আইফোন দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে স্মার্ট ডিভাইস
Published: 9th, February 2025 GMT
দৈনন্দিন বিভিন্ন কাজে আইফোনের ব্যবহার বাড়াতে আইফোনকে সর্বজনীন রিমোট কন্ট্রোলে পরিণত করতে চায় অ্যাপল। আইফোনকে সর্বজনীন রিমোট কন্ট্রোলে পরিণত করতে এরই মধ্যে নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা চালু হলে আইফোন ব্যবহার করে হাতের ইশারায় আশপাশে থাকা স্মার্ট টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র, গাড়ি বা গেমিং কনসোল নিয়ন্ত্রণ করা যাবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাপল ইনসাইডার।
অ্যাপলের ইকোসিস্টেমে অ্যাপল টিভি রিমোট অ্যাপ এবং অ্যাপল কার কি–এর মতো বেশ কিছু সুবিধা রয়েছে, যা ব্যবহার করে টেলিভিশন নিয়ন্ত্রণের পাশাপাশি গাড়ির দরজা খোলা যায়। তবে এসব ক্ষেত্রে ব্যবহারকারীদের আইফোনে অ্যাপ চালু করে বিভিন্ন অপশন নির্বাচন করতে হয়। এতে সময় বেশি লাগার পাশাপাশি বাড়তি ঝামেলা পোহাতে হয়। কিন্তু নতুন পেটেন্ট অনুযায়ী, অ্যাপল এমন একটি প্রযুক্তি তৈরি করছে, যা ব্যবহারকারীর ইশারা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে বিভিন্ন প্রযুক্তিপণ্য নিয়ন্ত্রণ করতে পারবে।
আরও পড়ুনআইফোনের যে সুবিধা ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড ফোনে৩০ অক্টোবর ২০২৪অ্যাপলের তথ্যমতে, নতুন এ প্রযুক্তি চালু হলে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র চালু বা বন্ধের জন্য পাসকোড বা আঙুলের ছাপ ব্যবহার করতে হবে না। ব্যবহারকারী যন্ত্রের দিকে ইশারা করলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত হয়ে যাবে। এর ফলে ব্যবহারকারীকে কোনো বোতাম চাপতে বা যন্ত্র স্পর্শ করতে হবে না। এই প্রযুক্তি আইফোনে যুক্ত হলে ইলেকট্রনিক যন্ত্র ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
আরও পড়ুননতুন আইফোন কিনে বিপাকে ব্যবহারকারীরা২২ অক্টোবর ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইফ ন
এছাড়াও পড়ুন:
কলারোয়ায় বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
সাতক্ষীরার কলারোয়ায় শারীরিক ও বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইব্রাহিম গাজী (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আজ বুধবার সকাল ১০টার দিকে কলারোয়া পৌরসভাধীন গোপীনাথপুর যুগীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
কলারোয়া থানা সূত্র জানিয়েছে, ধর্ষণের শিকার শিশুর বয়স ১২ বছর। কয়েক বছর আগে তার বাবা মারা যান। তার মায়ের অন্যত্র বিয়ে হওয়ায় বর্তমান স্বামী নিয়ে সেখানে বসবাস করে। ফলে ওই শিশু তার নানা বাড়ি গোপীনাথপুরে থাকে। অভিযুক্ত ইব্রাহিম গাজীর বাড়ি ও ভুক্তভোগী শিশুর নানার বাড়ি পাশাপাশি।
অভিযোগ সূত্রে পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে অভিযুক্তের বাড়িতে কেউ না থাকায় ওই শিশুকে কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে অভিযুক্ত যুবক ইব্রাহিম গাজী বসতঘরের পশ্চিমপাশে বারান্দার কক্ষের মধ্যে শিশুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি শিশুটির নানীসহ আশেপাশের লোকজন জানতে পেরে ইব্রাহিমকে আটক করে পুলিশকে অবগত করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জনতার হাতে আটক যুবককে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিশুকে কোর্টের মাধ্যমে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।