কিলিয়ান এমবাপ্পের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার গুরুত্বপূর্ণ এই ডার্বিতে পয়েন্ট ভাগাভাগি করলেও শীর্ষস্থান ধরে রেখেছে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের প্রথমার্ধে বিতর্কিত এক পেনাল্টি থেকে অ্যাটলেটিকোর হয়ে গোল করেন জুলিয়ান আলভারেজ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিকদের সমতায় ফেরান এমবাপ্পে। এই ড্রয়ের ফলে ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই থাকলো রিয়াল, এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা আজ সেভিয়ার বিপক্ষে জিতলে শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান কমাতে পারবে।

মাদ্রিদ ডার্বিতে প্রথমবারের মতো মাঠে নামেন এমবাপ্পে। ম্যাচে আনচেলত্তি রক্ষণাত্মক কৌশলের বদলে এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম ও রদ্রিগোকে একসঙ্গে খেলান। প্রথমার্ধে দুই দলই রক্ষণ সামলাতে ব্যস্ত থাকায় তেমন গোলের সুযোগ তৈরি হয়নি। মাঝমাঠের লড়াইয়ে খেলা গতি হারালেও ভিনি একবার সুযোগ পেয়েছিলেন, তবে লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি।

ম্যাচের ৩৫ মিনিটে বিতর্কের জন্ম দেয় অ্যাটলেটিকোর পেনাল্টি। রিয়ালের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি পেনাল্টি বক্সে সামুয়েল লিনোর পায়ে চাপ দিলে ভিএআর দেখে স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি থেকে আলভারেজ ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে রিয়াল। রদ্রিগোর ডানদিক থেকে বাড়ানো ক্রসে বেলিংহামের শট প্রতিহত হলে ফিরতি বলে গোল করেন এমবাপ্পে।

এরপর একাধিক সুযোগ পায় রিয়াল। বেলিংহামের হেড ক্রসবারে লেগে ফিরে আসে, আরেকটি শট অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক ঠেকিয়ে দেন। ম্যাচের অন্তিম মুহূর্তে এমবাপ্পের শটও দারুণ দক্ষতায় রুখে দেন ওবলাক। ফলে পয়েন্ট ভাগাভাগির মাধ্যমেই শেষ হয় উত্তেজনাপূর্ণ এই ডার্বি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন এমব প প

এছাড়াও পড়ুন:

‘বিয়ে আপনার-খরচ আমাদের’, বিয়ে হলো ১২ যুগলের

চমৎকার গাড়ির বহর, ঘোড়ার গাড়িতে কনের আগমন, সুন্দর সাজে সকল বর- সব মিলিয়ে এক জমকালো আয়োজন। যেখানে ১২ যুগল ব্যতিক্রম পরিবেশে যৌতুকবিহীন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর রূপকথা থিমপার্ক কনভেনশন হলে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এই ব্যতিক্রম বিয়ের আয়োজন করা হয়। ‘বিয়ে আপনার-খরচ আমাদের’ এই স্লোগানে অনুষ্ঠিত বিয়ের যাবতীয় খরচ বহন করেছে সংস্থাটি। 

বর-কনের পোশাক, সাজসজ্জা, রেজিস্ট্রেশন, অতিথিদের আপ্যায়নসহ নতুন সংসার শুরুর উপহারও দেওয়া হয়েছে।

ফাউন্ডেশন জানায়, রংপুর বিভাগে ৯০ জন বর-কনে এই আয়োজনে অংশ নিতে আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১২ যুগলকে বিয়ের জন্য নির্বাচিত করা হয়। তবে শর্ত ছিল দুটি-কোনো যৌতুক নেওয়া যাবে না এবং মোহরানা সম্পূর্ণ পরিশোধ করতে হবে।

নবদম্পতি বর শাহরিয়ার ইসলাম লিখন ও কনে শারমিন সুলতানার সঙ্গে আলাপ হয়। কনে শারমিন বলেন, “এমন স্বপ্নের বিয়ের আয়োজন হবে, কখনো ভাবিনি। এই আয়োজন কেবল আমাদের জন্য নয়, পুরো সমাজের জন্য এক উদাহরণ হয়ে থাকল।”

অনুষ্ঠানে আসা কনে মনিরা ইসলামের মা ফরিদা আক্তার বলেন, “বিয়ে নিয়ে যে দুশ্চিন্তা ছিল, আজ তা দূর হলো। বিনা খরচে এমন সুন্দর আয়োজনের জন্য আমরা কৃতজ্ঞ।”

আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, “যৌতুকের কুপ্রথা দূর করা এবং দেনমোহরের লোভ দেখিয়ে প্রতারণা ঠেকাতেই আমাদের এই উদ্যোগ। আর্থিক সংকটের কারণে যেন কেউ বিয়ে করতে না পারে, এমনটি আমরা হতে দেব না।” 

তিনি জানান, পরবর্তী আয়োজন ঢাকায় করা হবে।

নবদম্পতিদের জন্য তোশক, বালিশ, হাঁড়ি-পাতিল, প্লেট-বাটিসহ গৃহস্থালি সামগ্রী উপহার দেওয়া হয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ উপহার ছিল কক্সবাজারে হানিমুন প্যাকেজ ও পরবর্তী সময়ে বিবাহ-পরবর্তী কাউন্সেলিং সেবা।

ঢাকা/আমিরুল/টিপু 

সম্পর্কিত নিবন্ধ