‘বিয়ে আপনার-খরচ আমাদের’, বিয়ে হলো ১২ যুগলের
Published: 9th, February 2025 GMT
চমৎকার গাড়ির বহর, ঘোড়ার গাড়িতে কনের আগমন, সুন্দর সাজে সকল বর- সব মিলিয়ে এক জমকালো আয়োজন। যেখানে ১২ যুগল ব্যতিক্রম পরিবেশে যৌতুকবিহীন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর রূপকথা থিমপার্ক কনভেনশন হলে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এই ব্যতিক্রম বিয়ের আয়োজন করা হয়। ‘বিয়ে আপনার-খরচ আমাদের’ এই স্লোগানে অনুষ্ঠিত বিয়ের যাবতীয় খরচ বহন করেছে সংস্থাটি।
বর-কনের পোশাক, সাজসজ্জা, রেজিস্ট্রেশন, অতিথিদের আপ্যায়নসহ নতুন সংসার শুরুর উপহারও দেওয়া হয়েছে।
ফাউন্ডেশন জানায়, রংপুর বিভাগে ৯০ জন বর-কনে এই আয়োজনে অংশ নিতে আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১২ যুগলকে বিয়ের জন্য নির্বাচিত করা হয়। তবে শর্ত ছিল দুটি-কোনো যৌতুক নেওয়া যাবে না এবং মোহরানা সম্পূর্ণ পরিশোধ করতে হবে।
নবদম্পতি বর শাহরিয়ার ইসলাম লিখন ও কনে শারমিন সুলতানার সঙ্গে আলাপ হয়। কনে শারমিন বলেন, “এমন স্বপ্নের বিয়ের আয়োজন হবে, কখনো ভাবিনি। এই আয়োজন কেবল আমাদের জন্য নয়, পুরো সমাজের জন্য এক উদাহরণ হয়ে থাকল।”
অনুষ্ঠানে আসা কনে মনিরা ইসলামের মা ফরিদা আক্তার বলেন, “বিয়ে নিয়ে যে দুশ্চিন্তা ছিল, আজ তা দূর হলো। বিনা খরচে এমন সুন্দর আয়োজনের জন্য আমরা কৃতজ্ঞ।”
আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, “যৌতুকের কুপ্রথা দূর করা এবং দেনমোহরের লোভ দেখিয়ে প্রতারণা ঠেকাতেই আমাদের এই উদ্যোগ। আর্থিক সংকটের কারণে যেন কেউ বিয়ে করতে না পারে, এমনটি আমরা হতে দেব না।”
তিনি জানান, পরবর্তী আয়োজন ঢাকায় করা হবে।
নবদম্পতিদের জন্য তোশক, বালিশ, হাঁড়ি-পাতিল, প্লেট-বাটিসহ গৃহস্থালি সামগ্রী উপহার দেওয়া হয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ উপহার ছিল কক্সবাজারে হানিমুন প্যাকেজ ও পরবর্তী সময়ে বিবাহ-পরবর্তী কাউন্সেলিং সেবা।
ঢাকা/আমিরুল/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম দ র র জন য
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের মামলার আসামি গ্রেপ্তার
সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় হাবিবুর রহমান হাবু (৪২) নামে মূল অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ব্যাটেলিয়ানের আভিযানিক দল। সোমবার (১০ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলার সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যা ব জানিয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব-১১ ব্যাটেলিয়ানের স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হাবিবুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রাউৎগাঁও এলাকার আতশ আলীর ছেলে।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, ভুক্তভোগি তরুণী প্রতিবন্ধী হলেও তিনি কথাবার্তা বলতে পারেন এবং নিজে চলাফেরা করতেও অভ্যস্ত। প্রতিদিনের মতো তিনি গত ২২ ফেব্রুয়ারি দুপুরে পেচাইন গ্রাম থেকে নিজ বাড়ি রাউৎগাঁও যাওয়ার পথে অভিযুক্ত আসামি হাবিবুর রহমান হাবু তাকে কৌশলে নিজের বসতঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনা কাউকে জানালে হত্যা করা হলে বলে ভুক্তভোগি তরুণীকে হাবু হুমকিও দেয়। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করলে আসামিকে গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি তদন্ত ও অভিযান শুরু করে র্যা ব ।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে ঝিনাইদহ জেলার সদর থানাধীন গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান হাবুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি হাবুর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাকে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।