পৃথিবীর সব স্থান নয়, এবারের চন্দ্রগ্রহণ দেখা যাবে শুধু পশ্চিম গোলার্ধ থেকে।
চলুন জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণ কী, আসন্ন গ্রহণের সময় কেন চাঁদ রক্তবর্ণ ধারণ করবে, কারা কারা চাঁদের এই রূপ দেখতে পাবেন, আর এ ঘটনা কতটা বিরল।
পূর্ণ চন্দ্রগ্রহণ কী
পৃথিবী যখন চাঁদ ও সূর্যের ঠিক মাঝামাঝিতে অবস্থান করে, তখন সূর্যের আলো চাঁদে পৌঁছানোর আগে পৃথিবীর ওপর বাধা পায় এবং পৃথিবীর ছায়া পড়ে চাঁদের পৃষ্ঠের ওপর, এ সময় চন্দ্রগ্রহণ হয়। এই চন্দ্রগ্রহণের প্রধানত তিনটি ধরন রয়েছে। সেগুলো হলো—
পূর্ণ চন্দ্রগ্রহণ: এই চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ার আড়ালে চলে যায়। এ সময় চাঁদ লালচে রং ধারণ করে।
আংশিক চন্দ্রগ্রহণ: চাঁদের একটি অংশের ওপর যখন পৃথিবীর ছায়া পড়ে, তখন আংশিক চন্দ্রগ্রহণ হয়। চাঁদের পৃষ্ঠের ওপর পৃথিবীর ছায়া ধীরে ধীরে বাড়তে থাকে এবং পরে তা কমে যায়। তবে পুরো চাঁদ পৃথিবীর ছায়ার আড়ালে চলে যায় না।
উপচ্ছায়া চন্দ্রগ্রহণ: এই চন্দ্রগ্রহণের সময় চাঁদ সরাসরি পৃথিবীর মূল ছায়ার ভেতরে থাকে না। বরং ছায়ার বাইরের অংশ বা উপচ্ছায়ার ভেতর দিয়ে যায়। এর ফলে চাঁদ স্বাভাবিকের চেয়ে কম উজ্জ্বল দেখায়।
চন্দ্রগ্রহণের বিভিন্ন পর্যায়। এর মধ্যে পূর্ণগ্রহণের সময় দেখা যাচ্ছে রক্তিম চাঁদ