উদীচীর সম্মেলনে হট্টগোল, দুই কমিটি ঘোষণা
Published: 9th, February 2025 GMT
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে গোলযোগ হয়েছে। আলাদা করে দুটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। উভয় পক্ষে অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে এক পক্ষে জামশেদ আনোয়ার তপন এবং আরেক পক্ষে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দের নাম ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার উদীচীর সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি ও জামশেদ আনোয়ার তপনকে সাধারণ সম্পাদক করে উদীচী কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার শিশু একাডেমি মিলনায়তনে তিন দিনের সম্মেলনের শেষ দিনে কাউন্সিলে সারা দেশ থেকে আগত প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনো শত ষড়যন্ত্রে’ স্লোগান ধারণ করে ৬ ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির ২৩তম জাতীয় সম্মেলনের উদ্বোধন হয়। এর পরদিন থেকে শিশু একাডেমি মিলনায়তনে চলে কাউন্সিল অধিবেশন। সারা দেশ থেকে সাড়ে পাঁচ শর বেশি প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন। শনিবার ছিল হাবিবুল আলমের সভাপতিত্বে কাউন্সিলের শেষ দিন। কো-অপশনের জন্য চারটি সদস্য পদ শূন্য রেখে কাউন্সিলের বিষয় নির্বাচনী কমিটি ৮৭ জনের নাম ঘোষণা করলে প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ ভোটে উদীচীর ৯১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদিত হয়।
জামশেদ আনোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দেশের অধিকাংশ জেলার প্রতিনিধিসহ সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধির সমর্থনে তাঁদের কমিটি করা হয়েছে।
অন্যদিকে কংকন নাগ স্বাক্ষরিত অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলন শেষে অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি ও অমিত রঞ্জন দেকে সাধারণ সম্পাদক করে নতুন কেন্দ্রীয় সংসদ ঘোষণা করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্মেলনে সভাপতি হাবিবুল আলম পুরোপুরি অগণতান্ত্রিক ও উদীচীর গঠনতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জোর করে নতুন কমিটি নির্বাচিত বলে ঘোষণা দেন। তাঁরা সম্মেলনে গোলযোগ সৃষ্টি করে সম্মেলনকেন্দ্র ত্যাগ করেন। বিবৃতিতে বলা হয়, তাঁদের পূর্ণাঙ্গ কমিটির নাম পরে ঘোষণা করা হবে। কংকন নাগের সঙ্গে যোগাযোগ করলে জানান, তিনি সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে আছেন। তাঁর পদ পরে নির্ধারণ করা হবে। তিনি বলেন, গঠনতন্ত্র অনুসারেই তাঁরা কেন্দ্রীয় কমিটি গঠন করেছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চুয়াডাঙ্গায় বিএনপি নেতা রফিকুল হত্যাকাণ্ডে দলের তিন নেতাকে বহিষ্কার
চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (মল্লিক) খুনের ঘটনায় অভিযুক্ত দলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল রোববার রাতে দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর যৌথ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত তিন নেতা হলেন তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন (টোটন) ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খালেক।
দর্শনা থানা বিএনপির প্যাডে লেখা বহিষ্কারাদেশে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে দেখা গেছে, আপনি দলীয় গঠনতন্ত্র ও আদর্শের পরিপন্থী কার্যকলাপে লিপ্ত রয়েছেন। এতে দলীয় শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে এবং দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনতন্ত্রের আলোকে এবং দলের স্বার্থ রক্ষার্থে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আপনাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হলো এবং দল থেকে বহিষ্কার করা হলো।’
আরও পড়ুনচুয়াডাঙ্গায় টিসিবির পণ্য নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১০৮ মার্চ ২০২৫এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বলেন, তিতুদহে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খুনের পরিপ্রেক্ষিতে এই তিন নেতার নাম প্রকাশ্যে চলে এসেছে। তৃণমূলের নেতাদের সম্মতিক্রমে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আরও যাঁদের নাম নিয়ে আলোচনা হচ্ছে, তাঁদের বিষয়েও তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
রফিকুল ইসলাম মল্লিককে ৮ মার্চ বেলা ১১টায় প্রকাশ্য কুপিয়ে খুন করা হয়। টিসিবি ও ভিজিএফের কার্ড নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের বিরোধে এ খুনের ঘটনা ঘটে।
আরও পড়ুনচুয়াডাঙ্গায় রফিকুলকে হত্যা করতে গোপন বৈঠক করেন বিএনপির দুই নেতা১৫ ঘণ্টা আগে