চলছে ভ্যালেন্টাইন সপ্তাহ। ৯ ফেব্রুয়ারি চকলেট দিবস। এই দিবসে প্রিয়জনকে ভালোবাসার প্রতীক হিসেবে চকলেট দিতে পারেন। ছোট্ট এই উপহারটি প্রিয়জনের মন ভালো করে দিতে পারে। এতে সম্পর্কে যোগ হতে পারে মধুরতা। চকলেট ষোড়শ শতাব্দীতে ইউরোপে জনপ্রিয়তা পায়। একটা পর্যায়ে প্রেম ও হাসিখুশির প্রতীক হয়ে ওঠে। অনেকে চকলেট উপহার দিয়ে প্রেমের প্রস্তাব দেন।

জানা যায়, ষোড়শ শতাব্দীতে ইউরোপে চকলেট জনপ্রিয়তা পায়। শুরুতে চকলেটের স্বাদ তেতো ছিল। চকলেটের স্বাদ কেবল অসাধারণই নয় এটি স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। মানসিক স্বাস্থ্যও ভালো রাখে চকলেট। প্রিয়জনকে চকলেট বক্স ছাড়াও আর কী কী উপহার দিতে পারেন, জেনে নিন।

চকলেট কেক: চকলেট দিবসে প্রিয়জনকে চকলেট কেক উপহার দিতে পারেন। কেক উপহার দিলে এর সঙ্গে একটি মিষ্টি বার্তা দেওয়ারও সুযোগ পাবেন। কেকের ওপর লিখে দিতে পারেন প্রেমের কোনো কবিতা।

আরো পড়ুন:

আজ প্রেমের প্রস্তাব দেওয়ার দিন

সে কি প্রকৃত বন্ধু?

চকলেটের তোড়া: চকলেট দিবসে বিশেষভাবে চকলেটের তোড়া প্রিয়জনকে উপহার দিতে পারেন। এই ধরনের উপহারে সঙ্গী বেশ খুশিই হবে ৷

চকলেট হ্যাম্পার: চকলেট হ্যাম্পারে থাকে বিভিন্ন ধরণের চকলেট। আপনি এটি কাস্টমাইজও করে দিতে পারেন। যার মধ্যে থাকতে পারে চকলেট চিপস, চকলেট পানীয়, চকলেট ক্যান্ডি, চকলেট সাবান কিংবা চকলেট সুগন্ধি। 

চকলেট গয়না: চকলেট দিবস উপলক্ষে যদি প্রিয়জনকে চমকে দিতে চান তাহলে  আপনি তাকে চকলেট গয়না উপহার দিতে পারেন। সেক্ষেত্রে গিফট শপে আপনি চকলেট কানের দুল থেকে শুরু করে নেকলেস, ব্রেসলেট ইত্যাদি অনেক বিকল্প খুঁজে পেতে পারেন। অথবা কাস্টেমাইজ করে দিতে পারেন। 

চকলেট স্পা: চকলেট দিবস উপলক্ষে, আপনি আপনার প্রিয়জনের জন্য চকলেট স্পা বুক করতে পারেন। চকলেট স্পা মেজাজ ভালো করে দেয়। এতে ভালোবাসাও বৃদ্ধি পাবে ।

চকলোটের উপকারিতা: চকলেটের রয়েছে নানা ধরনের উপকারিতা। চকলেট খেলে  মস্তিষ্ক এন্ডোরফিন নিঃসরণ করে৷ যা  হার্টের জন্য খুবই উপকারী। এটি রক্তচাপ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপহ র দ ত উপক র

এছাড়াও পড়ুন:

আজ প্রেমের প্রস্তাব দেওয়ার দিন

ভ্যালেন্টাইন সপ্তাহের আজ দ্বিতীয় দিন। গতকাল ছিল রোজ ডে। অর্থাৎ প্রিয়জনকে গোলাপ উপহার দেওয়ার দিন। যারা এই সুযোগটি কাজে লাগাতে পারেননি তারা কিন্তু আজ সরাসরি প্রেমের প্রস্তাব দিতে পারেন। প্রিয়জনকে আপনার ভালোবাসার কথা জানানোর কৌশলটি আপনিই ভালো জানেন। তারপরেও আমরা আপনাকে কয়েকটি কৌশল জানিয়ে দিচ্ছি। 

প্রথম দেখার স্মৃতি মনে করিয়ে দিন: যাকে ভালোবাসার কথা বলতে চান, তার সঙ্গে নিশ্চয় এর আগে কোথাও দেখা হয়েছে?— যে জায়গায় আপনাদের প্রথম দেখা হয়েছিলো সেখানে তাকে নিয়ে যেতে পারেন। কথায় কথায় প্রথম দিন আপনাদের কী কথা হয়েছিলো এবং সেই দিনের অনুভূতি সঙ্গীকে জানান। এরপর হঠাৎ করে তার প্রতি আপনার ভালোবাসার কথা জানিয়ে দিন। একটি আংটি কিংবা ফুল দিয়ে প্রেমের প্রস্তাব দিতে পারেন।

আরো পড়ুন:

সে কি প্রকৃত বন্ধু?

হোটেল রুমে লুকানো ক্যামেরা খোঁজার উপায়

ক্যান্ডেল লাইট ডিনার বা রুফটপ রেষ্টুরেন্টে ডিনার: আজকাল রেস্টুরেন্ট সংস্কৃতি জনপ্রিয়তা পেয়েছে। সুন্দর কোনো রেষ্টুরেন্টে একটি ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে ফেলতে পারেন। এরপর সঙ্গীকে আপনার মনের কথা জানিয়ে দিতে পারেন। এছাড়া, রেষ্টুরেন্টের কোনো স্পেশাল ডেজার্ট অথবা পিজ্জার ওপর আপনার মনের কথা লিখে অবাক করে দিতে পারেন প্রিয়জনকে।

কোথাও ট্যুরে যেতে পারেন: প্রিয়জন যদি বন্ধু সার্কেলের কেউ হয় তাহলে বন্ধুবান্ধব সহ তাকে নিয়ে চলে যান শহরের আশেপাশে কোনো পিকনিক স্পটে। সবার সামনেই তাকে সেখানে প্রপোজ করতে পারেন। বন্ধুদের সহযোগিতায় জায়গাটি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এতে আপনার ভালোবাসাও প্রকাশ করা হবে, আবার ডে-ট্যুরও হয়ে যাবে।

চিঠি লিখে প্রেমের প্রস্তাব: হাতে লেখা প্রেমপত্র একটি হারিয়ে যাওয়া শিল্প। চিঠি পাওয়ার মধ্যে এক ধরনের আনন্দ আছে। আর চিঠি লিখতে গেলে মনের কথা গুছিয়ে লেখা যায়। প্রিয়জনকে উদ্দেশ্য করে লিখে ফেলতে পারেন মনের কথা। 

ছবি তোলার মাধ্যমে: প্রিয়জনের প্রিয় জায়গার খোঁজ যদি আপনার জানা থাকে তাহলে দুজনে সেখানেই চলে যান। একসঙ্গে ছবি তুলুন। আর ছবি তোলার সময় প্রিয়জনকে প্রোপজ করতে পারেন। ছবিতে থেকে যাবে সেই মহামূল্যবান স্মৃতি। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • আজ প্রেমের প্রস্তাব দেওয়ার দিন
  • ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু